কর্তার ভূত একাদশ শ্রেণি বাংলা

কর্তার ভূত একাদশ শ্রেণি বাংলা

কর্তার ভূত একাদশ শ্রেণি বাংলা থেকে এখানে গুরুত্বপূর্ণ কিছু নোট প্রদান করা হলো। শিক্ষার্থীরা এই কর্তার ভূত একাদশ শ্রেণি বাংলা প্রশ্নের উত্তরগুলি সমাধান করলে কর্তার ভূত গল্প থেকে একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষায় সহজেই উত্তর লিখতে পারবে।

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার আপডেট লাভ করতে মোবাইল স্ক্রিনের বা’দিকের নিম্নের অংশে থাকা বেল আইকনটিতে (🔔) টাচ করে শিক্ষালয় ওয়েবসাইটের নোটিফিকেশন অন করে রাখুন। 

কর্তার ভূত একাদশ শ্রেণি বাংলাঃ 

কর্তার ভূত গল্প থেকে গুরুত্বপূর্ণ কিছু ছোটপ্রশ্নের উত্তরঃ 

১) কর্তার ভূত গল্পটি লিখেছেন- রবীন্দ্রনাথ ঠাকুর

২) কর্তার ভূত গল্পটি প্রকাশিত হয় যে পত্রিকায়- প্রবাসী

৩) কর্তার ভূত গল্পটি যে গ্রন্থের অন্তর্গত- লিপিকা

৪) কর্তার ভূত প্রকাশিত হয়- ১৯২২ সালে  

৫) কর্তার ভূত যে জাতীয় রচনা- ব্যঙ্গরূপকাত্মক

৬) কর্তার ভূত প্রথম মুদ্রন আকারে প্রকাশিত হয়- ১৩২৬ সনের শ্রাবণ মাসে

৭) দেবতার দয়ায় কর্তা- ভূত হয়ে অবস্থান করেন 

৮) ভূতগ্রস্থ দেশের লোক চলে- চোখ বুজে

৯) ভূতুড়ে জেলখানার দারোগা হলেন- নায়েব

১০) ভূতের বাড়াবাড়ির হাত থেকে রক্ষা পেতে ডাকা হয়- ওঝা

১১) চতুর্দিক থেকে যারা দেশে এসেছে তারা- বর্গি

১২) মাসি-পিসিরা শোনাবে- কৃষ্ণনাম

১৩) “সেই খানেই তো ভূত”- ভয়ের মধ্যে 

১৪) ভূত শাসনতন্ত্রে ওঝা- ভূতগ্রস্থ

১৫) জেলখানার ঘানি- তেজ বের করে দেয়

১৬) ভূতগ্রস্থ দেশে আক্রমন করে- বর্গি

১৭) ভূতকে মানলে যে ভাবনা থাকে না তা হলো- ভবিষ্যতের 

১৮) যার চলা দেখে চোখ বন্ধ করে চলাই আদিম বোঝা যায়- কীটাণুরা 

১৯) হুঁশিয়ার মানুষকে শিরোমণিরা বলেছেন- অশুচি

২০) “আমার ধরাও নেই, ছাড়াও নেই”- উক্তিটি করেছেন- কর্তা 

২১) ভবিষ্যতকে ভূত শাসনতন্ত্রে তুলনা করা হয়েছে- ভেড়ার সঙ্গে 

২২) ‘ভূতগ্রস্ত’ বলতে আসলে বলা হয়েছে- দেশবাসীকে 

২৩) জেলখানা থেকে যা বেরিয়ে যায়- মানুষের তেজ

২৪) বেবাক ধান খেয়ে গেছে- বুলবুলি

২৫) ভূত ছাড়াতে উদ্যত মানুষদের বলা হয়েছে- অর্বাচীন

২৬) জেলখানা থেকে তেজ বেরিয়ে গেলে- মানুষ নিস্তেজ হয়ে পড়ে

২৭) খাজনা হিসাবে দেওয়া হয়- বুকের রক্ত

২৮) ভূতের রাজত্বে যা থাকে- শান্তি

২৯) “কেবল অতি সামান্য কারনে একটু মুশকিল বাধল”- পৃথিবীর অন্য দেশগুলোকে ভুতে পায়নি

৩০) তারা বলে ‘ভয় করে যে কর্তা’- কারণ- কর্তাকে ছাড়া তারা চলতে পারবে না

কর্তার ভূত গল্প থেকে MCQ প্রশ্নের মক টেষ্ট প্রদান করতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করো 

kartar bhut

 

কর্তার ভূত থেকে বড়ো প্রশ্নের উত্তরঃ 

১) “তারা বলে, ‘ভয় করে যে কর্তা’।”- কারা এ কথা বলেছে? তাদের কীসে ভয়? কর্তা জবাবে কী বলেন? ১+২+২=৫

উৎসঃ

বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র বিশ্বকবি “রবীন্দ্রনাথ ঠাকুর” রচিত “লিপিকা” গল্পগ্রন্থের অন্তর্গত “কর্তার ভূত” গল্প থেকে প্রশ্নোক্ত অংশটি চয়ন করা হয়েছে।

