ধ্বনিতত্ব MCQ ।। দ্বাদশ শ্রেণি বাংলা তৃতীয় সেমিস্টার
শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে দ্বাদশ শ্রেণির উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ‘ধ্বনিতত্ব MCQ ।। দ্বাদশ শ্রেণি বাংলা তৃতীয় সেমিস্টার’ প্রদান করা হলো। ২০২৬ সাল থেকে উচ্চমাধ্যমিক দিতে চলা শিক্ষার্থীদের তৃতীয় সেমিস্টার পরীক্ষার প্রস্তুতির লক্ষ্যে এই ‘ধ্বনিতত্ব MCQ ।। দ্বাদশ শ্রেণি বাংলা তৃতীয় সেমিস্টার’ প্রদান করা হলো। শিক্ষার্থীরা ধ্বনিতত্ব MCQ ।। দ্বাদশ শ্রেণি বাংলা তৃতীয় সেমিস্টার পাঠ করে ধ্বনিতত্ত্ব সম্পর্কে জ্ঞান লাভ করতে পারবে। দ্বাদশ শ্রেণির উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টারের প্রস্তুতির লক্ষ্যে এখানে ধ্বনিতত্ব MCQ প্রশ্নের উত্তর প্রদান করা হয়েছে।
শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার আপডেট লাভ করতে মোবাইল স্ক্রিনের বা’দিকের নিম্নের অংশে থাকা বেল আইকনটিতে (🔔) টাচ করে শিক্ষালয় ওয়েবসাইটের নোটিফিকেশন অন করে রাখুন।
ধ্বনিতত্ব MCQ ।। দ্বাদশ শ্রেণি বাংলা তৃতীয় সেমিস্টারঃ
১) বাংলায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা- ৭টি
২) শ, ষ, স এই ধ্বনি তিনটি হল- উষ্ম ধ্বনি
৩) ঘোষ শব্দের অর্থ হল- নাদ
৪) ‘র’ ধ্বনিটি হল- কম্পিত ধ্বনি
৫) ‘ল’ ধ্বনিটি হল- পার্শ্বিক ধ্বনি
৬) দন্তমূলীয় বর্ণের উদাহরণ হল- স
৭) ‘হ’ ধ্বনিটি হল- উষ্ম ও কণ্ঠনালীয়
৮) উষ্ম ধ্বনিটি হল- শ
৯) ‘ভ’ ধ্বনি টি হল- ঘোষ ওষ্ঠ্য
১০) একটি তাড়িত ধ্বনি হল- ড়
১১) মুখের মান্য বাংলার ধ্বনির সংখ্যা- সাত
১২) বিভাজ্য ধ্বনির অপর নাম- খন্ড ধ্বনি
১৩) একটি তাড়িত ধ্বনি হল- ড়্
১৪) একটি উষ্ম ধ্বনি হল- শ্
১৫) বাগধ্বনি প্রধানত যত প্রকার- দুই
১৬) খণ্ডধ্বনিকে বলা হয়- বিভাজ্য ধ্বনি
১৭) বাংলায় ব্যঞ্জনধ্বনির সংখ্যা- ৩০ টি
১৮) পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জনধ্বনির সমাবেশকে বলে- গুচ্ছধ্বনি
১৯) ‘ল্’ ধ্বনিটি- পার্শিক ধ্বনি
২০) বাগ্ যন্ত্রের অন্তর্ভুক্ত নয়- কর্ণ
২১) ‘Phonology’ বলতে বোঝায়- ধ্বনিতত্ত্ব
২২) পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জনার সমাবেশকে বলে- গুচ্ছ ধ্বনি
২৩) নূন্যতম শব্দজোড়ের শব্দ দুটি হওয়া চাই- একই ভাষার
২৪) শ্,স্, হ্ বর্ণগুলি- উষ্ম ধ্বনি
২৫) ঙ্, ঞ্, ন্, ঙ্, ম্ বর্ণগুলি- নাসিক্য ধ্বনি
২৬) বিভাজ্য ধ্বনিকে ভাগে ভাগ করা যায়- দুটি ভাগে
২৭) দৈর্ঘ্য, শ্বাসাঘাত, সুরতরঙ্গ, যতি হলো- অবিভাজ্য ধ্বনি
২৮) বাংলা উচ্চারণে অর্ধস্বরের সংখ্যা- চারটি
২৯) ‘র্’ ধ্বনিটি হলো- কম্পিত
৩০) ড়্, ঢ়্ ধ্বনিটি- তাড়িত
৩১) দুটি ভিন্ন শব্দের মধ্যে নূন্যতম উচ্চারণ পার্থক্য থাকলে তাকে বলে- ন্যূনতম শব্দজোড়
