শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে নবম শ্রেণি বাংলা “ইলিয়াস” গল্প থেকে এখানে গুরুত্বপূর্ণ কিছু নোট প্রদান করা হলো। শিক্ষার্থীরা এই প্রশ্নের উত্তরগুলি ভালো করে তৈরি করলে বিষয় সম্পর্কে সম্যক ধারণা লাভ করতে পারবে ও পরীক্ষাতেও ভালো ফলাফল করতে সক্ষম হবে।

ইলিয়াস গল্প থেকে MCQ প্রশ্নের উত্তরঃ

১) ‘ইলিয়াস’ গল্পটির লেখক- রুশ সাহিত্যিক লিও তলস্তয়

২) ‘ইলিয়াস’ গল্পটি বাংলায় অনুবাদ করেন- মণীন্দ্র দত্ত

৩) উফা প্রদেশে বাস কৱত- ইলিয়াস 

৪) বাসকিৱ হল- কৃষিজীবী উপজাতি (পশুপালন তাদের প্রধান জীবিকা) 

৫) ইলিয়াসের বাবা মারা গিয়েছিল- ইলিয়াসের বিয়ে হওয়ার এক বছরের মধ্যে 

ইলিয়াস গল্প থেকে এমন আরো MCQ প্রশ্নের উত্তর সমাধান করতে এই লেখাটিতে ক্লিক/টাচ করতে হবে

ইলিয়াস গল্প থেকে SAQ প্রশ্নের উত্তরঃ

১) ইলিয়াসের বাবা যখন মারা গেল তখন তার সম্পত্তি কত ছিল?

উত্তরঃ সাতটা ঘােটকী, দুটি গােরু, কুড়িটা ভেড়া। 

২) ইলিয়াস কীভাবে প্রচুৱ সম্পত্তি কৱে ফেলল?

উত্তরঃ পঁয়ত্রিশ বছর ধরে সকাল থেকে রাত পর্যন্ত স্বামী-স্ত্রীর কঠোর পরিশ্রমের দ্বারা। 

৩) পঁয়ত্রিশ বছর পৱে ইলিয়াসের সম্পত্তি কত হয়েছিল?

উত্তরঃ দুশো ঘােড়া, দেড়শাে গােরু-মােষ আর বারােশাে ভেড়া।

৪) যাৱা ইলিয়াসকে ঈর্ষা করতো তাৱা ইলিয়াস সম্পর্কে কী বলতো? 

উত্তরঃ ইলিয়াস ভাগ্যবান পুরুষ, তার মরবারই দরকার নেই। 

৫) ইলিয়াস অতিথিদের কিভাবে আপ্যায়িত করতো? 

উত্তরঃ কুমিস, ভেড়া ও ঘােটকীর মাংস প্রভৃতি দিয়ে।  

৬) ইলিয়াসেৱ পরিবাৱে কাৱা ছিল? 

উত্তরঃ স্বামী-স্ত্রী ছাড়া দুই ছেলে, এক মেয়ে। 

৭) ইলিয়াস যখন গৱিব ছিল তার ছেলেরা তখন কি করতে?

উত্তরঃ তার সঙ্গে কাজ করত ও গােরু-ভেড়া চরাত।

৮) ইলিয়াসের অনেকগুলি ভেড়া মারা গেল কেন?

উত্তরঃ ভেড়ার পালে মড়ক লেগে। 

৯) শীতকালে অনেক গােরু-মােষ মারা গেল কেন?

উত্তরঃ দুর্ভিক্ষ হওয়ায় শীতকালে খড়ের অভাবে।

১০) ইলিয়াস সত্তর বছর বয়সে এসে বাধ্য হয়ে কী বিক্রি কৱে দিল?

উত্তরঃ পশমের কোট, কম্বল, ঘােড়ার জিন, তাবু আর অবশিষ্ট গৃহপালিত পশু। 

১১) ইলিয়াসের সবশেষে কী সম্বল ছিল? 

উত্তরঃ সবশেষে সম্বল বলতে ছিল কাধে একটা বোঁচকা; তাতে লােমের একটা কোট, টুপি, জুতাে আর বুট আর তার স্ত্রী শাম শেমাগী। 

১২) বাড়ি থেকে তাদের তাড়িয়ে দেওয়া হলাে।”- কাদেৱ বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হলাে? 

