শিক্ষার উপাদান MCQ । একাদশ শ্রেণি শিক্ষাবিজ্ঞান প্রথম সেমিস্টার

শিক্ষার উপাদান MCQ । একাদশ শ্রেণি শিক্ষাবিজ্ঞান প্রথম সেমিস্টার

শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে একাদশ শ্রেণির নতুন সিলেবাস অনুসারে প্রথম সেমিস্টার পরীক্ষার প্রস্তুতির লক্ষ্যে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য প্রদান করা হলো শিক্ষার উপাদান MCQ । একাদশ শ্রেণি শিক্ষাবিজ্ঞান প্রথম সেমিস্টার । একাদশ শ্রেণির শিক্ষার্থীরা এই শিক্ষার উপাদান MCQ । একাদশ শ্রেণি শিক্ষাবিজ্ঞান প্রথম সেমিস্টার পেজে তাদের শিক্ষাবিজ্ঞান (Education) বিষয়ে সহায়তা লাভ করবে। শিক্ষার্থীরা নির্দিষ্ট অধ্যায়ের লিঙ্কে ক্লিক/টাচ করে সেই অধ্যায়ের MCQ প্রশ্নের উত্তরগুলি দেখতে পারবে।

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার আপডেট লাভ করতে মোবাইল স্ক্রিনের বা’দিকের নিম্নের অংশে থাকা বেল আইকনটিতে (🔔) টাচ করে শিক্ষালয় ওয়েবসাইটের নোটিফিকেশন অন করে রাখুন।

শিক্ষার উপাদান MCQ । একাদশ শ্রেণি শিক্ষাবিজ্ঞান প্রথম সেমিস্টার : 

১) ইউনেস্কো পরিচালিত শিক্ষা কমিশন শিক্ষাকে সম্পদ বলেছে – অন্তরের 

২) শিক্ষার উপাদান – 4টি 

৩) শিক্ষার দুটি সক্রিয় উপাদান হল – শিক্ষক ও শিক্ষার্থী

৪) শিক্ষার নিষ্ক্রিয় উপাদান হল – পাঠক্রম

৫) শিক্ষার প্রধান উপাদান হল – শিক্ষার্থী 

৬) শিক্ষার কেন্দ্রবিন্দুতে অবস্থান করে – শিক্ষার্থী

৭) “বংশগতি হল সেইসকল বৈশিষ্ট্যের সমাহার যেগুলি জন্মের সময় তার মধ্যে উপস্থিত থাকে।” কথাটি বলেছেন – উডওয়ার্থ

৮) শিশুর জৈবিক ও মানসিক বৈশিষ্ট্যগুলি নিয়ন্ত্রিত হয় – জিন সংগঠন দ্বারা

৯) শিক্ষার্থী নিম্নলিখিত যে দুটি উপাদানের নিরন্তর মিথস্ক্রিয়ার ফল, সে দুটি হল – বংশগতি ও পরিবেশ

১০) Heredity Genius’ বইটির রচয়িতা হলেন – গ্যালটন

১১) পিতা-মাতার বুদ্ধির সঙ্গে ছেলেমেয়ের বুদ্ধির ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে- এ কথা প্রমাণ করেন – টারম্যান

১২) “বংশগতি ও পরিবেশ পরস্পর সম্পর্কযুক্ত বিকাশের উপাদান।” কথাটি বলেছেন – স্যান্ডিফোর্ড

১৩) “শিক্ষা হল শিশুর জ্ঞান পরিচালনা- যেভাবে মাছ সাঁতার শেখে, পাখি উড়তে শেখে, প্রাণী দৌড়োতে শেখে-সেভাবে শিক্ষা গ্রহণ করবে।” কথাটি বলেছেন – কমেনিয়াস

১৪) শিশুর জীবনবিকাশের গুরুত্বপূর্ণ উপাদান – বংশগতি ও পরিবেশ

১৫) কাসা-দাই-বামবিনি বিদ্যালয় পরিবেশের দ্বারা শিশুশিক্ষা পরিচালনা করেন – মাদাম মন্তেসরি

১৬) ব্যক্তিত্ব হল – বংশগতি × পরিবেশ

১৭) বংশধারার ক্ষুদ্রতম উপাদান হল – জিন

১৮) ‘ছাত্রানাং অধ্যয়নং তপঃ’ কথাটির অর্থ হল – শিক্ষার্থীদের একমাত্র কাজ হল অধ্যয়ন

১৯) শিশু তার জন্মগ্রহণের সময় যেসব বৈশিষ্ট্য প্রত্যক্ষভাবে তার পিতা- মাতার কাছ থেকে এবং পরোক্ষভাবে অন্যান্য পূর্বপুরুষদের কাছ থেকে পেয়ে থাকে, সেগুলিকে বলা হয় – বংশগতি

২০) বংশগতির জনক বলা হয় – মেন্ডেলকে

২১) মনোবিদ অ্যালপোর্টের মতে, মানুষের ব্যক্তিত্ব যে দুটি উপাদানের পারস্পরিক ক্রিয়ার উপর নির্ভরশীল, সেগুলি হল – বংশগতি ও পরিবেশ 

