হযবরল দ্বিতীয় ইউনিট টেস্টের প্রশ্ন উত্তর

হযবরল দ্বিতীয় ইউনিট টেস্টের প্রশ্ন উত্তর

শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের জন্য ষষ্ঠ শ্রেণি বাংলা হযবরল থেকে হযবরল দ্বিতীয় ইউনিট টেস্টের প্রশ্ন উত্তর প্রদান করা হলো। শিক্ষার্থীরা এই হযবরল দ্বিতীয় ইউনিট টেস্টের প্রশ্ন উত্তর অনুশীলন করলে তাদের দ্বিতীয় ইউনিট টেস্ট পরীক্ষায় বিশেষভাবে উপকৃত হবে। 

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার আপডেট লাভ করতে মোবাইল স্ক্রিনের বা’দিকের নিম্নের অংশে থাকা বেল আইকনটিতে (🔔) টাচ করে শিক্ষালয় ওয়েবসাইটের নোটিফিকেশন অন করে রাখুন। 

হযবরল দ্বিতীয় ইউনিট টেস্টের প্রশ্ন উত্তরঃ 

১) কাক্কেশ্বর কুচকুচের নিবাস কোথায় ?

উঃ ৪১ নং গেছো বাজার, কাগেয়াপটি। 

২) গাছের ফোকর থেকে যে বুড়োটা নেমেছিল তার পরিচয় দাও। 

উঃ বুড়োটি দেড় হাত লম্বা, তার পা পর্যন্ত সবুজ রঙের দাড়ি, হাতে একটা হুঁকো, তাতে কলকে-টলকে কিছু নেই, আর মাথা ভরা টাক।

৩) গাছের ফোকর থেকে নেমে আসা বুড়োটি কথকের ওজন ও বয়স কত বলেছিল ?

উঃ কথকের ওজন আড়াই সের ও বয়স সাঁইত্রিশ।

৪) কথকের অনুসারে তার নিজের বয়স কত ?

উঃ কথকের অনুসারে তার নিজের বয়স আট বছর তিন মাস।

৫) বুড়োর কথা অনুসারে তাদের বয়স কত হলে ঘুরিয়ে দেয় ?

উঃ বুড়োর কথা অনুসারে তাদের বয়স ৪০ হলেই ঘুরিয়ে দেয় অর্থাৎ বয়স আর বাড়ে না কমতে থাকে।

৬) রাক্ষসটা ঘুমের ঘোরে কী বলে খাট থেকে পড়ে গিয়েছিল ?

উঃ হাঁউ-মাঁউ-কাঁউ, মানুষের গন্ধ পাওয়া পাঁচ বলে হুড় মুড় করে খাট থেকে পড়ে গিয়েছে।

৭) কাক তার হিসেব লেখা স্লেট টা বুড়োর টেকো মাথায় ফেললে বুড়ো কীভাবে কাঁদতে লাগলো ?

উঃ “ও মা— ও পিসি— ও শিবুদা” বলে হাত পা ছুঁড়ে কাঁদতে লাগলো।

৮) বিজ্ঞাপনে কয় প্রকার কাকের কথা বলা হয়েছে ?

উঃ বিজ্ঞাপনে তিন প্রকার কাকের কথা বলা হয়েছে। তারা হলো— দাঁড় কাক, পাতিকাক ও রাম কাক।

৯) এল. সি. এম ও জি. সি. এম কথার অর্থ কী ?

উঃ এল. সি. এম কথার অর্থ ল. সা. গু এবং জি. সি. এম কথার অর্থ গ. সা. গু । 

১০) কাকে দেখে বােঝা যাচ্ছিল না সে ‘মানুষ না বাঁদর, প্যাঁচা না ভূত’? 

উঃ ‘হিজি বিজ বিজ’কে দেখে বোঝা যাচ্ছিল না সে মানুষ না বাঁদর, প্যাঁচা না ভূত।

১১) কার নাম বিস্কুট ?

উঃ হিজি বিজ্ বিজ্ ওরফে তকাই এর শশুরের নাম বিস্কুট।

১২) ঝোপের আড়াল থেকে যে মস্ত দাড়িওয়ালা একটা ছাগল বেরিয়ে এসেছিল তার নাম কী ?