উত্তরঃ ইলিয়াসের ছােটো ছেলের বউ ঝগরুটে হওয়ায় ইলিয়াসের বাড়ি থেকে তাদের তাড়িয়ে দেওয়া হয়। 

১৩) কখন ইলিয়াসের সম্পত্তিতে টান পড়ল?

উত্তরঃ ছােটো ছেলেকে ইলিয়াস একটি বাড়ি এবং কিছু গােরু-ঘােড়া দিয়ে তাড়িয়ে দিলে। 

১৪) ইলিয়াসের সবচেয়ে ভালাে ঘােড়াগুলি কাৱা চুরি করেছিল? 

উত্তরঃ কিরবিজরা। 

১৫) বৃদ্ধ বয়সে ইলিয়াস ও তার স্ত্রী কোথায় বসবাস করত?

উত্তরঃ মহম্মদ শর বাড়িতে।

নবম শ্রেণির বাংলা বিষয়ের অন্যান্য অধ্যায়গুলি থেকে নোট পেতে এই লেখাতে ক্লিক/টাচ করো 

ইলিয়াস গল্প থেকে বড়ো প্রশ্নের উত্তরঃ

১) “ওর তো মরবারই দরকার নেই”- কার মরবার দরকার নেই? তাঁর সম্পর্কে এমন মনোভাবের কারণ কী? ১+৪=৫

উৎসঃ

রুশ দেশীয় সাহিত্যিক “লিও তলস্তয়” রচিত “Selected Stories” গ্রন্থের “Stories for Young Readers” নামক অধ্যায় থেকে গৃহীত “ইলিয়াস” গল্পের বাংলা তরজমা করেছেন “মণীন্দ্র দত্ত”। প্রশ্নোক্ত অংশটি এই গল্পের অন্তর্গত।

যার মরবার দরকার নেইঃ

গল্পের প্রধান চরিত্র ইলিয়াসের সম্পত্তির পরিমাণ এতোই বেশি ছিল যে, তাঁর জীবনে কোনো চিন্তার কারণ ছিল না। তাই তাঁর প্রতিবেশীরা মনে করত যে, তার আর মরবার দরকার নেই।

এমন মনোভাবের কারণঃ

রশিয়ার উফা প্রদেশে বসবাসকারী জাতিতে বাস্‌কির ইলিয়াসের বিবাহের এক বছরের মধ্যে তাঁর পিতার মৃত্যু হলে তাদের আর্থিক অবস্থা শোচনীয় হয়ে ওঠে। তখন তাঁর সম্পত্তি বলতে ছিল- “সাতটা ঘোটকী, দুটো গোরু আর কুড়িটা ভেড়া”

ইলিয়াস ও তার স্ত্রী সুদীর্ঘ পঁয়ত্রিশ বছরের অক্লান্ত পরিশ্রম ও নিষ্ঠার দ্বারা তাদের আর্থিক অবস্থার উন্নতি ঘটাতে থাকে। তখন তাদের সম্পত্তি বৃদ্ধিপ্রাপ্ত হয়ে হয়- “দুশো ঘোড়া, দেড়শো গোরু-মোষ, আর বারোশো ভেড়া।” ইলিয়াসের বাড়িতে ভারাটে মজুরেরা তাদের গোরু-মোষ দেখাশোনা করে এবং ভাড়াটে মজুরানিরা কুমিস, মাখন, পনির, ঘি প্রভৃতি তৈরি করে।

ইলিয়াসের এই প্রাচুর্য দেখে তার প্রতিবেশীরা ঈর্ষান্বিত হয়ে ওঠে। তাদের কথায়, “ইলিয়াস তো ভাগ্যবান পুরুষ; কোনো কিছুরই অভাব নেই; ওর তো মরবারই দরকার নেই।”

 

ইলিয়াস গল্প অবলম্বনে ইলিয়াস চরিত্রের পরিচয় দাও।

উত্তর জানতে এখানে টাচ/ক্লিক করতে হবে

ইলিয়াস গল্প অবলম্বনে শাম-শেমাগির চরিত্র আলোচনা করো।

উত্তর জানতে এখানে টাচ/ক্লিক করতে হবে

 
sikkhalaya
শিক্ষালয়, অনুপম ধর
sikkhalaya youtube
শিক্ষালয় ইউটিউব চ্যানেল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page