কৃষ্ণকলি আমি তারেই বলি- রবীন্দ্রনাথ ঠাকুর

শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ‘কৃষ্ণকলি আমি তারেই বলি পাঠকদের উদ্দেশ্যে প্রদান করা হলো।

বিবিধ বিভাগ-এ বাংলা কাব্য, কবিতা, উপন্যাস, ছোটগল্প প্রভৃতির এক ক্ষুদ্র সংস্করণ তৈরি করার প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে। শিক্ষালয় ওয়েবসাইটের ফলোয়াররা তাদের লেখা গল্প, কবিতা, প্রবন্ধ, ভ্রমণ বৃত্তান্ত, সাহিত্য সমালোচনা বিষয়ক প্রবন্ধ বা হাতে আঁকা ছবির কোলাজ শিক্ষালয় ওয়েবসাইটের “বিবিধ” বিভাগে প্রকাশ করতে চাইলে যোগাযোগ করবেন।

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার আপডেট লাভ করতে মোবাইল স্ক্রিনের বা’দিকের নিম্নের অংশে থাকা বেল আইকনটিতে (🔔) টাচ করে শিক্ষালয় ওয়েবসাইটের নোটিফিকেশন অন করে রাখুন।

কৃষ্ণকলি আমি তারেই বলি- রবীন্দ্রনাথ ঠাকুরঃ
কৃষ্ণকলি আমি তারেই বলি
কালো তারে বলে গাঁয়ের লোক,
মেঘলা দিনে দেখেছিলেম মাঠে
কালো মেঘের কালো হরিণ চোখ।
ঘোমটা মাথায় ছিল না তার মোটে
মুক্তবেণী পিঠের পরে লোটে,
কালো? 
তা সে যতই কালো হোক,
দেখেছি তার কালো হরিণ চোখ,
কৃষ্ণকলি আমি তারেই বলি।
ঘন মেঘে আঁধার হল দেখে 
ডাকতেছিল শ্যামল দুটি গাই,
শ্যামা মেয়ে ব্যস্ত ব্যাকুল পদে 
কুটির হতে ত্রস্ত এল তাই।
আকাশ-পানে হানি যুগল ভুরু 
শুনলে বারেক মেঘের গুরুগুরু,
কালো? 
তা সে যতই কালো হোক, 
দেখেছি তার কালো হরিণ চোখ,
কৃষ্ণকলি আমি তারেই বলি।
পূবে বাতাস এলো হঠাৎ ধেয়ে
ধানের ক্ষেতে খেলিয়ে গেল ঢেউ,
আলের ধারে দাঁড়িয়েছিলেম একা
মাঠের মাঝে আর ছিল না কেউ।
আমার পানে দেখলে কি না চেয়ে 
আমি জানি আর জানে সেই মেয়ে।
কালো? 
তা সে যতই কালো হোক, 
দেখেছি তার কালো হরিণ চোখ,
কৃষ্ণকলি আমি তারেই বলি।
এমনি করে কালো কাজল মেঘ 
জ্যৈষ্ঠ মাসে আসে ঈশান কোণে,
এমনি করে কালো কোমল ছায়া 
আষাঢ় মাসে নামে তমাল-বনে।
এমনি করে শ্রাবণ রজনীতে 
হঠাৎ খুশি ঘনিয়ে আসে চিতে,
কালো? 
তা সে যতই কালো হোক,   
দেখেছি তার কালো হরিণ চোখ,
কৃষ্ণকলি আমি তারেই বলি।
কৃষ্ণকলি আমি তারেই বলি
আর যা বলে বলুক অন্য লোক,
দেখেছিলেম ময়নাপাড়ার মাঠে 
কালো মেয়ের কালো হরিণ চোখ।
মাথার পরে দেয় নি তুলে বাস
লজ্জা পাবার পায় নি অবকাশ,
কালো? 
তা সে যতই কালো হোক,
দেখেছি তার কালো হরিণ চোখ,
কৃষ্ণকলি আমি তারেই বলি।

 

শিক্ষালয় ওয়েবসাইটের কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক নিম্নে প্রদান করা হলোঃ

শিক্ষালয়ের সাথে ফেসবুকে যুক্ত হতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবেঃ sikkhalaya

 

You cannot copy content of this page

Need Help?