sikkhalaya

সাহিত্যিকদের ছদ্মনাম

শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে সাহিত্যিকদের ছদ্মনামের একটি তালিকা প্রদান করা হলো। এই তথ্যগুলি শিক্ষার্থীদের জ্ঞানভান্ডারকে সম্মৃদ্ধ করবে।   

প্রকৃত নাম ছদ্মনাম
ওমর খৈয়াম সৈয়দ মুজতবা আলি
কালপেঁচা বিনয় ঘোষ
জরাসন্ধ চারুচন্দ্র চক্রবর্তী
যাযাবর বিনয় মুখোপাধ্যায়
ভানুসিংহ রবীন্দ্রনাথ ঠাকুর
নীলকন্ঠ দীপ্তেন্দ্র সান্যাল
বিরূপাক্ষ বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র
নীললোহিত সুনীল গঙ্গোপাধ্যায়
বীরবল প্রমথ চৌধুরী
স্বপনবুড়ো অখিল নিয়োগী
বেদুইন দেবেশ রায়
হুতোম পেঁচা কালীপ্রসন্ন সিংহ
টেকচাঁদ ঠাকুর প্যারীচাঁদ মিত্র
মৌমাছি বিমল চন্দ্র ঘোষ
পরশুরাম রাজশেখর বসু
বানভট্ট নীহাররঞ্জন গুপ্ত
রূপদর্শী গৌরকিশোর ঘোষ
বিকর্ণ নারায়ন সান্যাল
শংকর মণিশংকর মুখোপাধ্যায়
বনফুল বলাই চাঁদ মুখোপাধ্যায়
অনিলা দেবী শরৎ চন্দ্র চট্টোপাধ্যায়
কালকূট সমরেশ বসু
কাকাবাবু প্রভাত কিরণ বসু
কমলাকান্ত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ইন্দ্রনাথ মিত্র ডঃ অরবিন্দ গুহ
অবধূত দুলাল মুখোপাধ্যায়
নিরপেক্ষ অমিতাভ চৌধুরী
কাফি খাঁ প্রফুল্ল চন্দ্র লাহিড়ী
যুবনাশ্ব মনীশ ঘটক
মহাস্থবির প্রেমাঙ্কুর আতর্থী
প্র.না.বি. প্রমথনাথ বিশী

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার নোট, সাজেশন, প্রশ্নপত্র ও মক টেষ্টের সুবিধা গ্রহণ করতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করে বিষদ তথ্য জেনে নাওঃ 

paid courses

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page