২২) ব্যক্তিত্ববিকাশের ক্ষেত্রে বংশগতির প্রভাবকে প্রধান বলেছেন – ডাগডেল

২৩) DNA-এর পুরো নাম হল – De-Oxy ribonucleic Acid

২৪) যেসব কোশে DNA অনুপস্থিত থাকে, সেসব কোশে বংশগতির ধারক ও বাহক হিসেবে কাজ করে – RNA

২৫) Heredity শব্দটি যে শব্দ থেকে উৎপন্ন হয়েছে, তা হল – ল্যাটিন

২৬) “বংশগতি হল সমস্ত দৈহিক ও মানসিক বৈশিষ্ট্যগুলির সমষ্টি, যেগুলি শিশু জন্মলগ্নে তার পূর্বপুরুষদের কাছ থেকে পায়।” বলেছেন – স্টোন 

২৭) ব্যক্তির দৈহিক আকৃতি, গায়ের রং, গঠন ইত্যাদি বাহ্যিক বৈশিষ্ট্যগুলি যে বংশগতির অন্তর্গত, তা হল – দৈহিক বংশগতি

২৮) “বংশগতি হল সেইসকল উপাদান, যা জন্মের শুরুতেই শিশু পিতা-মাতার কাছ থেকে লাভ করে।” কথাটি বলেছেন – উডওয়ার্থ

২৯) জেলের কারাবন্দিদের উপর বংশগতির পরীক্ষা করেন – ডাগডেল

৩০) শিক্ষার একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচিত – শিক্ষক

৩১) শিক্ষককে শিক্ষার উপাদান বলা হয়, কারণ – তিনি শিক্ষার্থীর কাছে বন্ধু, দার্শনিক ও পথপ্রদর্শক

৩২) শিক্ষাক্ষেত্রে শিক্ষকের ভূমিকা হল – সহায়কের

৩৩) শিক্ষাপ্রক্রিয়ার মূল চাবিকাঠি হলেন – শিক্ষক 

৩৪) সমাজ যার উপর জাতিগঠনের ভার অর্পণ করেছে – শিক্ষক

৩৫) শিক্ষার্থীর মধ্যে জ্ঞানের আলো ফুটিয়ে তোলেন – শিক্ষক

৩৬) বিদ্যালয়ে শিক্ষক দিবস পালন হল – প্রাক্ষোভিক বিকাশমূলক কাজ

৩৭) শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে যে মাধ্যমে সংযোগ রক্ষা করেন – ফিডব্যাক 

৩৮) শিক্ষা প্রযুক্তি ব্যবহারের ফলে শিক্ষকের ভূমিকা – বৃদ্ধি পায়

৩৯) শিক্ষকের প্রধান ভূমিকা হল – বিদ্যালয়ের পঠনপাঠনের মানোন্নয়ন

৪০) শিক্ষক এবং শিক্ষার্থীর সম্পর্ককে নৌকোর চালক এবং চালিকাশক্তির সঙ্গে তুলনা করেছেন – জন ডিউই

৪১) শিক্ষককে জাতির আলোকবর্তিকাবাহী এবং মানবজাতির ভবিষ্যতের রূপকার বলেছেন – জন অ্যাডাম্স

৪২) মাদাম মন্তেসরি তাঁর শিক্ষাব্যবস্থায় শিক্ষিকাদের বলেছিলেন – পরিচারিকা

৪৩) একজন আদর্শ শিক্ষকের মধ্যে যে গুণটি থাকা আবশ্যক – দায়িত্বশীলতা

৪৪) একজন সুশিক্ষকের মধ্যে যে গুণগুলি থাকা উচিত – প্রগতিশীলতা, ধৈর্যশীলতা, দায়িত্বশীলতা  

৪৫) একজন সুশিক্ষকের বুদ্ধ্যঙ্ক হওয়া উচিত – 120-র বেশি 

৪৬) শিক্ষা সহায়ক উপকরণগুলির মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হল – পাঠক্রম

৪৭) পাঠক্রম হল অভিজ্ঞতার – সমন্বয়

৪৮) পাঠক্রমের বিষয়বস্তুগুলি একে অন্যের সঙ্গে – সম্পর্কযুক্ত

৪৯) “পাঠক্রম হচ্ছে মানবজাতির সার্বিক জ্ঞান ও অভিজ্ঞতার এক সমন্বয়ী রূপ” কথাটি বলেছেন – ফ্রয়েবেল

৫০) পাঠক্রম রচনার নীতি হল – পরিবর্তনশীল

৫১) “একটি বিশেষ কোর্সের সমস্ত বিষয়, ধারণা ও নীতির সমন্বয়সাধন হল পাঠক্রম” কথাটি বলেছেন – জন ডিউই

৫২) “শিক্ষার্থী যা কিছু শেখে তাই-ই হল পাঠক্রম।” কথাটি বলেছেন – হর্নি

৫৩) পাঠক্রমের ক্রিয়াগত নীতি বলা হয় – সক্রিয়তা এবং নমনীয়তার নীতিকে

৫৪) পাঠক্রমের প্রকৃতি প্রভাবিত হয় – পাঠক্রম নির্ধারক ব্যক্তিসমূহের দ্বারা 

৫৫) পাঠক্রম সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যায় – মুদালিয়র কমিশনের রিপোর্টে

