মানুষের মতো অমানুষঃ বিজয় ধর

শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে যে কবিতা, ছোটগল্প প্রকাশ করা হয়, সেই ধারায় নবতম সংযোজন কবি বিজয় ধরের লেখা “মানুষের মতো অমানুষ” কবিতাটি। বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে কবির এই কবিতা আমাদের নতুন করে ভাবতে বাধ্য করে। আশাকরি শিক্ষালয় ওয়েবসাইটের সকল পাঠকদের এই কবিতাটি ভালো লাগবে। 

মানুষের মতো অমানুষ

-বিজয় ধর

আমি চিবিয়ে মানুষ খেতে পারি

সকালে বিবেক খেতে পারি জলে গুলে

দুপুরের আহার পেটটি পুরে বুদ্ধি দিয়ে

সন্ধ্যার জলযোগ করুনা মেরে চায়ের কাপে

রাতের খাবার অনেক বেশি

মনুষ্যত্ব আর মমত্ব সাথে

সম্মানটা খাচ্ছি সদা জর্দা সাথে

পানের মতো দাঁত চিবিয়ে

সবকিছু যে খেয়েই বাঁচি

আনন্দে আর উল্লাসে

তবুও আমায় ওরা 

তোয়াজ করে

দিনের শেষে।

কবি পরিচিতিঃ 

বিজয় কুমার ধর

জলপাইগুড়ি বন্যপ্রাণী দপ্তর

জলপাইগুড়ি

শিক্ষালয় ওয়েবসাইটে প্রকাশিত অন্যান্য কবিতা, গল্পগুলি পড়তে এই লেখাতে ক্লিক/টাচ করতে হবে 

শিক্ষালয় ওয়েবসাইটের বিবিধ বিভাগে বাংলা কাব্য, কবিতা, উপন্যাস, ছোটগল্প প্রভৃতির এক ক্ষুদ্র সংস্করণ তৈরি করার প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে। শিক্ষালয় ওয়েবসাইটের ফলোয়াররা তাদের লেখা গল্প, কবিতা, প্রবন্ধ, ভ্রমণ বৃত্তান্ত, সাহিত্য সমালোচনা বিষয়ক প্রবন্ধ বা হাতে আঁকা ছবির কোলাজ শিক্ষালয় ওয়েবসাইটের “বিবিধ” বিভাগে প্রকাশ করতে চাইলে যোগাযোগ করবেন। এই বিভাগে অংশগ্রহণ করতে কোনো প্রকার অর্থ নেওয়া বা দেওয়া হবে না। আগ্রহীরা শিক্ষালয়ের সাথে যোগাযোগ করতে পারেন।

You cannot copy content of this page

Need Help?