
“নব নব সৃষ্টি” প্রবন্ধ থেকে এখানে গুরুত্বপূর্ণ কিছু নোট প্রদান করা হলো। শিক্ষার্থীরা নির্দিষ্ট নোটে টাচ/ক্লিক করে সেই বিষয়ের নোটগুলি দেখতে পারবে।
নব নব সৃষ্টি প্রবন্ধ থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরঃ
১) সংস্কৃত ভাষা- আত্মনির্ভরশীল
২) প্রাচীন যুগের ভাষা হল- হিব্রু
৩) ‘আইন-আদালত’ শব্দটি এসেছে- আরবি থেকে
৪) ‘কাজনা-খারিজ’ শব্দটি এসেছে- ফারসি থেকে
৫) বহু সাহিত্যিক উঠে পড়ে লেগেছে- হিন্দি থেকে আরবি, ফারসি শব্দ তাড়িয়ে দিতে
৬) “আব্রু দিয়ে, ইজ্জত দিয়ে, ইমান দিয়ে…” লিখেছেন- রবীন্দ্রনাথ ঠাকুর
৭) ‘শহিদ’ শব্দটি বাংলায় ব্যবহার করেছেন- নজরুল ইসলাম
৮) বিদযাসাগর আরবি-ফারসি শব্দ ব্যবহার করতেন তাঁর- অসাধু রচনায়
৯) আরবি-ফার্সির বিরুদ্ধে জেহাদ ঘোষনা করাকে আহাম্মুখী বলে মনে করতেন- হরপ্রসাদ শাস্ত্রী
১০) হিন্দির বঙ্কিম বলা হয়- প্রেমচন্দ্রকে
১১) শংকর দর্শনের ভাষা- সংস্কৃতবহুল
১২) “এই দুই ভষা থেকে ব্যাপকভাবে আর নূতন শব্দ বাংলাতে ঢুকবে না” ভাষা দুটি হল- আরবি-ফারসি
১৩) ‘চন্ডী’ বলতে বোঝানো হয়েছে- চণ্ডীমঙ্গল কাব্যকে
১৪) ‘মক্তব’ হল- মুসলমানদের পাঠশালা
১৫) উর্দু সাহিত্যের মুল সুর- ফারসির সঙ্গে বাঁধা
১৬) উর্দু কবি হলেন- ইকবাল
১৭) মুজতবা আলির মতে বাঙালির সর্বশ্রেষ্ঠ সাহিত্য সৃষ্টি হল- পদাবলি কীর্তন
১৮) ভাটিয়ালি হল- গান
১৯) বাউল আসলে- ধর্মসম্প্রদায়
২০) বাঙালির চরিত্রে বিদ্যমান- বিদ্রোহ
২১) ধর্ম বদলালেই- জাতির চরিত্র বদলায় না
নব নব সৃষ্টি থেকে গুরুত্বপূর্ণ SAQ প্রশ্নের উত্তরঃ
১) ‘নব নব সৃষ্টি’ কথাটির অর্থ কী?
উঃ নতুন নতুন নির্মাণ
২) আত্মনির্ভরশীল ভাষা কোনটি?
উঃ সংস্কৃত
৩) কয়েকটি স্বয়ংসম্পূর্ণ ভাষার নাম লেখো।
উঃ সংস্কৃত, হিব্রু, গ্রীক, আবেস্তা, আরবি প্রভৃতি।
৪) আত্মনির্ভশীল নয় এমন কয়েকটি ভাষার নাম লেখো।
উঃ ইংরেজি ও বাংলা।
৫) বাংলা ভাষা কোন কোন ভাষা থেকে প্রচুর শব্দ গ্রহণ করেছে?
উঃ সংস্কৃত, আরবি, ফারসি, ইংরেজি প্রভৃতি।
৬) হিন্দি ভাষার সাহিত্যিকরা কী চেষ্টা করছেন?
