অনুসর্গ ।। নবম শ্রেণি বাংলা ব্যাকরণ

অনুসর্গ ।। নবম শ্রেণি বাংলা ব্যাকরণ

শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে বাংলা ব্যাকরণের অন্তর্গত অনুসর্গ সম্পর্কে বিষদ আলোচনা ‘অনুসর্গ ।। নবম শ্রেণি বাংলা ব্যাকরণ’ পোষ্টে প্রদান করা হলো। শিক্ষার্থীরা এই অনুসর্গ ।। নবম শ্রেণি বাংলা ব্যাকরণ আলোচনার মধ্য দিয়ে অনুসর্গ সম্পর্কে সম্যক ধারণা লাভ করতে পারবে।

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার আপডেট লাভ করতে মোবাইল স্ক্রিনের বা’দিকের নিম্নের অংশে থাকা বেল আইকনটিতে (🔔) টাচ করে শিক্ষালয় ওয়েবসাইটের নোটিফিকেশন অন করে রাখুন। 

অনুসর্গ ।। নবম শ্রেণি বাংলা ব্যাকরণঃ 

১) অনুসর্গ কাকে বলে?

উঃ যে সমস্ত অব্যয় পদ বিশেষ্য বা সর্বনামের পরে বসে শব্দবিভক্তির কাজ করে, তাদের অনুসর্গ বলে। 

যেমন- অনন্যার জন্য আইসক্রিম এনেছি। (এখানে ‘জন্য’ অনুসর্গ) 

 

২) অনুসর্গ সাধারণত কোথায় বসে?

উঃ অনুসর্গ সাধারণত বিশেষ্য বা সর্বনামের পরে পৃথকভাবে বসে। 

 

৩) অনুসর্গ ও বিভক্তির পার্থক্য লেখো।

উঃ অনুসর্গ ও বিভক্তির পার্থক্যগুলি নিম্নরূপ- 

ক) অনুসর্গের নিজস্ব অর্থ আছে। 

অপরদিকে, বিভক্তির কোনো অর্থ নেই। 

খ) অনুসর্গ পৃথকভাবে অবস্থান করে।

অন্যদিকে, বিভক্তি নামপদের সঙ্গে মিশে যায়। 

 

৪) উপসর্গ ও অনুসর্গের দুটি পার্থক্য লেখো। 

উঃ উপসর্গ ও অনুসর্গের পার্থক্য নিম্নরূপ- 

ক) ধাতু বা শব্দমূলের আগে বসে উপসর্গ অর্থে পরিবর্তন ঘটিয়ে, নতুন অর্থবোধক শব্দ তৈরি করে। যথা- প্র-হার> প্রহার। 

অপরদিকে, অনুসর্গ নামপদের পরে বসে শব্দবিভক্তির কাজ করে। যথা- এই দিকে তাকাও। 

খ) উপসর্গ ধাতু বা শব্দমূলের আগে বসে। যথা- আ-হার>আহার।

অপরদিকে, অনুসর্গ পদের পরে বসে। যথা- আকাশ থেকে বৃষ্টি পড়ে।  

 

৫) অনুসর্গকে অপর কী কী নামে ডাকা হয়?

উঃ পরসর্গ বা কর্মপ্রবচনীয়। 

 

৬) বাংলা অনুসর্গকে কয় ভাগে ভাগ করা যায় ও কী কী?

উঃ বাংলা অনুসর্গকে দুই ভাগে ভাগ করা যায়। যথা- শব্দজাত বা নাম অনুসর্গ এবং ক্রিয়াজাত অনুসর্গ। 

 

৭) কয়েকটি বিদেশি উপসর্গের নাম লেখো। 

উঃ দরুন, বনাম, বাবদ ইত্যাদি। 

 

৮) নাম অনুসর্গ কাকে বলে?

উঃ বিশেষ্য, বিশেষণ, অব্যয় পদ সৃষ্ট অনুসর্গকে না অনুসর্গ বা শব্দজাত অনুসর্গ বলে। 

যেমন- দ্বারা, জন্য, বিনা, অপেক্ষা ইত্যাদি। 

 

৯) ক্রিয়াজাত অনুসর্গ কাকে বলে? 

উঃ যে অসমাপিকা ক্রিয়া বিভিন্ন অর্থে অনুসর্গরূপে ব্যবহৃত হয় , তাদের ক্রিয়াজাত অনুসর্গ বলে। 

যেমন- দিয়ে, ধরে, করে, হতে, হয়ে ইত্যাদি। 

 

১০) অনুসর্গ ও নির্দেশকের পার্থক্য লেখো। 

উঃ অনুসর্গ ও নির্দেশকের পার্থক্যগুলি নিম্নরূপ- 

ক) অনুসর্গের স্বতন্ত্র অস্তিত্ব আছে।

কিন্তু, নির্দেশক বিভক্তির মতোই শব্দের সঙ্গে জুড়ে যায়।

খ) অনুসর্গে বিভক্তির প্রয়োগ বিরল।

কিন্তু, নির্দেশক বিভক্তিযুক্ত হয়। 

 

১১) কোন কারকে অনুসর্গের ব্যবহার নেই?

উঃ কর্মকারকে। 

 

১২) কয়েকটি নির্দেশকের নাম লেখো।

উঃ টি, টা, টো, খানি, খানা ইত্যাদি। 

 

১৩) উপসর্গ কাকে বলে?

উঃ উপসর্গ সম্পর্কিত আলোচনাগুলি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে।  

 

প্রথম ইউনিট টেষ্টের বাংলা সাজেশন দেখতে এই লেখাতে ক্লিক/টাচ করতে হবে 

নবম শ্রেণি বাংলা নোটঃ 

শিক্ষালয় ওয়েবসাইটের কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক নিম্নে প্রদান করা হলোঃ

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার নোট, সাজেশন, প্রশ্নপত্র ও মক টেষ্টের সুবিধা গ্রহণ করতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করে বিষদ তথ্য জেনে নাওঃ 

paid courses

You cannot copy content of this page

Need Help?