সমগ্র রাজ্যে শিক্ষার্থীদের জন্য ব্রিজ কোর্স
করোনা পরিস্থিতিতে সমগ্র রাজ্যের শিক্ষা ব্যবস্থাই বেহাল হয়ে পরেছে। বিশেষ করে প্রভাবিত হয়েছে প্রথম থেকে নবম শ্রেণির পঠন পাঠন। দীর্ঘদিন ধরে বিদ্যালয় থেকে তারা বিচ্ছিন্ন হয়ে রয়েছে। এই পরিস্থিতিতে নতুন শিক্ষাবর্ষে তাদের অফলাইনে বিদ্যালয়ে পঠন পাঠন শুরু হলে প্রথম ১০০ দিন তাদের জন্য প্রস্তুত করা হয়েছে বিশেষ ব্রিজ কোর্স, যার নাম দেওয়া হয়েছে “সেতু পাঠ্যক্রম”।
২রা জানুয়ারি ‘বুক ডে’ উপলক্ষে শিক্ষার্থীদের নতুন শ্রেণির বই প্রদানের সময় সেতু পাঠ্যক্রমের বিশেষ বই প্রদান করা হবে। এই জন্য শিক্ষক-শিক্ষিকাদের বিশেষ প্রশিক্ষণও প্রদান করা হতে পারে। শিক্ষার্থীদের বিগত শ্রেণির পাঠ্যক্রমের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলি নিয়ে এই সেতু পাঠ তৈরি করা হুয়েছে। বিদ্যালয়ে অফলাইন ক্লাস শুরু হবার সাথে সাথেই এই ব্রিজ কোর্স বা সেতু পাঠের পঠন পাঠন শুরু করা হবে।
খুব সুন্দর
ধন্যবাদ। শিক্ষালয়ের শিক্ষাজগতে স্বাগত।