একাদশ শ্রেণি বাংলা দ্বীপান্তরের বন্দিনী

একাদশ শ্রেণি বাংলা দ্বীপান্তরের বন্দিনী

“একাদশ শ্রেণি বাংলা দ্বীপান্তরের বন্দিনী” কবিতা থেকে এখানে গুরুত্বপূর্ণ কিছু নোট প্রদান করা হলো। শিক্ষার্থীরা নির্দিষ্ট নোটে টাচ/ক্লিক করে সেই বিষয়ের নোটগুলি দেখতে পারবে।

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার আপডেট লাভ করতে মোবাইল স্ক্রিনের বা’দিকের নিম্নের অংশে থাকা বেল আইকনটিতে (🔔) টাচ করে শিক্ষালয় ওয়েবসাইটের নোটিফিকেশন অন করে রাখুন। 

একাদশ শ্রেণি বাংলা দ্বীপান্তরের বন্দিনীঃ 

দ্বীপান্তরের বন্দিনী কবিতার ছোটপ্রশ্নের উত্তরঃ 
১) দ্বীপান্তরের বন্দিনী কবিতার মূল কাব্যের নাম কি?
উঃ দ্বীপান্তরের বন্দিনী কবিতার মূল কাব্যের নাম ফনিমনসা। 
২) শস্ত্রপাণি বলতে কবি কি বুঝিয়েছেন?
উঃ শস্ত্রপাণি বলতে কবি অস্ত্র ধৃত হস্ত অর্থাৎ ইংরেজ সরকারের পুলিশ প্রশাসনকে বুঝিয়েছেন।
৩) বীণার তন্ত্রী বলতে কবি কি বুঝিয়েছেন?
উঃ বীণার তন্ত্র বলতে স্বাধীনতার দাবি তথা মানুষের ঐক্যবদ্ধ কণ্ঠস্বরকে বুঝিয়েছেন।
৪) রক্ষপুর বলতে কবি কি বুঝিয়েছেন?
উঃ রক্ষপুর বলতে কবি ইংরেজ শাসিত ভারতবর্ষকে বুঝিয়েছেন।
৫) ‘বাণী যেথা ঘানি টানে নিস্বাধীন’ – এর অর্থ কি?
উঃ উদ্ধৃত অংশে মানুষের মুক্ত কণ্ঠস্বরকে রুদ্ধ করে রাখার অপচেষ্টা কে বোঝানো হয়েছে।
৬) বিধির বেতার মন্ত্র বলতে কবি কি বুঝিয়েছেন?
উঃ বিধির বেতার মন্ত্র বলতে কবি স্বাধীনতার বার্তাকে বুঝিয়েছেন।  
৭) বেদীকে শূন্য বলা হয়েছে কেন?
উঃ বেদীকে শূন্য বলা হয়েছে, কারণ বেদীতে অধিষ্ঠাত্রী দেশমাতা দ্বীপান্তরের বন্দিনী রয়েছে বলে।
৮) জীবন চোয়ালে সেই ঘানি বলতে কী বোঝায়?
উঃ জীবন চোয়ালে সেই ঘানি বলতে দেশের জন্য আত্মত্যাগ এর ইতিহাসকে কবি বোঝাতে চেয়েছেন।
৯) ভারতের বন্দিদশাকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? 
উঃ কবি লঙ্কায় সীতার বন্দীদশার সঙ্গে ভারতের বন্দিদশাকে তুলনা করেছেন। 
১০) কবি কেন ঢাক ও শাঁখ বাজাতে বলেছেন?
উঃ কবি কেন ঢাক ও শাঁখ বাজাতে বলেছেন, কারণ কবির মতে দ্বীপান্তরের ঘানিতে যুগান্তরের ঘূর্ণিপাক লেগেছে।
১১) ভারত ভারতী বলতে কবি কাকে বুঝিয়েছেন?
উঃ ভারত ভারতী বলতে কবি দেশ মাতাকে বুঝিয়েছেন। 
১২) শতদল বলতে কবি কি বুঝিয়েছেন?
উঃ শতদল বলতে কবি স্বাধীনতার দাবি বা প্রতিবাদকে বুঝিয়েছেন। 
একাদশ শ্রেণি বাংলা দ্বীপান্তরের বন্দিনী কবিতার গুরুত্বপূর্ণ বড়ো প্রশ্নের উত্তরঃ  
‘দ্বীপান্তরের বন্দিনী’ কে? ‘বন্দিনী’-কে মুক্ত করার জন্য কবির যে আকুলতা প্রকাশিত হয়েছে, তা কবিতা অবলম্বনে লেখো। ৫ 

‘দ্বীপান্তরের বন্দিনী’ কবিতায় কবির স্বদেশপ্রেম কি ভাবে প্রকাশিত হয়েছে আলোচনা করো। ৫

উত্তর জানতে এখানে টাচ/ক্লিক করতে হবে

শিক্ষালয় ওয়েবসাইটের কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক নিম্নে প্রদান করা হলোঃ

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার নোট, সাজেশন, প্রশ্নপত্র ও মক টেষ্টের সুবিধা গ্রহণ করতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করে বিষদ তথ্য জেনে নাওঃ 

paid courses

You cannot copy content of this page

Need Help?