প্রাচীন লিপি এবং বাংলা লিপির উদ্ভব ও বিকাশ
প্রাচীন লিপি এবং বাংলা লিপির উদ্ভব ও বিকাশ থেকে এখানে বিবিধ নোট প্রদান করা হলো। শিক্ষার্থীরা নির্দিষ্ট লিংকে টাচ/ক্লিক করে প্রাচীন লিপি এবং বাংলা লিপির উদ্ভব ও বিকাশ বিষয়ের নোটগুলি দেখতে পারবে।
শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার আপডেট লাভ করতে মোবাইল স্ক্রিনের বা’দিকের নিম্নের অংশে থাকা বেল আইকনটিতে (🔔) টাচ করে শিক্ষালয় ওয়েবসাইটের নোটিফিকেশন অন করে রাখুন।
একাদশ শ্রেণির বাংলা বিষয়ে ভাষা একটি গুরুত্বপূর্ণ অংশ। এই ভাষা অংশের একটি বিভাগ হলো বিশ্বের ভাষা ও ভাষা পরিবার। একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষায় তোমাদের ভাষা থেকে MCQ, SAQ ও ৫ নম্বরের বড়ো প্রশ্নের উত্তর লিখতে হবে। একাদশ শ্রেণিতে বাংলা বিষয়ে ভালো ফলাফল করতে এই অংশটি খুব ভালো করে তৈরি করতে হবে। শিক্ষার্থীদের সুবিধার্থে এখানে বিশ্বের ভাষা ও ভাষা পরিবার থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ও তাদের উত্তর প্রদান করা হলো।
প্রাচীন লিপি এবং বাংলা লিপির উদ্ভব ও বিকাশঃ
গুরুত্বপূর্ণ কিছু MCQ প্রশ্নের উত্তরঃ
১) পৃথিবীর সবচেয়ে প্রাচীন গুহাচিত্রটি আঁকা হয়েছিল- তিরিশ হাজার বছরেরো আগে
২) চিত্রলিপির পূর্বে লিপির স্তরটি হল- ভ্রুণলিপি
৩) প্রথম লিপির ব্যবহার শুরু হয়েছিল- সাড়ে চার বা পাঁচ হাজার বছর আগে
৪) পৃথিবীতে প্রথম প্রকৃত লিপির ব্যবহার শুরু হয়েছিল- সাতটি অঞ্চলে
৫) পৃথিবীর নির্দিষ্ট আসটি অঞ্চলে প্রথম লিপির ব্যবহারের কথা বলেন- জোহানস্ ফ্রেডরিচ
৬) সর্বাপেক্ষা আধুনিক লিপি হল- ধ্বনিলিপি
৭) ‘α’ বর্ণটি যে প্রাণীর মুখের ছবি থেকে এসেছে- গরু
৮) বর্তমান ইরাকের পূর্বের নাম হল- মেসোপটেমিয়া
৯) কিউনিফর্ম লিপির অপর নাম হল- কীলকলিপি
১০) কিউনিফর্ম লিপির নামকরণ করেছিলেন- টমাস হাইড
১১) যে দেবতাকে কীলকলিপি পদ্ধতির আবিষ্কর্তা বলে মনে করা হয়- নেবো
১২) কীলক লিপির সবচেয়ে প্রাচীন নমুনাটি পাওয়া গেছে- উরুক শহরে
১৩) প্রাচীন মিশরে প্রাপ্ত লিপির নাম হল- হিয়েরোগ্লিফিক
১৪) যে দেবতাকে হিয়েরোগ্লিফিক লিপির প্রবর্তক বলে মনে করা হয়- থথ
১৫) ‘হিয়েরোগ্লিফিক’ শব্দটি এসেছে- গ্রিক শব্দ থেকে
১৬) ‘হিয়েরোগ্লিফিক’ শব্দটির অর্থ হল- পবিত্র লিপি
১৭) হিয়েরোগ্লিফিক ছিল মূলত- চিত্রলিপি
১৮) হিয়েরোগ্লিফিক লিপি সাধারণত শুরু হতো- ডান দিক থেকে বাম দিকে