মন্তব্যের বক্তাগণঃ

ভূতের নায়েবের ভয়ে আতঙ্কগ্রস্থ যেসকল মানুষেরা দিনেরবেলা কোনো কথা বলার সাহস অর্জনে সমর্থ হন না, তারাই রাতেরবেলা বুড়ো কর্তার কাছে হাত জোড় করে করুণ আবেদন জানানোর সময় তাদের ভীতির কথা স্বীকার করেন।

ভয়ের স্বরূপঃ

দেড়শো বছরের বেশি সময় ধরে ঔপনিবেশিক শাসনের অধীনে থাকা দেশবাসীর মন থেকে সব আত্মবিশ্বাস অবলুপ্ত হয়ে তারা যেন ভূতগ্রস্থ হয়ে পড়েছে বলেই লেখক রবীন্দ্রনাথ ঠাকুর মনে করেছেন। বিদেশি শাসক ইংরেকদের শাসনকেই তারা নির্বিবাদে তাদের ভবিতব্য বলে মেনে নিয়েছে। ভুতুরে জেলখানা, তাঁর নায়েব ও ভুতের কানমলার ভয়ে আতঙ্কগ্রস্থ দেশবাসী যেন তাদের প্রতিবাদের ভাষা হারিয়ে ফেলেছে।

কর্তার জবাবঃ

জীবনযুদ্ধে বিপর্যস্ত অন্ন-বস্ত্র-বাসস্থানের অভাবে অভাবী দেশবাসীর মনের অভ্যন্তরে লালিত ভয়ই তাদের করুণ পরিণতির একমাত্র কারণ। তাদের মনের ভয় থেকে প্রাচীন পুরাতনতন্ত্রের প্রতি তাদের অসহায় আত্মসমর্পণের ফলেই তাদের সহ্য করতে হয় শাসকের অত্যাচার। কর্তা তাদের বুঝিয়ে বলেন যে, সেই ভয়ই তাদের ভূত এবং সেই ভয়ের বশবর্তী হয়েই তারা এতকাল এই ভূতের শাসনতন্ত্রকে টিকিয়ে রেখেছে। তাই পরিশেষে তিনি বলেন- “তোরা ছাড়লেই আমার ছাড়া।”

 

 

কর্তার ভূত একাদশ শ্রেণি বাংলা থেকে আরো কিছু বড়ো প্রশ্নের উত্তর নিম্নে প্রদান করা হলোঃ 

“দেশের লোক ভারি নিশ্চিন্ত হলো”- কোন প্রসঙ্গে একথা বলা হয়েছে? নিশ্চিন্ত হওয়ার কারণ কি?

উত্তর জানতে এখানে টাচ/ক্লিক করতে হবে

“ওরে অবোধ, আমার ধরাও নেই, ছাড়াও নেই, তোরা ছাড়লেই আমার ছাড়া।”- এখানে কে কাদের অবোধ বলেছেন? উক্তিটির তাৎপর্য আলোচনা করো।

উত্তর জানতে এখানে টাচ/ক্লিক করতে হবে

“কেননা ভবিষ্যতকে মানলেই তার জন্য যত ভাবনা, ভূতকে মানলে কোন ভাবনাই নেই”- কোন প্রসঙ্গে এই কথাটি বলা হয়েছে? ভূতকে মানলে ভাবনা নেই কেন? উদ্ধৃত অংশটির অন্তর্নিহিত তাৎপর্য ব্যাখ্যা কর।

উত্তর জানতে এখানে টাচ/ক্লিক করতে হবে

“কর্তা বলেন, সেখানেই তো ভূত”- কোন প্রসঙ্গে কর্তা একথা বলেছেন ? কথাটির তাৎপর্য বিশ্লেষণ করো।

উত্তর জানতে এখানে টাচ/ক্লিক করতে হবে

কর্তার ভূত গল্পে ‘ভুতুড়ে জেলখানার’ পরিচয় দাও।

উত্তর জানতে এখানে টাচ/ক্লিক করতে হবে

“ভূতের রাজত্বে আর কিচ্ছুই না থাক্‌…..শান্তি থাকে”- মন্তব্যটি ব্যাখ্যা করো।

উত্তর জানতে এখানে টাচ/ক্লিক করতে হবে

শিক্ষালয় ওয়েবসাইটের কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক নিম্নে প্রদান করা হলোঃ

শিক্ষালয়ের সাথে ফেসবুকে যুক্ত হতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবেঃ sikkhalaya

 

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার নোট, সাজেশন, প্রশ্নপত্র ও মক টেষ্টের সুবিধা গ্রহণ করতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করে বিষদ তথ্য জেনে নাওঃ 

paid courses

 

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

আমরা শনাক্ত করেছি যে আপনি বিজ্ঞাপন ব্লক করতে এক্সটেনশন ব্যবহার করছেন। এই বিজ্ঞাপন ব্লকার নিষ্ক্রিয় করে আমাদের সমর্থন করুন।

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock

You cannot copy content of this page

Need Help?