উঃ হিন্দি থেকে অন্যান্য ভাষার শব্দকে দূর করতে।
৭) বিদ্যাসাগর কোন রচনায় বিদেশি শব্দ ব্যবহার করতেন?
উঃ বেনামিতে লেখা অসাধু রচনায়।
৮) ‘আলাল’ ও ‘হুতোম’ কী?
উঃ আলালের ঘরের দুলাল (প্যারিচাঁদ মিত্র) ও হুতোম প্যাঁচার নক্সা (কালীপ্রসন্ন সিংহ)।
৯) কাকে হিন্দি সাহিত্যের বঙ্কিম বলা হয়েছে?
উঃ প্রেমচাঁদকে।
১০) ‘বসুমতী’ কী?
উঃ বাংলা ভাষায় প্রচলিত দৈনিক পত্র।
১১) ‘বাঁকা চোখে’ বলতে কী বোঝানো হয়েছে?
উঃ বাংলা দৈনিক সংবাদপত্র।
১২) বাংলা ভাষায় কোন কোন বিদেশি শব্দ মুখ্যত প্রবেশ করেছে?
উঃ ইংরেজি, আরবি ও ফারসি
১৩) সংস্কৃত চর্চা উঠিয়ে দিলে কি হবে বলে প্রাবন্ধিক মনে করেছেন?
উঃ আমরা অন্যতম প্রধান খাদ্য থেকে বঞ্চিত হব।
১৪) বর্তমানে ছাত্রছাত্রীদের পুরানো বাংলা রচনা পরবার কারণ কী?
উঃ বিশ্ববিদ্যালয়গুলির পাঠ্যতালিকায় অন্তর্ভুক্ত থাকা।
১৫) কোন কোন ভাষার সংঘর্ষে নবীন ফারসি ভাষা জন্ম নেয়?
উঃ ইরানীয় আর্য ভাষা ও সেমিতি আরবি ভাষা।
১৬) ইকবাল কে?
উঃ উর্দু ভাষার প্রখ্যাত কবি।
১৭) প্রাবন্ধিকের মতে বাঙ্গালির সর্বশ্রেষ্ঠ সাহিত্যকীর্তি কোনটি?
উঃ পদাবলীসাহিত্য ও কীর্তন গান।
নব নব সৃষ্টি থেকে গুরুত্বপূর্ণ বড়ো প্রশ্নঃ
“ফল যদি ভালো হয় তখন তারা না হয় চেষ্টা করে দেখবেন”- কী চেষ্টা করে দেখার কথা এখানে বলা হয়েছে? এ বিষয়ে বাঙালি সাহিত্যিকদের ভূমিকা কী ছিল? ১+৪
উত্তর দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
“বিদেশি শব্দ নেওয়া ভালো না মন্দ সে প্রশ্ন অবান্তর”— কে এমন মনে করেন? তার এমন মনে হওয়ার কারণ কী লেখো। ১+৪
উত্তর দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
ভারতীয় ভাষায় কোন ভাষার প্রভাব সবচেয়ে বেশি এবং কেন? এই প্রসঙ্গে নব সৃষ্ট সিন্ধি, উর্দু ও কাশ্মীরি সাহিত্য সম্পর্কে প্রাবন্ধিকের মতামত কী ছিল লেখো। ২+৩
উত্তর দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
“নব নব সৃষ্টি” প্রবন্ধে প্রাবন্ধিক সংস্কৃত ভাষাকে আত্মনির্ভরশীল বলেছেন কেন? বর্তমান যুগে ইংরেজি ও বাংলা ভাষা আত্মনির্ভরশীল নয় কেন? ২+৩
উত্তর দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
“নব নব সৃষ্টি” প্রবন্ধ থেকে মডেল অ্যাক্টিভিটি টাস্কে প্রদান করা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর
উত্তর দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার নোট, সাজেশন, প্রশ্নপত্র ও মক টেষ্টের সুবিধা গ্রহণ করতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করে বিষদ তথ্য জেনে নাওঃ