১৯) শর বা কাঠ দিয়ে লেখা হত যে লিপি, তা হল- চিত্রপ্রতীকলিপি
২০) হরপ্পা গ্রামের ঢিপি খুঁড়ে ইট বের করে রেলপথ তৈরির সময় ভারতীয় সেনাবাহিনীতে ছিলেন- জেনারেল ক্যানিংহাম
২১) IPA শব্দের অর্থ হল- International Phonetic Alphabet
২২) IPA-এর প্রকাশ ঘটেছিল- ১৮৮৮ খ্রিঃ
২৩) আর্যরা আসার আগে বাংলাদেশে থাকতেন- নিগ্রোরা
২৪) ফসিল থেকে জানা যায়- ১৫০০০ থেকে ১০০০০ বছর আগে নিগ্রোরা বাংলাদেশে থাকতেন
২৫) পার্বতীচরণ ভট্টাচার্যের মতে খরোষ্ঠী লিপির নামকরণের কারণ- গাধার ওষ্ঠের মতো দেখতে বলে
২৬) ভারতবর্ষের প্রাচীনতম লিপি হল- খরোষ্ঠী
২৭) খরোষ্ঠী লিপির প্রাচীনতম নিদর্শন পাওয়া যায়- অশোকের অনুশাসনে
২৮) ব্রাহ্মী লিপির বিকাশ হয়েছিল- গুপ্তযুগে
২৯) ব্রাহ্মী লিপি লেখা হত প্রধানত- বাম থেকে ডান দিকে
৩০) বাংলা লিপির জন্ম হয়েছে- ব্রাহ্মী লিপি থেকে
৩১) উত্তর ভারতীয় লিপিকে বলা হয়- গুপ্তলিপি
৩২) গুপ্তলিপি থেকে জন্ম হয়েছে- সিদ্ধমাতৃকা
৩৩) সিদ্ধমাতৃকা লিপি থেকে জন্ম হয়েছে- কুটিল লিপি
৩৪) কুটিল লিপির জন্ম হয়েছে- সপ্তম শতকে
৩৫) অঞ্চল অনুযায়ী কুটিল লিপি বিভক্ত- পাঁচটি ভাগে
৩৬) আদিমতম বাংলা লিপির নিদর্শন পাওয়া যায়- অষ্টম শতকে
৩৭) বাংলা লিপির উদ্ভবকাল- আনুমানিক অষ্টম থেকে দ্বাদশ শতক
৩৮) বাংলা লিপির বিকাশ হয়েছিল- সিদ্ধমাতৃকা লিপির কুটিল লিপি থেকে
৩৯) প্রাচীন বাংলা লিপির নিদর্শন- চর্যাগীতি
৪০) বাংলা লিপির সঙ্গে মিল আছে- অসমিয়া লিপির
……. শিক্ষালয়ের পক্ষ থেকে কিছু দিন অন্তর অন্তর এমন আরো গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর প্রদান করা হবে। শিক্ষালয় ওয়েবসাইটের আপডেটগুলি পেতে নিয়মিত ফলো করো শিক্ষালয় ওয়েবসাইটটিকে।
বড়ো প্রশ্নের উত্তরঃ
১) হিয়েরোগ্লিফিক কী? এর সংক্ষিপ্ত পরিচয় দাও। ১+৪
উত্তরঃ
হিয়েরোগ্লিফিকঃ
প্রাচীন মিশরীয় লিপির নাম হল হিয়েরোগ্লিফিক লিপি।
হিয়েরোগ্লিফিক লিপির সংক্ষিপ্ত পরিচয়ঃ
লিপি-বিশারদদের মতানুসারে চার থেকে পাঁচ হাজার খ্রিষ্টপূর্বাব্দে এই লিপির ব্যবহার শুরু হয়। লিপি বিশারদ জোহানস ফ্রেডরিক সাতটি প্রাচীন সভ্যতার কথা বলেন যেখানে হিয়েরোগ্লিফিক লিপির ব্যবহার শুরু হয়েছিল। সেই সাতটি সভ্যতার মধ্যে অন্যতম হল মিশর। আনুমানিক ৪০০০ খ্রীষ্টপূর্বাদে মিশরীয় লিপির উদ্ভব ঘটেছিল বলে অনুমান করা হয়।
