ননীদা নট আউট প্রশ্ন উত্তর

ননীদা নট আউট প্রশ্ন উত্তর

শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের জন্য বাংলা ননীদা নট আউট প্রশ্ন উত্তর প্রদান করা হলো। শিক্ষার্থীরা এই ননীদা নট আউট প্রশ্ন উত্তর অনুশীলনের মধ্য দিয়ে তাদের পরীক্ষা প্রস্তুতি গ্রহণ করতে পারবে। 

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার আপডেট লাভ করতে মোবাইল স্ক্রিনের বা’দিকের নিম্নের অংশে থাকা বেল আইকনটিতে (🔔) টাচ করে শিক্ষালয় ওয়েবসাইটের নোটিফিকেশন অন করে রাখুন। 

ননীদা নট আউট প্রশ্ন উত্তরঃ 

১) মতি নন্দীর লেখা দুটি বইয়ের নাম লেখো। 

উঃ মতি নন্দীর লেখা দুটি বইয়ের নাম হলো ‘অপরাজিত আনন্দ’ এবং ‘কলাবতী’।

২) তিনি কোন্ ক্রিকেটারের জীবনকথা লিখেছেন ?

উঃ তিনি ক্রিকেট সম্রাট স্যার ডন ব্র্যাডম্যানের জীবনকথা বাংলায় লিখেছেন।

৩) রুপোলি সংঘের সঙ্গে কাদের খেলা হয়েছিল ?

উঃ সি.সি.এইচ্ দলের সঙ্গে রুপোলি সংঘের খেলা হয়েছিল।

৪) খেলাটিতে ক্যাপটেন কে ছিলেন ?

উঃ খেলাটিতে ক্যাপটেন ছিলেন মোনা চৌধুরি। 

৫) সি.সি. এইচ এর খেলোয়াড়দের মুখ ম্লান হয়েছিল কেন ?

উঃ কারণ ১৪ রানে সবাই আউট হয়ে যাওয়ায় সি. সি. এইচ্ খেলোয়াড়দের মুখম্লান হয়ে গিয়েছিল।

৬) বোলিং ক্রিজে পৌঁছোবার আগে বিষ্টু কী কাণ্ড করেছিল ?

উঃ বোলিং ক্রিজে পৌঁছোবার আগে বিষ্টু সারামাঠ গোল হয়ে ঘুরতে শুরু করেছিল।

৭) ব্যাটসম্যান ক্রিজ ছাড়ছিল না কেন ?

উঃ ব্যাটসম্যান ক্রিজ ছাড়লে বল ছুড়ে রান আউট করে দেবার সম্ভাবনা থাকায় ব্যাটসম্যান ক্রিজ ছাড়ছিল না।

৮) ফিল্ডাররা মাঠে কী করছিল ?

উঃ ফিল্ডাররা মাঠের ওপর মাটিতে শুয়েছিল। 

৯) সবার মুখ যখন ম্লান তখন ননীদার মুখে কোনো বিকার ছিল না কেন ?

উঃ ননীদার তার পূর্বপরিকল্পনা অনুযায়ী বিষ্টুকে দিয়ে কাজ করাচ্ছিলেন। সেজন্য অন্য সকলের মুখম্লান হলেও ননীদার মুখে কোনও বিকার ছিল না।

১০) ‘এটাকে শিবরাম চক্রবর্তীর লেখা গল্প বলেই ধরে নিতাম।’- বক্তার এহেন মন্তব্যের কারণ কী ?
শিবরামের গল্পের কোন বিশেষত্বের গুণে তাঁর এমন মন্তব্য ?

উঃ বক্তার এহেন মন্তব্যের কারণ হল শিবরাম চক্রবর্তী এ জাতীয় সরস রচনার জন্য বিখ্যাত। শিবরাম চক্রবর্তীর সঙ্গে যুক্তিগ্রাহ্য বিষয় ব্যতীত নির্ভেজাল আনন্দ এবং কৌতুক থাকে। শিবরামের রচনার এ জাতীয় গুণের জন্য বক্তা এমন মন্তব্য করেছেন।

১১) ‘সারা মাঠ অবাক, শুধু ননীদা ছাড়া।’-সারা মাঠকে অবাক করে দেওয়ার মতো কোন ঘটনা ঘটেছিল ? ননীদা সে ঘটনায় অবাক হলেন না কেন ?

উঃ সারা মাঠকে অবাক করে দেওয়ার মতো ঘটনাটি হল রুপোলি সংঘের ব্যাটিং এর সময় দ্বিতীয় ওভার বল করতে এসে বিষ্ণুর বল হাতে সারামাঠ গোল হয়ে ঘুরতে থাকা।

বিষ্ণু যে বল করতে এরকম ঘটনা ঘটাবে সেটা ননীদা আগে থেকে জানতেন। তিনিই বিষ্টুকে এ জাতীয় কাজ করার পরামর্শ প্রদান করেছিলেন। তাই বিষ্ণুর এ জাতীয় আচরণে ননীদা অবাক হলেন না। 

১২) ‘যখন খেলা শেষ হয়ে যাবে’- খেলা শেষের পর কোন ঘটনা ঘটবে ?

