একাদশ শ্রেণি বাংলা গুরুত্বপূর্ণ ছোটপ্রশ্ন

একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার প্রস্তুতির উদ্দেশ্যে শিক্ষার্থীদের জন্য শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে নিয়মিতভাবে সমগ্র বাংলা সিলেবাস থেকে একাদশ শ্রেণি বাংলা গুরুত্বপূর্ণ ছোটপ্রশ্নগুলি প্রদান করা হবে। এই একাদশ শ্রেণি বাংলা গুরুত্বপূর্ণ ছোটপ্রশ্নগুলির অধিকাংশই ইতিপূর্বে বিভিন্ন বছরের একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষায় এসেছে। একাদশ শ্রেণির শিক্ষার্থীরা নিয়মিত এই পেজটি ভিজিট করলে ও প্রদান করা প্রশ্নগুলির উত্তর অনুশীলন করলে আসন্ন বার্ষিক পরীক্ষায় বাংলা বিষয়ে ভালো ফলাফল করতে পারবে।  

একাদশ শ্রেণি বাংলা সেট-১

১) সঠিক উত্তরটি নির্বাচন করোঃ  

১.১) আগে ভাগে ভূতে পেয়ে বসেছে—

(ক) সমাজকে

(খ) ওঝাকে

(গ) অর্বাচীনদের

(ঘ) মাসিপিসিদের ।

 

১.২) মহানগরী থেকে তেলেনাপোতার সম্ভাব্য দূরত্ব—

(ক) কুড়ি মাইল

(খ) বাইশ মাইল

(গ) পঁচিশ মাইল

(ঘ) ত্রিশ মাইল

 

১.৩)  “এর আগেরবার সৌখী জেল থেকে এনেছিল”—

(ক) একটি থালা

(খ) একটি জামা

(গ) একটি কম্বল

(ঘ) একটি চাদর

 

১.৪) “বসে আছেন কেন? টান দিন”—উক্তিটির বক্তা—

(ক) যামিনী

(খ) গাড়োয়ান

(গ) মণি

(ঘ) নিরঞ্জন

 

১.৫) খোকার মা নাকে কেঁদে স্বামীকে মনে করিয়ে দিলেন যে—

(ক) তার বাজার খরচ ফুরিয়েছে।

(খ) খোকার নতুন জামা চাই

(গ) বাড়িতে আত্মীয় আসবে

(ঘ) লোটা হল বাড়ির লক্ষ্মী

 

১.৬)  “সেই গ্রিক দার্শনিকের কথা সকলেই মাথা পেতে নেয় নির্বিচারে”—সেই দার্শনিকের নাম—

(ক) গালিলিও

(খ) আারিস্টটল

(গ) মাইকেল এনজেলো

(ঘ) কোপারনিকাস

 

১.৭) গালিলিও ডাক্তারিতে যখন ভরতি হন তখন তার বয়স ছিল—

(ক) আঠারো

(খ) পনেরো

(গ) যোলো

(ঘ) সতেরো

 

১.৮) জনার পুত্রের নাম—

(ক) কৰ্ণ

(খ) প্রবীর

(গ) অভিমন্যু

(ঘ) অশ্বথামা

 

১.৯) “পড়শী যদি আমায় ছুঁত।”—পড়শি ছুলে কী হবে?

(ক) যম-যাতনা দূর হবে

(খ) সুবুদ্ধির বিকাশ হবে

(গ) সমাজ সচেতনতা বাড়বে

(ঘ) ভালোবাসা বোধ জাগবে।

 

১.১০) বাড়িতে ফেরার পথে কিনে আনি’—

(ক) পাখির খাঁচা

(খ) ফুলের টব

(গ) গোলাপ চারা

(ঘ) ফুলের তোড়া

 

১.১১) ‘অভিনব জয়দেব’ নামে পরিচিত—

(ক) চণ্ডীদাস

(খ) বিদ্যাপতি

(গ) জ্ঞানদাস

(ঘ) গোবিন্দদাস

 

১.১২) নীলদর্পণ নাটকটির রচয়িতা—

(ক) মধুসূদন দত্ত

(খ) গিরিশচন্দ্র ঘোষ

(গ) দীনবন্ধু মিত্র

(ঘ) দ্বিজেন্দ্রলাল রায়

 

১.১৩) রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা উপন্যাসটি হল—

(ক) গৃহদাহ

(খ) আরণ্যক

(গ) কবি

(ঘ) ঘরে-বাইরে

 

১.১৪) শ্ৰীকৃয়বিজয়’ গ্রন্থটির রচয়িতা—

(ক) মালাধর বসু

(খ) পরমানন্দ গুপ্ত

(গ) দ্বিজমাধব

(ঘ) যশোরাজ খান

 

১.১৫) ভারতে প্রচলিত দ্রাবিড় ভাষাবংশের একটি প্রধান ভাষা— 

(ক) তামিল

(খ) সাঁওতালি

(গ) নাগা

(ঘ) ওড়িয়া   

 

একাদশ শ্রেণি বাংলা বিষয়ে অধ্যায়ভিত্তিক MCQ প্রশ্নের মক টেষ্ট প্রদান করতে নিম্নের লিঙ্কে ক্লিক/টাচ করো 

sikkhalaya click here

 

একাদশ শ্রেণি বাংলা সেট-২

১) সঠিক উত্তর নির্বাচন করোঃ  

১.১) “…প্রায় ঘরজোড়া একটি ভাঙা তক্তপোশে ছিন্ন-কন্থা জড়িত একটি শীর্ণ কঙ্কালসার মূর্তি শুয়ে আছে।”–‘ছিন্ন-কন্থা’র অর্থ হলো—

