শাক্ত পদাবলি MCQ প্রশ্ন-উত্তর ।। একাদশ শ্রেণি বাংলা প্রথম সেমিস্টার
একাদশ শ্রেণি বাংলা প্রথম সেমিস্টার সিলেবাসের অন্তর্ভুক্ত বাংলা শিল্প-সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস থেকে শাক্ত পদাবলি MCQ প্রশ্ন-উত্তর ।। একাদশ শ্রেণি বাংলা প্রথম সেমিস্টার প্রশ্নের উত্তর শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে এখানে প্রদান করা হলো। একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার দিতে চলা শিক্ষার্থীরা এই শাক্ত পদাবলি MCQ প্রশ্ন-উত্তর ।। একাদশ শ্রেণি বাংলা প্রথম সেমিস্টার প্রশ্নের উত্তরগুলি তৈরি করলে তাদের পরীক্ষা প্রস্তুতি গ্রহণ করতে পারবে।
শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার আপডেট লাভ করতে মোবাইল স্ক্রিনের বা’দিকের নিম্নের অংশে থাকা বেল আইকনটিতে (🔔) টাচ করে শিক্ষালয় ওয়েবসাইটের নোটিফিকেশন অন করে রাখুন।
শাক্ত পদাবলি MCQ প্রশ্ন-উত্তর ।। একাদশ শ্রেণি বাংলা প্রথম সেমিস্টারঃ
১) ঔরঙজেবের মৃত্যু হয়- ১৭০৭ খ্রিঃ
২) যে শাক্তকবি ‘কবিরঞ্জন’ নামে প্রসিদ্ধ- রামপ্রসাদ সেন
৩) রামপ্রদাস সেনের জন্ম হয়েছিল- আনুমানিক ১৭২০ খ্রিঃ
৪) রামপ্রসাদ সেনের জন্ম হয়েছিল যে গ্রামে- কুমারহট্ট
৫) কুমারহট্ট গ্রামটি যে জেলায় অবস্থিত- চব্বিশ পরগণা
৬) রামপ্রসাদ সেনের পিতার নাম ছিল- রামরাম সেন
৭) রামপ্রসাদ সেন যে রাজার পৃষ্ঠপোষকতা লাভ করেছিলেন- রাজা কৃষ্ণচন্দ্র
৮) বিদ্যাসুন্দর কাব্যটি রচনা করেছেন- ভারতচন্দ্র / রামপ্রসাদ সেন (দুজনেই পৃথকভাবে)
৯) শাক্তপদাবলীর একটি বিশেষ পর্যায় হল- বিজয়া
১০) কমলাকান্ত ভট্টাচার্যের জন্ম হয়েছিল- ১৭৭২ খ্রিঃ
১১) কমলাকান্ত ভট্টাচার্যের মৃত্যু হয়েছিল- ১৮২১ খ্রিঃ
১২) ‘মা আমায় ঘুরাবে কত’ গানটি রচনা করেছেন- রামপ্রসাদ সেন
১৩) ‘আসার আশা ভবে আসা’ গানটি রচনা করেছেন- রামপ্রসাদ সেন
১৪) ‘মজিল মন ভ্রমরা’ গানটি রচনা করেছেন- কমলাকান্ত ভট্টাচার্য
১৫) ‘ওরে নবমী নিশি, না হইও রে অবসান’ গানটি রচনা করেছেন- কমলাকান্ত ভট্টাচার্য
১৬) কমলাকান্ত ভট্টাচার্যের বিখ্যাত তান্ত্রিক কবিতাটি হল- সাধকরঞ্জন
আরো প্রশ্নের উত্তর দেখতে এই লিঙ্কটি অনুসরণ করতে হবে
একাদশ শ্রেণি বাংলা প্রথম সেমিস্টারের MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে
একাদশ শ্রেণি ইংরাজি প্রথম সেমিস্টারের MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে
একাদশ শ্রেণি রাষ্ট্রবিজ্ঞান প্রথম সেমিস্টারের MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে
একাদশ শ্রেণি শিক্ষাবিজ্ঞান প্রথম সেমিস্টারের MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে
একাদশ শ্রেণি ইতিহাস প্রথম সেমিস্টারের MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে
একাদশ শ্রেণি ভূগোল প্রথম সেমিস্টারের MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে
একাদশ ও দ্বাদশ শ্রেণির সব বিষয়ের সিলেবাস ও নম্বর বিভাজন দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
শিক্ষালয় ওয়েবসাইটের কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক নিম্নে প্রদান করা হলোঃ
- বাংলা ব্যাকরণের আলোচনাগুলি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
- শিক্ষালয় ওয়েবসাইটে প্রদান করা প্রবন্ধ রচনাগুলি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির বাংলা অধ্যায়ভিত্তিক নোট দেখতে এই লিঙ্কে ক্লিক করতে হবে
- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির বাংলা অধ্যায়ভিত্তিক MCQ TEST প্রদান করতে এই লিঙ্কে ক্লিক করতে হবে
- শিক্ষালয় ইউটিউব চ্যানেলটি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির সাজেশন দেখতে এই লিঙ্কটি অনুসরণ করতে হবে
শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার নোট, সাজেশন, প্রশ্নপত্র ও মক টেষ্টের সুবিধা গ্রহণ করতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করে বিষদ তথ্য জেনে নাওঃ