৩২) একদলের অন্তর্গত ব্যঞ্জন সমাবেশকে বলে- যুক্তধ্বনি
৩৩) বাংলায় দুটি ব্যঞ্জনের সমাবেশে তৈরি গুচ্ছধ্বনির সংখ্যা কমপক্ষে- ২০০টি
৩৪) শব্দের শুরুতে বা শেষে থাকে যে ব্যঞ্জন-সমাবেশ তাকে বলে- যুক্তধ্বনি
৩৫) কন্ঠনালীয় বর্ণটি হল- হ্
৩৬) তিনটি ব্যঞ্জন-এর গুচ্ছধ্বনি বাংলায়- আটটি
৩৭) চারটি ব্যঞ্জন-এর গুচ্ছধ্বনি বাংলায়- একটি
৩৮) একাধিক দল যুক্ত শব্দের কোনো একটিকে বেশি জোর দিয়ে উচ্চারণ করা হলে তাকে বলে- শ্বাসাঘাত
৩৯) ‘ই’ ও ‘উঃ’ হল- সংবৃত ধ্বনি
৪০) একটি মহাপ্রাণ ধ্বনি হল- ঘ
….. খুব শীঘ্রই এখানে শিক্ষালয়ের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরগুলি প্রদান করা হবে। শিক্ষালয়ের সকল প্রকার আপডেট লাভ করতে নিয়মিত ভিজিট করো শিক্ষালয় ওয়েবসাইট।
ধ্বনিতত্ব MCQ ।। দ্বাদশ শ্রেণি বাংলা তৃতীয় সেমিস্টার (শুধুমাত্র শিক্ষালয় ওয়েবসাইটের সাবস্ক্রাইবারদের জন্য):
ধ্বনিতত্ব MCQ ।। দ্বাদশ শ্রেণি বাংলা তৃতীয় সেমিস্টার (সেট ১)
উত্তর দেখতে এই লিঙ্কটি অনুসরণ করতে হবে
ধ্বনিতত্ব MCQ ।। দ্বাদশ শ্রেণি বাংলা তৃতীয় সেমিস্টার (সেট ২)
উত্তর দেখতে এই লিঙ্কটি অনুসরণ করতে হবে
……. খুব শীঘ্রই এখানে শিক্ষালয় ওয়েবসাইটের সাবস্ক্রাইবারদের জন্য আরো প্রশ্ন- উত্তর সেট প্রদান করা হবে। আপডেটগুলি দেখতে শিক্ষালয় ওয়েবসাইটটিকে সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত লক্ষ্য রাখুন শিক্ষালয় ওয়েবসাইটে।
দ্বাদশ শ্রেণির সব বিষয়ের সিলেবাস দেখতে এই লিঙ্কটি অনুসরণ করতে হবে
উচ্চমাধ্যমিক সেমিস্টার ৩ ও সেমিস্টার ৪ এর সব বাংলা নোট দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে
একাদশ শ্রেণি বাংলা পড়া ও নোট দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে
শিক্ষালয় ওয়েবসাইটের কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক নিম্নে প্রদান করা হলোঃ
- বাংলা ব্যাকরণের আলোচনাগুলি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
- শিক্ষালয় ওয়েবসাইটে প্রদান করা প্রবন্ধ রচনাগুলি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির বাংলা অধ্যায়ভিত্তিক নোট দেখতে এই লিঙ্কে ক্লিক করতে হবে
- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির বাংলা অধ্যায়ভিত্তিক MCQ TEST প্রদান করতে এই লিঙ্কে ক্লিক করতে হবে
- শিক্ষালয় ইউটিউব চ্যানেলটি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির সাজেশন দেখতে এই লিঙ্কটি অনুসরণ করতে হবে
শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার নোট, সাজেশন, প্রশ্নপত্র ও মক টেষ্টের সুবিধা গ্রহণ করতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করে বিষদ তথ্য জেনে নাওঃ