শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে একাদশ শ্রেণির দ্বিতীয় সেমিস্টার প্রদান করতে চলা শিক্ষার্থীদের জন্য একাদশ শ্রেণির বাংলা আগুন নাটকের প্রশ্নের উত্তর প্রদান করা হলো। বিজন ভট্টাচার্যের এই আগুন নাটকের গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটি তৈরি করলে শিক্ষার্থীরা তাদের একাদশ শ্রেণির সেকেন্ড সেমিস্টার বাংলা পরীক্ষায় উপকৃত হবে।
আগুন নাটকের প্রশ্নের উত্তর :
১) “বাঁচতে হলে মিলেমিশে থাকতে হবে”- মন্তব্যটির বক্তা কে? মন্তব্যটির তাৎপর্য আলোচনা করো। ২+৩
উৎসঃ
বাংলা সাহিত্যের স্বনামধন্য নাট্যকার “বিজন ভট্টাচার্য”– এর লেখা “আগুন” নাটক থেকে এই তাৎপর্যপূর্ণ অংশটি চয়ন করা হয়েছে।
বক্তাঃ
নাটকের পঞ্চম দৃশ্যে আমরা প্রশ্নোক্ত মন্তব্যটির পরিচয় লাভ করি। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কথাটির বক্তা হল তৃতীয় পুরুষ।
মন্তব্যটির তাৎপর্যঃ
১৯৪৩ সালের মহামন্বন্তরের পটভূমিতে নাটকের দৃশ্যপট রচনা করা হয়েছে। নাটকের প্রতিটি দৃশ্যে মন্বন্তর পীড়িত মানুষের বাস্তব সমস্যাকে নিপুণভাবে তুলে ধরা হয়েছে। নাটকের প্রথম চারটি দৃশ্যে সমাজের ভিন্ন ভিন্ন স্তরের মানুষ যেমন- কৃষক, শ্রমিক তথা মধ্যবৃত্ত পরিবারের মানুষের জীবনযুদ্ধকে চিত্রিত করা হয়েছে।
নাটকে বর্ণিত সমাজের প্রতিটি স্তরের মানুষদের মূল সমস্যা একটাই, তা হল খাদ্যের জন্য দুশ্চিন্তা। আবার পঞ্চম দৃশ্যে দেখা যায় – রেশন দোকানের লাইনে মানুষের অস্থিরতা, উৎকণ্ঠা এবং সেখানে সিভিক গার্ডের জুলুম। জনৈক এক যুবক রেশন দোকানের লাইনে দাঁড়িয়ে বলে উঠেছে – “…আগুন! আগুন জ্বলছে আমাদের পেটে।”
আর তাই তৃতীয় পুরুষের সাথে সকলেই যেন উপলব্ধি করতে পেরেছে, এই কঠিন সময়ে সকলকে বাঁচতে হবে। তাই ক্ষুদ্র স্বার্থকে চরিতার্থ করতে নিজেদের মধ্যে বিবাদ করে লাভ নেই; পরিবর্তে সকলকে মিলেমিশে থাকতে হবে – “সকলের তরে সকলে আমরা”।