উঃ শ্রী ব্যাকরণ সিং।

১৩) ছাগলটির নাম ব্যাকরণ হওয়ার কারণ কী ?

উঃ ছাগলটি খুব চমৎকার ‘ব্যা’ করতে পারে তাই তার নাম ব্যাকরণ।

১৪) হিজিবিজবিজ কে ? তার একটি গল্প নিজের ভাষায় লেখো।

উঃ হিজি বিজ বিজ হলো অদ্ভুত এক জন্তু।
তার একটি গল্প হলো পৃথিবীটা যদি চ্যাপটা হতো, আর সব জল গড়িয়ে ডাঙায় এসে পড়ত, আর ডাঙার মাটি সব ঘুলিয়ে প্যাচ প্যাচে কাদা হয়ে যেত আর লোকগুলো সব আছাড় খেয়ে পড়ত।

১৫) কাক্কেশ্বর কুচকুচে কোথায় থাকে? তার পরিচয় কী ?

উঃ শ্রী কাক্কেশ্বর কুচকুচে থাকে ৪১ নং গেছোবাজার, কাগেয়াপটিতে।
শ্রী কাক্কেশ্বর কুচকুচে একজন জ্যোতিষী। তিনি হিসাবি, বেহিসাবি, খুচরা ও পাইকারি সকল প্রকার গণনার কার্য বৈজ্ঞানিক প্রক্রিয়ায় সম্পন্ন করে থাকেন জুতোর মাপ গায়ের রং কান কটকট করে কিনা জীবিত কে মৃত ইত্যাদি বিবরণ পাঠালে তিনি ফিরতি ডাকে ক্যাটালগ পাঠিয়ে থাকেন।

১৬) উধাে আর বুধাের কীর্তিকলাপের কথা কয়েকটি বাক্যে লেখাে।

উঃ কাক হুঁকোওয়ালা বুড়োকে টাক বলায় বুড়ো রেগে গিয়ে বুধোকে ডাক দেয়। গাছের ফোকর থেকে বুধো মস্ত একটা পোঁটলা সমেত হুড়মুড় করে মাটিতে গড়িয়ে পড়ল এবং বোঁচকার নীচে চাপা পড়ে হাত পা ছুঁড়ছিল। তাকে টেনে না তুলে বুধো তার উপর চেপে বসে। আসলে উধো আর বুধোর মধ্যে রোজ মারামারি চলে। মুহূর্তের মধ্যে উধো চিৎপাত হলো এবং শুয়ে হাঁপাতে লাগল। বুধো তখন টাকে হাত বোলাতে বোলাতে ছটফট করতে লাগল। তারপর দুজনে উঠে খানিক গলা জড়িয়ে কাঁদল এবং কোলাকুলি করে খোসমেজাজে গাছের ফোকরের মধ্যে ঢুকে পড়ল।

১৭) ‘বিজ্ঞাপন পেয়েছ ? হ্যান্ডবিল ?’- বিজ্ঞাপনটি কার ? বিজ্ঞাপনের বিষয়বস্তু কী ছিল ? 

উঃ বিজ্ঞাপনটি ছিল কাক্কেশ্বর কুচকুচের। তার অফিস ছিল ৪১নং গেছোবাজার, কাগেয়াপটি।
বিজ্ঞাপনের বিষয়বস্তু ছিল জ্যোতিষবিচার সংক্রান্ত। সব ধরনের গণনাকার্য করা হতো। এমনকি ডাকযোগে সমস্ত বিবরণ জানালে বিচার করে ক্যাটালগ পাঠানোর ব্যবস্থা আছে। বাজারে অনেক কাকেরা ব্যবসা চালালেও তারাই রায়বংশীয় কুলীন দাঁড়কাক। সুতরাং নকল কাকেদের বিচারপদ্ধতি থেকে প্রতারিত না হবার অনুরোধও বিজ্ঞাপনে আছে।

১৮) “একটা কথাও বিশ্বাস করি না”- বক্তা কে ? সে কোন কথা বিশ্বাস করে না ?