৫৬) আধুনিক কালে পাঠক্রমের বিস্তৃতি – শ্রেণিকক্ষের ভিতরে ও বাইরে

৫৭) একটি পাঠক্রমের জন্য নির্বাচিত বিষয়গুলির বিন্যাসের নীতি হওয়া উচিত – অনুবন্ধন

৫৮) পাঠক্রম প্রণয়নের ক্ষেত্রে ব্যক্তিস্বাতন্ত্র্যের নীতিটি হল – শিক্ষার্থীকে প্রাধান্য দেওয়া

৫৯) পাঠক্রমের মূল উদ্দেশ্য হল – শিক্ষার্থীর উদ্দেশ্যপূরণ

৬০) পাঠক্রম প্রণয়ন সমন্বয়ের নীতিতে যে বিষয়ে সমন্বয়সাধনের কথা বলা হয়েছে – শিশু ও সমাজের

৬১) “আদর্শ পাঠক্রম রচিত হবে শিশুর চাহিদা ও সমাজের চাহিদার সুষ্ঠু সমন্বয়ের মাধ্যমে” কথাটি বলা হয়েছে – মুদালিয়র কমিশনে

৬২) পাঠক্রম প্রণয়নের সময় পরিণমনের প্রতি গুরুত্ব দেওয়া উচিত- কারণ – শিশুর শিখন পরিণমনের উপর নির্ভরশীল

৬৩) “শ্রেণিকক্ষের পাঠক্রম শিক্ষার্থীর লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়া উচিত”- এ কথা বলেছে – কোঠারি কমিশন

৬৪) আধুনিক পাঠক্রম শিক্ষার্থীর যে ধরনের বিকাশে সহায়তা করে – সার্বিক  

৬৫) গতানুগতিক পাঠক্রমে অবহেলা করা হয়েছে – কর্মকে

৬৬) “শিশুর ব্যক্তিগত চাহিদা ও আগ্রহের উপর ভিত্তি করে অবিচ্ছিন্ন কর্ম হল কর্মকেন্দ্রিক পাঠক্রম” কথাটি বলেছেন – জন ডিউই

৬৭) Education of 3Hs তত্ত্বটি উপস্থাপন করেন – ব্র্যানফোর্ড

৬৮) নির্দিষ্ট পাঠক্রমের উপস্থিতি যে শিক্ষাব্যবস্থায় – নিয়ন্ত্রিত শিক্ষা

৬৯) ‘পাঠক্রম’ কথাটির অর্থ হল – শিক্ষাদানের লক্ষ্যে পৌঁছোনোর পথ বা উপায়

৭০) যে ল্যাটিন শব্দ থেকে কারিকুলাম শব্দটির উৎপত্তি হয়েছে – Currere

৭১) ‘Currere’ শব্দের অর্থ হল – দৌড়ের পথ 

৭২) বর্তমানে পাঠক্রমের একটি বৈশিষ্ট্য হল – পরিবর্তনশীলতা

৭৩) ফ্রয়েবেলের মতে, ‘কারিকুলাম’ হল – মানবজাতির সামগ্রিক জ্ঞানের ক্ষুদ্র সংস্করণ

একাদশ শ্রেণি বাংলা প্রথম সেমিস্টারের MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে

class-eleven-bengali-semester-1

একাদশ শ্রেণি ইংরাজি প্রথম সেমিস্টারের MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে 

class-eleven-english-note-new-syllabus

একাদশ শ্রেণি রাষ্ট্রবিজ্ঞান প্রথম সেমিস্টারের MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে 

class-eleven-pol-science-first-semester-question-answers

একাদশ শ্রেণি শিক্ষাবিজ্ঞান প্রথম সেমিস্টারের MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে 

class-eleven-education-first-semester-question-answers

একাদশ শ্রেণি ইতিহাস প্রথম সেমিস্টারের MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে

class-eleven-history-first-semester-question-answers

একাদশ শ্রেণি ভূগোল প্রথম সেমিস্টারের MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে

class-eleven-geography-first-semester-question-answers

একাদশ ও দ্বাদশ শ্রেণির সব বিষয়ের সিলেবাস ও নম্বর বিভাজন দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে 

শিক্ষালয় ওয়েবসাইটের কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক নিম্নে প্রদান করা হলোঃ

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার নোট, সাজেশন, প্রশ্নপত্র ও মক টেষ্টের সুবিধা গ্রহণ করতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করে বিষদ তথ্য জেনে নাওঃ 

paid courses

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

আমরা শনাক্ত করেছি যে আপনি বিজ্ঞাপন ব্লক করতে এক্সটেনশন ব্যবহার করছেন। এই বিজ্ঞাপন ব্লকার নিষ্ক্রিয় করে আমাদের সমর্থন করুন।

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock

You cannot copy content of this page

Need Help?