হিয়েরোগ্লিফিক লিপির নামকরণঃ
‘হিয়েরোগ্লিফিক’ কথাটি এসেছে দুটি গ্রীক শব্দ, যথা- ‘হিয়োরাস’ ও ‘গ্লিফেইন’ থেকে। ‘হিয়োরাস’ কথার অর্থ ‘পবিত্র’ এবং ‘গ্লিফেইন’ কথার অর্থ ‘খোদাই করা’। অর্থাৎ ‘হিয়েরোগ্লিফিক’ কথার অর্থ ‘পবিত্র লিপি’। মিশরীয়দের বিশ্বাস ছিল যে, ‘থথ’ নামক দেবতা এই ভাষার প্রচলন করেছিলেন।
হিয়েরোগ্লিফিক লিপির বিবর্তনঃ
লিপিবিশারদদের মতানুসারে সর্বপ্রাচীন মিশরীয় লিপির নমুনাটি প্রায় পৌনে সাত হাজার বছর পুরনো। প্রথমদিকে হিয়েরোগ্লিফিক লিপি ছিল মূলত চিত্রলিপি। কিন্তু পরবর্তীকালে তা ধ্বনিলিপির সমকক্ষ হয়ে উঠেছিল। এই লিপির চিহ্নসংখ্যা ছিল পাঁচশ এবং তার কোনো স্বরচিহ্ন ছিল না। কয়েকটি চিহ্ন একটিমাত্র ব্যঞ্জনধ্বনিকে বোঝাতো। আবার এক একটি ব্যাঞ্জনধ্বনির জন্য একাধিক চিহ্নের প্রচলন ছিল। মূলত ডান থেকে বাম দিকে লেখা হলেও বাম থেকে ডান দিকে লেখা হিয়েরোগ্লিফিক লিপির নিদর্শনও পাওয়া গেছে।
ভাষা তথা লিপির ইতিহাসে হিয়েরোগ্লিফিক লিপির ইতিহাস গুরুত্বপূর্ণ স্থান অধিগ্রহণ করে রয়েছে।
প্রাচীন লিপি এবং বাংলা লিপির উদ্ভব ও বিকাশ থেকে আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরঃ
প্রাচীন লিপি এবং বাংলা লিপির উদ্ভব ও বিকাশ থেকে কিছু গুরুত্বপুর্ণ সংক্ষিপ্ত প্রশ্নের (SCQ) উত্তর।
বাংলা লিপির উদ্ভব বিষয়ে আলোচনা করো।
হিয়েরোগ্লিফিক কী? এর সংক্ষিপ্ত পরিচয় দাও।
কিউনিফর্ম বা কীলকলিপির নামকরণ কে করেছিলেন? এই লিপির সংক্ষিপ্ত পরিচয় দাও।
উত্তর জানতে এখানে টাচ/ক্লিক করতে হবে
শিক্ষালয় ওয়েবসাইটের কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক নিম্নে প্রদান করা হলোঃ
- বাংলা ব্যাকরণের আলোচনাগুলি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
- শিক্ষালয় ওয়েবসাইটে প্রদান করা প্রবন্ধ রচনাগুলি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির বাংলা অধ্যায়ভিত্তিক নোট দেখতে এই লিঙ্কে ক্লিক করতে হবে
- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির বাংলা অধ্যায়ভিত্তিক MCQ TEST প্রদান করতে এই লিঙ্কে ক্লিক করতে হবে
- শিক্ষালয় ইউটিউব চ্যানেলটি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির সাজেশন দেখতে এই লিঙ্কটি অনুসরণ করতে হবে
শিক্ষালয়ের সাথে ফেসবুকে যুক্ত হতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবেঃ
Please send me