উঃ ‘হযবরল’ গল্পের কথক আলোচ্য উদ্ধৃত অংশের বক্তা।
হিজিবিজবিজ্‌ জানাল যে তার মতো তার ভাই, বাবা ও পিসের নামও হিজিবিজবিজ্। লেখক প্রতিবাদ করায় সে আবার বলতে লাগল তার নাম তকাই। তার মেসো, শ্বশুরের নামও তকাই। ধমক খেয়ে সে বয়ান পালটে বলল যে তার শ্বশুরের
নাম বিস্কুট। বক্তা রেগে গিয়ে জানালেন যে তিনি তার কোনো কথা বিশ্বাস করেন না ৷

১৯) ‘বছর হলেই আমরা বয়স ঘুরিয়ে দিই’- বক্তা কে ? তাদের বয়স ঘুরিয়ে দেওয়ার ব্যাপারটি লেখো।

উঃ উদ্ধৃত অংশটির বক্তা একটি কাক।
কাকদের জগতে বয়স বাড়ে চল্লিশ বছর পর্যন্ত। তারপরই শুরু হয় বয়স্ক মার পালা। কাকদের বয়স ৪০ হলেই তারা তাদের বয়স ঘুরিয়ে দেয়। অর্থাৎ তাদের বয়স একচল্লিশ বিয়াল্লিশ হয় না, ঊনচল্লিশ, আটত্রিশ, সাঁইত্রিশ করে করে বয়েস কমতে থাকে। এমনি করে যখন ১০ পর্যন্ত নামে তখন আবার বয়স বাড়তে দেওয়া হয়।

২০) ‘শ্ৰী ব্যাকরণ সিং, বি.এ. খাদ্যবিশারদ’- ‘হ য ব র ল’ -তে এভাবে কার পরিচয় দেওয়া হয়েছে ? এই নামকরণের ব্যাখ্যা দাও।

উঃ কথক ও হিজি বিজ বিজ এর মধ্যে যখন জোর তর্কাতর্কি চলছে, সেই সময় ঝোপের আড়াল থেকে একটা মস্ত দাড়িওয়ালা ছাগল হঠাৎ উঁকি মেরে জিজ্ঞেস করে তাকে নিয়েই কিছু কথা হচ্ছে কিনা। উদ্ধৃত অংশে তারই পরিচয় দেওয়া হয়েছে এইভাবে। সে চমৎকার ‘ব্যা’ করতে পারে বলে তার নাম ব্যাকরণ, তার মাথায় দুটো শিং আছে বলে পদবী শিং। ইংরেজিতে লেখা হয় B.A অর্থাৎ ‘ব্যা’। কোন কোন জিনিস খাওয়া যায় আর কোন জিনিস খাওয়া যায় না তা নিয়ে নিজে পরীক্ষা করে বলে তার উপাধি হচ্ছে খাদ্য বিশারদ।

হযবরল থেকে আরো প্রশ্নের উত্তর দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে 

ষষ্ঠ শ্রেণি বাংলা বিষয়ে অধ্যায়ভিত্তিক MCQ প্রশ্নের MOCK TEST প্রদান করতে নিম্নের লিঙ্কটি অনুসরণ করতে হবে

click here

দ্বিতীয় ইউনিট টেষ্টের বাংলা সাজেশন দেখতে নিম্নের লিঙ্কটি অনুসরণ করতে হবে 

শিক্ষালয় ওয়েবসাইটের কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক নিম্নে প্রদান করা হলোঃ

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার নোট, সাজেশন, প্রশ্নপত্র ও মক টেষ্টের সুবিধা গ্রহণ করতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করে বিষদ তথ্য জেনে নাওঃ 

paid courses

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

আমরা শনাক্ত করেছি যে আপনি বিজ্ঞাপন ব্লক করতে এক্সটেনশন ব্যবহার করছেন। এই বিজ্ঞাপন ব্লকার নিষ্ক্রিয় করে আমাদের সমর্থন করুন।

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock

You cannot copy content of this page

Need Help?