“তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়” রচিত “আগুন” উপন্যাসের প্রথমাংশ আমাদের পাঠ্য “চন্দ্রনাথ” নামে সংকলিত হয়েছে। প্রশ্নোক্ত অংশটি এই “চন্দ্রনাথ” গল্পের অন্তর্গত।
অনুমানের বিষয়ঃ
বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার পরিপ্রেক্ষিতে চন্দ্রনাথের বিদ্যালয়ে কে কত নম্বর পেতে পারে তার একটি আনুমানিক অনুপাতের হিসেব করছিল চন্দ্রনাথ। আর তার সেই হিসেবের কথা সে কথক অর্থাৎ নরুকে জানিয়েছিল।
অনুমানের বর্ণনাঃ
আত্মপ্রত্যয়ী চন্দ্রনাথের অনুমান ছিল- যদি সে পরীক্ষায় সাড়ে-পাঁচশোর বেশি পায় তবে দুজন শিক্ষার্থী, অমিয় ও শ্যামা ফেল করবে। আর বাকি সবাই পাশ করবে। কিন্তু যদি চন্দ্রনাথ পরীক্ষায় পাঁচশো পঁচিশের কম পায় তবে তাদের স্কুলের দশজন শিক্ষার্থী ফেল করবে। এমনকি সে এও জানাতে কুন্ঠিত হয় না যে, কথকও তাহলে তৃতীয় বিভাগে পাস করবে।
বাস্তবিক ফলাফলঃ
পরীক্ষার ফলাফল প্রকাশিত হলে দেখা যায় যে, চন্দ্রনাথের আনুপাতিক হিসাব মিলে গিয়েছিল। কথক তৃতীয় বিভাগে পাশ করেছে, তাদের বিদ্যালয়ে দশজন অকৃতকার্য হয়েছে এবং চন্দ্রনাথ তার নিজের হিসেবকে সঠিক প্রমাণ করে পাঁচশো পঁচিশের কম পেয়েছে।
কিন্তু একটি অঘটন ঘটেছিল। হীরু চন্দ্রনাথকে পরীক্ষায় পেছনে ফেলে দিয়েছিল। আর এই ঘটনায় কথক নরুও আশ্চর্য হয়ে গিয়েছিল।
চন্দ্রনাথের দাদা কেমন প্রকৃতির লোক ছিলেন? চন্দ্রনাথের সঙ্গে তাঁর দাদার মতবিরোধ হয়েছিল কেন?