প্রথম ইউনিট টেষ্ট নবম শ্রেণি ভূগোল প্রশ্ন

প্রথম ইউনিট টেষ্ট নবম শ্রেণি ভূগোল প্রশ্ন

শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের প্রথম ইউনিট টেষ্টের প্রস্তুতির লক্ষ্যে প্রথম ইউনিট টেষ্ট নবম শ্রেণি ভূগোল প্রশ্ন প্রদান করা হলো। শিক্ষার্থীরা এই প্রথম ইউনিট টেষ্ট নবম শ্রেণি ভূগোল প্রশ্ন অনুশীলনের মধ্য দিয়ে তাদের আসন্ন প্রথম ইউনিট টেষ্ট পরীক্ষার জন্য ভূগোল বিষয়ে প্রস্তুতি গ্রহণ করতে পারবে। 

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার আপডেট লাভ করতে মোবাইল স্ক্রিনের বা’দিকের নিম্নের অংশে থাকা বেল আইকনটিতে (🔔) টাচ করে শিক্ষালয় ওয়েবসাইটের নোটিফিকেশন অন করে রাখুন। 

প্রথম ইউনিট টেষ্ট নবম শ্রেণি ভূগোল প্রশ্নঃ 

শিক্ষালয়, অনুপম ধর

www.sikkhalaya.in

শ্রেণিঃ নবম   বিষয়ঃ ভূগোল

পূর্ণমানঃ ৪০    সময়ঃ ১ ঘন্টা ৩০ মিনিট

১) নিম্নলিখিত বিষয়গুলি উপযুক্ত নাম ও প্রতীকসহ ভারতের রেখামানচিত্রে চিহ্নিত করোঃ ১*৫=৫  

ক) ভারতের বৃহত্তম কয়লাখনি খ) ভারতের বৃহত্তম তৈল শোধনাগার গ) পশ্চিমবঙ্গের বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র ঘ) ভারতের বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্র ঙ) ভারতের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র।  

 

২) বহু বিকল্পভিত্তিক প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করোঃ ১*৫=৫

ক) আকাশ ও ভূমিভাগের মিলনের বৃত্তাকার সীমারেখাকে বলে— (i) সীমান্ত (ii) বৃত্তপ্রান্ত (iii) দিগন্ত (iv) অনন্ত

খ) GPS পদ্ধতির প্রধান ব্যাবহারিক ক্ষেত্র হল- (i) মহাকাশ গবেষণা (ii) আয়তন নির্ণয় (iii)উচ্চতা নির্ণয় (iv)অবস্থান নির্ণয়

গ) পৃথিবীর কক্ষপথের পরিধি হল প্রায়- (i) ১৪ কোটি কিমি (ii) ৪৬ কোটি কিমি (iii) ৭৬ কোটি কিমি (iv) ৯৬ কোটি কিমি

ঘ) ভারতের প্রধান খনিজ তৈল উত্তোলক অঞ্চল হল- (i) ডিগবয় (ii) আংক্লেশ্বর (iii) মুম্বাই হাই (iv) মঙ্গলা বেসিন

ঙ) পশ্চিমবঙ্গের ভূতাপশক্তি উৎপাদন কেন্দ্রটির অবস্থান হল- (i) বক্রেশ্বর (ii) সাগরদ্বীপে (iii) ফ্রেজারগঞ্জে (iv) পলতায়

 

৩) শূন্যস্থান পূরণ করোঃ ১*৫=৫

ক)দক্ষিণ গোলার্ধের ধ্রুবনক্ষত্র হল _____________________ ।

খ) পৃথিবীর উপবৃত্তাকার কক্ষপথের ______________ অবস্থান করে সূর্য।

গ)পৃথিবীর ____________ অঞ্চলে সারাবছর শুষ্ক শীতকাল বিরাজ করে।

ঘ) কোনো বস্তু বা পদার্থের ______________ হল সম্পদ।  

ঙ) পশ্চিমবঙ্গের _______________ -এ বায়ু শক্তি উৎপাদনকেন্দ্র অবস্থান করছে।

 

৪) শুদ্ধ অথবা অশুদ্ধ বাক্যটি নিরূপণ করোঃ ১*৫=৫

ক)‘জিয়ড’ কথার অর্থ হল উঁচু-নীচু পৃষ্ঠযুক্ত অভিগত গোলক।

খ) নিরক্ষীয় অঞ্চলে পৃথিবীর আবর্তনের গতিবেগ প্রায় ১৬৭০ কিমি/ঘণ্টা।

গ) ২৩ সেপ্টেম্বর দিনটি উত্তর গোলার্ধে শারদ বিষুব নামে পরিচিত।

ঘ) অ্যান্টার্কটিকার সম্পদ হল জাতীয় সম্পদের উদাহরণ।

ঙ) ভেঙ্কুসাওয়াড়া হল ভারতের বৃহত্তম সৌরবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র।

 

৫) বামদিকের সঙ্গে ডানদিকের স্তম্ভ মেলাওঃ ১*৫=৫

বামদিক

ডানদিক

ক) নিশীথ সূর্যের দেশ (i) স্কুল ও স্বাস্থ্যকেন্দ্ৰ
খ) সাগর সম্রাট (ii) ৩৬৬ দিনের বছর
গ) পৃথিবী সদৃশ (iii) নরওয়ে
ঘ) সামাজিক সম্পদ (iv) মুম্বাই হাই
ঙ) অধিবর্ষ (v) জিয়ড

 

৬) দু-এককথায় উত্তর দাওঃ (যে-কোনো পাঁচটি) ৫*১=৫ 

ক) পৃথিবীর সর্বাধিক মাধ্যাকর্ষণ টান যুক্ত অঞ্চল কোনটি?

খ) মহাকাশে গ্যাস ও ধূলিকণার বিশাল জ্বলন্ত মেঘকে কী বলে?

গ) সূর্যের উত্তরমুখী আপাত গমনের গতিপথকে কী বলে?

ঘ) ২১ মার্চের সময় উত্তর গোলার্ধে কোন্ ঋতু বিরাজ করে?

ঙ) ভারতের বৃহত্তম লিগনাইট কয়লাখনি কোনটি?

 

৭) নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাওঃ ৫*২=১০

ক) চিত্র ও উদাহরণসহ পৃথিবীর অভিগত গোলাকার আকৃতির প্রমাণ দাও। অথবা, চিত্রসহ পৃথিবীতে দিনরাত্রির দৈর্ঘ্যের হ্রাসবৃদ্ধির ঘটনা ব্যাখ্যা করো।

খ) ভারতের প্রধান কয়লা উত্তোলক অঞ্চলের বিবরণ দাও। অথবা, প্রচলিত ও অপ্রচলিত শক্তি কাকে বলে? এই শক্তিসমূহের সুবিধা ও অসুবিধা ব্যাখ্যা করো।

VIEW PDFPDF DOWNLOAD


নবম শ্রেণির শিক্ষার্থীদের জন্য বাংলা বিষয়ের অধায়ভিত্তিক লিঙ্কঃ 

শিক্ষালয় ওয়েবসাইটের কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক নিম্নে প্রদান করা হলোঃ

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার নোট, সাজেশন, প্রশ্নপত্র ও মক টেষ্টের সুবিধা গ্রহণ করতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করে বিষদ তথ্য জেনে নাওঃ 

paid courses

You cannot copy content of this page

Need Help?