একাদশ শ্রেণি বাংলা শিক্ষার সার্কাস গুরুত্বপূর্ণ প্রশ্ন

একাদশ শ্রেণি বাংলা শিক্ষার সার্কাস কবিতা থেকে ‘একাদশ শ্রেণি বাংলা শিক্ষার সার্কাস গুরুত্বপূর্ণ প্রশ্ন’ প্রদান করা হলো। শিক্ষার্থীরা এই প্রশ্নগুলির উত্তর ভালো করে তৈরি করলে বিশেষভাবে উপকৃত হবে।

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার আপডেট লাভ করতে মোবাইল স্ক্রিনের বা’দিকের নিম্নের অংশে থাকা বেল আইকনটিতে (🔔) টাচ করে শিক্ষালয় ওয়েবসাইটের নোটিফিকেশন অন করে রাখুন। 

একাদশ শ্রেণি বাংলা শিক্ষার সার্কাস গুরুত্বপূর্ণ প্রশ্নঃ

  • শিক্ষার সার্কাস কবিতাটি কোথা থেকে নেওয়া হয়েছে?
  • আইয়াপ্পা পানিকর কোন ভাষার কবি?
  • শিক্ষার সার্কাস কবিতাটির অনুবাদকের নাম কী?
  • “তুমি যদি সবগুলো শ্রেণি পাস করো”- এখানে ‘সবগুলো শ্রেণি’ বলতে কী বোঝানো হয়েছে ?
  • শিক্ষার সার্কাস কবিতায় সব শ্রেণির শেষ কোথায়?
  • শিক্ষার সার্কাস কবিতায় ব্যবহৃত ‘তুমি’ আর ‘আমি’ কে?
  • সব শিক্ষা বলতে কবি কী বুঝিয়েছেন ?
  • ‘তবু পরের শ্রেণিতে’ বলতে কীসের কথা বলা হয়েছে ?
  • ‘জ্ঞান কোথায় গেল?’- এই প্রশ্নের উত্তরে কবি কী বলেছেন?
  • ‘সে যেখানে গেছে’- এখানে ‘সে’ বলতে কার কথা বলা হয়েছে?
  • বর্তমান শিক্ষায় জ্ঞানকে ‘ধোঁকা’ বলা হয়েছে কেন?
  • শিক্ষার সার্কাস কবিতাটি কী ধরণের কবিতা?
  • শিক্ষার সার্কাস কবিতাটির মূল বক্তব্য সংক্ষেপে আলোচনা করো। 
  • ‘আমি তবু পরের শ্রেণিতে যাব’- উদ্ধৃতাংশের মধ্যে কবির ভাবনার যে প্রতিফলন লক্ষ্য করা যায় তা বুঝিয়ে দাও। 
  • ‘সব শিক্ষা একটি সার্কাস’- বক্তা কে? মন্তব্যটির তাৎপর্য আলোচনা করো। 

শিক্ষালয়ের সাথে ফেসবুকে যুক্ত হতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবেঃ sikkhalaya

 

sikkhar sarkas

You cannot copy content of this page