শব্দগঠন ।। নবম শ্রেণি বাংলা ব্যাকরণ

শব্দগঠন ।। নবম শ্রেণি বাংলা ব্যাকরণ

শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে বাংলা ব্যাকরণের অন্তর্গত শব্দগঠন সম্পর্কে বিষদ আলোচনা ‘শব্দগঠন ।। নবম শ্রেণি বাংলা ব্যাকরণ’ পোষ্টে প্রদান করা হলো। শিক্ষার্থীরা এই শব্দগঠন ।। নবম শ্রেণি বাংলা ব্যাকরণ আলোচনার মধ্য দিয়ে শব্দগঠন সম্পর্কে সম্যক ধারণা লাভ করতে পারবে।

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার আপডেট লাভ করতে মোবাইল স্ক্রিনের বা’দিকের নিম্নের অংশে থাকা বেল আইকনটিতে (🔔) টাচ করে শিক্ষালয় ওয়েবসাইটের নোটিফিকেশন অন করে রাখুন। 

শব্দগঠন ।। নবম শ্রেণি বাংলা ব্যাকরণঃ 

১) মৌলিক শব্দ কাকে বলে?

উঃ যে শব্দকে বিশ্লেষণ করা যায় না, তাকে মৌলিক শব্দ বলে। 

যেমন- নাক, কান, চোখ, তিন ইত্যাদি। 

 

২) সাধিত শব্দ কাকে বলে?

উঃ সমাসবদ্ধ বা প্রত্যয়যুক্ত শব্দকে সাধিত শব্দ বলে।

যেমন- বর্তমান (বৃৎ + শানচ) 

 

৩) যৌগিক শব্দ কাকে বলে?

উঃ যেসব সাধিত শব্দের ব্যুৎপত্তিগত ও প্রচলিত বা ব্যবহারিক অর্থের কোনো প্রভেদ নেই, তাদের যোউগিক শব্দ বলে। 

যেমন- স্থলজ – ব্যুৎপত্তিগত অর্থ- যা স্থলে জন্মায়; প্রচলিত অর্থও তাই। 

 

৪) রূঢ় শব্দ কাকে বলে? 

উঃ যেসব সাধিত শব্দের ব্যুৎপত্তিগত ও প্রচলিত অর্থ ভিন্ন হয় তাদের রূঢ় শব্দ বলে। 

যেমন- অন্ন- ব্যুৎপত্তিগত অর্থ- খাদ্য; প্রচলিত অর্থ ভাত। 

 

৫) যোগরূঢ় শব্দ কাকে বলে? 

উঃ যেসব সাধিত শব্দ একাধিক ব্যুৎপত্তিগত অর্থের যে কোনো একটিকে বোঝায়, তাদের যোগরূঢ় শব্দ বলে। 

যেমন- বীণাপাণি শব্দের ব্যুৎপত্তিগত অর্থ বীণা ধারণকারী। কিন্তু বীণাপাণি বলতে দেবী সরস্বতীকে বোঝানো হয়। 

 

৬) প্রাতিপাদিক কী?

উঃ ধাতু ও প্রত্যয় মিলে যা গঠন করে, তাকে প্রাতিপাদিক বলে। প্রাতিপাদিকের সাথে বিভক্তি যুক্ত থাকে না। 

 

৭) উপসর্গ কাকে বলে? 

উঃ উপসর্গ সংক্রান্ত আলোচনাগুলি দেখতে এখানে ক্লিক/টাচ করো।

 

প্রথম ইউনিট টেষ্টের বাংলা সাজেশন দেখতে এই লেখাতে ক্লিক/টাচ করতে হবে 

নবম শ্রেণি বাংলা নোটঃ 

শিক্ষালয় ওয়েবসাইটের কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক নিম্নে প্রদান করা হলোঃ

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার নোট, সাজেশন, প্রশ্নপত্র ও মক টেষ্টের সুবিধা গ্রহণ করতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করে বিষদ তথ্য জেনে নাওঃ 

paid courses

You cannot copy content of this page

Need Help?