উঃ রুপোলি সংঘের ব্যাটসম্যানের প্রশ্নের উত্তরে ননীদা জানালেন যখন খেলা শেষ হয়ে যাবে তখন বোলার তার দৌঁড় বন্ধ করবে এবং বোলিং ক্রিজে এসে উপস্থিত হবে। খেলা শেষের পর এই ঘটনা ঘটবে।

১৩) আম্পায়ারকে ঘিরে তর্কাতর্কি শুরু হলো।’- আম্পায়ারকে ঘিরে তর্কাতর্কি শুরু হয়েছিল কেন ? মাঠে চূড়ান্ত অস্থিরতার সময় ননীদা কেমন ভূমিকা নিলেন ?

উঃ রুপোলি সংঘের ব্যাট করার সময় বিষ্টু দ্বিতীয় ওভার বল করতে এসে বল না করে সারামাঠে গোল হয়ে দৌড়াতে থাকে। এতে রুপোলি সংঘের ছেলেরা বিরক্ত হয়ে আম্পায়ারের সঙ্গে তর্কাতর্কি শুরু করে। মাঠে এ জাতীয় চূড়ান্ত অস্থিরতার সৃষ্টি হবে একথা ননীদা আগে থেকে জানতেন। তাই তিনি পকেটে করে ক্রিকেট
আইনের বই এনেছিলেন। তিনি বই খুলে দেখালেন যে বোলার কতদূর থেকে দৌড়ে এসে বল করবে সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলা নেই।

১৪) ‘নতুন এক সমস্যার উদ্ভব হলো।’- উদ্ভূত নতুন সমস্যাটি কী ? 

উঃ রূপোলি সংঘের সাথে সি.সি. এইচ এর ফ্রেন্ডলি ম্যাচ বিকাল ৫টার সময় শেষ হবার কথা। নতুন সমস্যাটির সৃষ্টি হল পাঁচটা বাজতে পাঁচ মিনিটের সময়। বোলার বল করার জন্য দৌড়াতে থাকলে খেলার সমাপ্তি ঘটানো যায় কিনা এটাই হল নতুন সমস্যা।

১৫) ‘এরপর বিষ্টু বল ডেলিভারি দিলো।’- বল ডেলিভারির আগে বিষ্টু যা যা ঘটনা ঘটায় তা বিবৃত করো।

উঃ রুপোলি সংঘের ব্যাটিং এর সময় বিষ্টু দ্বিতীয় ওভার বল করতে এল। বল হাতে বোলিং ক্রিজে পৌঁছানোর আগে বিষ্টু গোল হয়ে সারামাঠ ঘুরতে শুরু করে। বিষ্টু ঘুরছে, পাক খাচ্ছে, আবার ঘুরছে, লাফাচ্ছে, ডাইনে বাঁয়ে যাচ্ছে কিস্তু বল হাতে নিয়ে ডেলিভারি করছে না। অবশেষে পাঁচটা বাজতে পাঁচ মিনিটের সময় আকাশে চাঁদ ওঠার পর বিষ্টু বল ডেলিভারি দিল। 

১৬) ‘চটপট মঞ্জুর হয়ে গেল।’- কোন আবেদন মঞ্জুর হয়ে গেল ? আবেদনকারী কে ছিলেন ? তার এমন আবেদনের কারণ কী ছিল ?

উঃ ননীদার আলোক স্বল্পতার কারণে খেলা বন্ধ রাখার আবেদন মঞ্জুর হয়ে গেল।

আবেদনকারী ছিলেন সি. সি. এইচ্ এর ব্যাটসম্যান ননীদা।

ননীদার আসল উদ্দেশ্য ছিল যে-কোনো উপায়ে খেলাটি অমীমাংসিত রাখা। বিষ্টু দ্বিতীয় ওভারের প্রথম বল করার এই আবেদন ওঠে। বিষ্টুর ওভারের বাকি পাঁচটা বল করতে গেলে যে-কোনো ভাবেই হোক এক রান করে রুপোলিখেলাটি জেতার সম্ভাবনা ছিল। খেলাটি ড্র রাখার উদ্দেশ্যেই ননীদা এমন আবেদন করেছিলেন।

ননীদা নট আউট গল্প থেকে MCQ প্রশ্নের MOCK TEST প্রদান করতে নিম্নের লিঙ্কটি অনুসরণ করতে হবে 

click here

শিক্ষালয় ওয়েবসাইটের কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক নিম্নে প্রদান করা হলোঃ

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার নোট, সাজেশন, প্রশ্নপত্র ও মক টেষ্টের সুবিধা গ্রহণ করতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করে বিষদ তথ্য জেনে নাওঃ 

paid courses

You cannot copy content of this page

Need Help?