প্রথম ইউনিট টেষ্ট নবম শ্রেণি বাংলা প্রশ্ন

প্রথম ইউনিট টেষ্ট নবম শ্রেণি বাংলা প্রশ্ন

শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের প্রথম ইউনিট টেষ্টের প্রস্তুতির লক্ষ্যে প্রথম ইউনিট টেষ্ট নবম শ্রেণি বাংলা প্রশ্ন প্রদান করা হলো। শিক্ষার্থীরা এই প্রথম ইউনিট টেষ্ট নবম শ্রেণি বাংলা প্রশ্ন অনুশীলনের মধ্য দিয়ে তাদের আসন্ন প্রথম ইউনিট টেষ্ট পরীক্ষার জন্য বাংলা বিষয়ে প্রস্তুতি গ্রহণ করতে পারবে। 

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার আপডেট লাভ করতে মোবাইল স্ক্রিনের বা’দিকের নিম্নের অংশে থাকা বেল আইকনটিতে (🔔) টাচ করে শিক্ষালয় ওয়েবসাইটের নোটিফিকেশন অন করে রাখুন। 

প্রথম ইউনিট টেষ্ট নবম শ্রেণি বাংলা প্রশ্নঃ 

শিক্ষালয়, অনুপম ধর

www.sikkhalaya.in

শ্রেণিঃ নবম      বিষয়ঃ বাংলা

পূর্ণমানঃ ৪০ সময়ঃ ১ ঘন্টা ৩০ মিনিট

১) সঠিক উত্তরটি নির্বাচন করোঃ ৫*১=৫ 

১.১) ‘কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি’- সংকলিত অংশের উৎস কী?- ক) মঙ্গলচন্ডী খ) সারদাচরিত গ) চন্ডীমঙ্গল ঘ) কবি কঙ্কণ চন্ডী 

১.২) কাব্যাংশে ‘চিকুর’ শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?- ক) কুয়াশা খ) মুশলধারে বৃষ্টি গ) বিদ্যুৎ ঝলক

১.৩) ইলিয়াসের স্ত্রী বললে, ‘খুঁজেছি কিন্তু কখনো পাইনি’- কী পায়নি- ক) শান্তি খ) সুখ গ) তৃপ্তি ঘ) স্বস্তি 

১.৪) ‘ইলিয়াস প্রতিবেশিকে ধন্যবাদ দিয়েছিল’- সেই প্রতিবেশীটির নাম ছিল- ক) শাম-শেমাগি খ) মহম্মদ সা গ) কিরবিজরা ঘ) মোল্লাসাহেব 

১.৫) ‘মহারাজ এ সংবাদ শুনে খুব খুশি হবেন’- কী সংবাদ- ক) চোর ধরা পড়েছে খ) তাঁর নাম খোদাই করা মণিমুক্তোর আংটি পাওয়া গেছে গ) মালসহ চোর ধরা পড়েছে ঘ) তার স্ত্রীর সংবাদ পাওয়া গিয়েছে। 

 

২) সঠিক উত্তরটি নির্বাচন করোঃ  ৫*১=৫ 

২.১) বাংলা ভাষায় স্বর ও ব্যঞ্জনধ্বনি এসেছে কোথা থেকে? – ক) হিন্দি থেকে খ) অসমিয়া থেকে গ) গুজরাটি থেকে ঘ) সংস্কৃত থেকে 

২.২) ট্‌, ঠ্‌, ড্‌ কী ধরণের ব্যঞ্জন?- ক) মূর্ধন্য খ) ওষ্ঠ গ) কন্ঠ ঘ) দন্ত্য 

২.৩) নাসিক্যধ্বনির দৃষ্টান্ত- ক) জ্‌ খ) খ্‌ গ) ড্‌ ঘ) ম্‌ 

২.৪) কোন ধ্বনি পরিবর্তনের ধারায় কাব্য>কাইব্য হয়েছে?- ক) স্বরসংগতি খ) অভিশ্রিতি গ) অপিনিহিতি ঘ) সমীভবন 

২.৫) কথা+অমৃত= কথামৃত কোন সন্ধির দৃষ্টান্ত?- ক) স্বরসন্ধি খ) ব্যঞ্জনসন্ধি গ) বিসর্গ সন্ধি ঘ) বাংলা সন্ধি 

 

৩) অতি সংক্ষিপ্ত উত্তর দাওঃ (যে-কোনো ৪টি) ৪*১=৪  

৩.১) ‘ধুলে আচ্ছাদিত হইল যে ছিল হরিত’- এর অর্থ কী?

