দ্বাদশ শ্রেণি বাংলাঃ রূপতত্ত্ব MCQ & SAQ

শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে দ্বাদশ শ্রেণি বাংলা ভাষাঃ রূপতত্ত্ব MCQ & SAQ প্রশ্নের উত্তর প্রদান করা হলো। 

ক) রূপতত্ত্ব থেকে কিছু গুরুত্বপূর্ণ MCQ প্রশ্নের উত্তর প্রদান করা হলোঃ 

১) অর্থ না বদলে যখন রূপের বৈচিত্র এখা যায়, তখন সেই বৈচিত্রগুলোকে বলে- সহরূপ

২) রূপমূল হল- ভাষার ক্ষুদ্রতম একক

৩) রূপমূল পরিবারে রূপের বিকল্প হল- সহরূপ

৪) শব্দের গঠন ওবৈচিত্র নিয়ে ভাষাবিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয়- রূপতত্ত্ব 

৫) রূপবৈচিত্র নেই সাধারণত- অব্যয়ের 

৬) এক বা একাধিক ধ্বনিমূলের সাহায্যে গঠিত অর্থপূর্ণ ক্ষুদ্রতম একক হল- রূপিম

৭) ব্যবহারিক প্রয়োগের অবস্থান অনুযায়ী প্রত্যয়- দুই প্রকার 

৮) বাক্যে ব্যবহৃত পদগুলির সঙ্গে যুক্ত হয়ে তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক তৈরি করে- বিভক্তি 

৯) যে অব্যয় শব্দের শুরুতে বসে তার অর্থের পরিবর্তন ঘটায় তাকে বলে- উপসর্গ

১০) যে সকল রূপমূলের অর্থ অভিধান ঘেঁটে বের করা হয় তাদের বলে- আভিধানিক রূপমূল

bengali mock test

১১) রূপের মিশ্রণকে বলা হয়- জোড়কলম শব্দ

১২) “ধোঁইয়া আর কুয়াশা  মিলে হয় ধোঁয়াশা” এটি হল- জোড়কলম রূপমূল 

১৩) পদগঠনের যে প্রকৃয়ায় এক বা একাধিক পদ একত্রে বসে একটি বড়ো পদের জন্ম দেয়, সেই গঠনপ্রকৃয়ায় নাম- সমাস 

১৪) পদ্গঠনের চরিত্র অনুসারে সমাস- তিন প্রকার

১৫) একই পদ পাশাপাশি দুবার বসার প্রকৃয়াকে বলে- পদদ্বৈত 

১৬) ‘চুপ-চাপ’ শব্দটি যে শ্রেণির- অনুকার পদগঠন

১৭) ‘ফোন’ শব্দটি হল- ক্লিপিংস-এর উদাহরণ 

১৮) একটি শব্দগুচ্ছের প্রত্যেকটি শব্দের প্রথম ধ্বনিগুলির সমাবেশ ঘটিয়ে যখন একটি শব্দ তৈরি করা হয়, তখন তাকে বলে- অ্যাক্রোনিম 

১৯) ‘BBC’ হল- মুন্ডমাল শব্দ 

২০) যখন কোনো শব্দ এক পদ থেকে অন্য পদে পরিবর্তিত হয়ে চেহারার কোনো পরিবর্তন ঘটে, সেই প্রকৃয়ার নাম- বর্গান্তর 

ভাষা থেকে MCQ প্রশ্নের মক টেষ্ট প্রদান করতে এই লেখাতে ক্লিক/টাচ করতে হবে 

 রূপতত্ত্ব থেকে কিছু গুরুত্বপূর্ণ SAQ প্রশ্নের উত্তর দেখতে নীচের লিঙ্কে ক্লিক/টাচ করতে হবেঃ 

sikkhalaya click here

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার নোটিফিকেশন পেতে সাইন আপ করো News Letter বিভাগে। 

sikkhalaya

You cannot copy content of this page

Need Help?