৩.২) শকুন্তলা তার হাতের আংটি কোথায় হারিয়েছিল? 

৩.৩) ‘কিন্তু কাঁদবার জো ছিল না’- কেন কাঁদবার জো ছিল না? 

৩.৪) ‘মিছে দাঁড় টানি’- কবি মিছে দাঁড় টানেন কেন? 

৩.৫) প্রফেসর শঙ্কুর পুরো নাম কী?  

 

৪) সংক্ষিপ্ত উত্তর দাওঃ (যে-কোনো ২টি) ২*৩=৬  

৪.১) ‘ঘটনাক্রমে সেই আংটি পেল এক ধীবর’- ধীবর কীভাবে আংটি পেল লেখো। 

৪.২) ‘স্কুলে কী বিভীষিকাই যে ছিলেন ভদ্রলোক’- ভদ্রলোক স্কুলে বিভীষিকা ছিলেন কেন? 

৪.৩) ‘চন্ডীর আদেশ পান বীর হনুমান’- চন্ডীর আদেশে বীর হনুমান কী করেছিল? 

৪.৪) ‘নোঙরের কাছি বাঁধা তবু এ নৌকা চিরকাল’- ‘কাছি’ শব্দের অর্থ কী? এখানে ‘তবু’ শব্দটি ব্যবহারের তাৎপর্য লেখো। 

 

৫) অনধিক ১৫০টি শব্দে উত্তর দাওঃ ২*৫=১০ 

৫.১) ‘কলিঙ্গদেশে ঝড় বৃষ্টি’ কবিতায় ঝড়-বৃষ্টির ফলে কলিঙ্গে যে অবস্থার সৃষ্টি হয়েছিল তা লেখো। অথবা, ‘নোঙর’ কবিতায় কবির জীবন উপলব্দধির যে প্রকাশ ঘটেছে তা লেখো। 

৫.২) ‘এখন থেকে তুমি আমার একজন বিশিষ্ট প্রিয় বন্ধু হলে’- বক্তা কে? বক্তার একথা বলার কারণ কী?  অথবা, দাম গল্প অবলম্বনে মাষ্টারমশাই চরিত্রটি আলোচনা করো।

 

৬) অনধিক ১৫০টি শব্দে উত্তর দাওঃ (যে-কোনো ১টি) ১*৫=৫ 

৬.১) ‘আজ দিনের শুরুতেই একটা বিশ্রি কান্ড ঘটে গেল’- ঘটনাটি কী লেখো। 

৬.২) লেখক কার কাছ থেকে প্রফেসর শঙ্কুর ডায়রিটি পেয়েছিলেন? ডায়রিটির বিশেষত্ব কী ছিল? 

 

৭) যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ ১*৫=৫ 

৭.১) ভাবসম্প্রসারণ করোঃ

“এ জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি।

রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি।” 

৭.২) ভাবার্থ লেখোঃ 

যে নদী হারায়ে স্রোত চলিতে না পারে

সহস্র শৈবালদাম বাঁধে আসি তারে।

যে জাতি জীবনহারা অচল অসাড় 

পদে পদে বাঁধে তারে জীর্ণ লোকাচার।

সর্বজন সর্বক্ষণ চলে যেই পথে 

তৃণগুল্ম সেথা নাহি জন্মে কোন মতে; 

যে জাতি চলে না কভু তারি পথ পরে

তন্ত্র-মন্ত্র সংহিতায় চরণ না সরে। 

VIEW PDF

PDF DOWNLOAD

নবম শ্রেণি বাংলা প্রথম ইউনিষ্ট টেষ্ট বাংলা সাজেশন দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে 

নবম শ্রেণির শিক্ষার্থীদের জন্য বাংলা বিষয়ের অধায়ভিত্তিক লিঙ্কঃ 

শিক্ষালয় ওয়েবসাইটের কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক নিম্নে প্রদান করা হলোঃ

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার নোট, সাজেশন, প্রশ্নপত্র ও মক টেষ্টের সুবিধা গ্রহণ করতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করে বিষদ তথ্য জেনে নাওঃ 

paid courses

You cannot copy content of this page

Need Help?