(ক) ছেঁড়া কম্বল

(খ) ছেঁড়া কাঁথা

(গ) ছেঁড়া লেপ

(ঘ) এদের কোনোটিই নয়।

 

১.২) “যেমন করে পারি ভূত ছাড়াব।”—উক্তিটির বক্তা হলো—

(ক) মাসিপিসি

(খ) ভূতের নায়েব

(গ) মাসতুতো-পিসতুতোর দল

(ঘ) অর্বাচীনেরা

 

১.৩) “গন্ধগোকুল কিংবা শিয়ালটিয়াল হবে বোধ হয়।”– ‘গন্ধগোকুল’ হলো—

(ক) নেকড়ে বাঘ

(খ) চিতা বাঘ

(গ) খট্টাশ জাতীয় প্রাণী

(ঘ) রামছাগল

 

১.৪) গালিলিও-র হিতাকাঙ্ক্ষী ও সুহূদ ছিলেন—

(ক) কার্ডিনাল বেলারিমিন

(খ) মাইকেল এজেলো

(গ) তাসকানির বৃদ্ধ ডিউক

(ঘ) সিয়েনার আর্চবিশপ।

 

১.৫) ভূতুড়ে জেলখানার দারোগা ছিল—

(ক) ভূতের রায়ত

(খ) ভূতের নায়েব

(গ) ভূতের জমিদার

(ঘ) ভূতের গোমস্তা

 

১.৬) “টকটক করে দু-টোকার শব্দ থেমে থেমে তিনবার হলে বুঝতে হবে”—

(ক) সৌখী নিজে এসেছে

(খ) সৌখীর বাপ এসেছে

(গ) দলের লোক টাকা দিতে এসেছে

(ঘ) পুলিশের লোক এসেছে।

 

১.৭) ‘নীলধ্বজের প্রতি জনা’ পত্ৰকবিতার উপাদান আছে মহাভারতের- 

(ক) শান্তি পর্বে

(খ) যুদ্ধ পর্বে

(গ) উদ্যোগ পর্বে

(ঘ) অশ্বমেধ পর্বে

 

১.৮) “গ্রাম বেড়িয়ে অগাধ পানি”—এখানে ‘বেড়িয়ে’ শব্দের অর্থ-

(ক) পার হয়ে

(খ) বেষ্টন করে

(গ) ঘুরে ঘুরে

(ঘ) মধ্যে

 

১.৯) “আমাদের দিন চলে যায়”—

(ক) হেসেকেঁদে

(খ) দুঃখ করে

(গ) বাজার করে

(ঘ) সাধারণ ভাতকাপড়ে

 

১.১০) চর্যাপদের টীকা সংস্কৃত ভাষায় লিখেছিলেন- 

(ক) লুইপাদ

(খ) মুনি দত্ত

(গ) হরপ্রসাদ শাস্ত্রী

(ঘ) প্রবোধচন্দ্র বাগচী

 

১.১১) ‘চৈতন্যভাগবত’ গ্রন্থটির রচয়িতা-

(ক) কৃয়দাস কবিরাজ

(খ) জয়ানন্দ

(গ) বৃন্দাবন দাস

(ঘ) লোচন দাস

 

১.১২) বাদল সরকারের একটি নাটক হল-

(ক) এবং ইন্দ্রজিৎ

(খ) হাঁসখালির হাঁস

(গ) ছেড়া তার

(ঘ) তিন পয়সার পালা।

 

১.১৩) সাঁওতালি ভাষার লিপির নাম-

(ক) রাভা

(খ) কুটিল

(গ) অলচিকি

(ঘ) খরোষ্ঠী।

 

১.১৪) নেপালি ভাষার উদ্ভব ঘটেছে- 

(ক) শৌরসেনী প্রাকৃত অপভ্রংশ থেকে

(খ) অর্ধমাগধী প্রাকৃত অপভ্রংশ থেকে

(গ) মাগধী প্রাকৃত অপভ্রংশ থেকে

(ঘ) পৈশাচী প্রাকৃত অপভ্রংশ থেকে  

 

একাদশ শ্রেণি বাংলা সাজেশন দেখতে এই লেখাতে ক্লিক/টাচ করতে হবে 

 

একাদশ শ্রেণি বাংলা সেট-৩

ক) সঠিক উত্তরটি নির্বাচন করোঃ  

১) ‘সেইখানেই তো ভূত’ – কথাটি বলেন – 

(ক) অভূতের পেয়াদা

(খ) শিরোমণি-চূড়ামণি

(গ) বুড়ো কর্তা

(ঘ) ভূতের দল

 

২) তেলেনাপোতা আবিষ্কার কতদিন ছুটি পেলে হবে ?

(ক)একদিন

(খ) তিনদিন

(গ) দুদিন

(ঘ) পাঁচদিন

 

৩) “… এ আনন্দ তার রাখবার জায়গা নেই।’ – এত আনন্দ কার হয়েছে ?

(ক) সৌখির বউয়ের

(খ) সৌখির মায়ের

(গ) সৌখির ছেলের

(ঘ) সৌখির দলের লোকের

 

৪) সনাতন ঘুম বলতে রবীন্দ্রনাথ কী বুঝিয়েছেন?

(ক) আদিমকালের ঘুম

(খ) অন্ধকারে ঘুম

(গ) ভাত ঘুম

(ঘ) চিরকালের ঘুম

 

৫) গ্যালিলিও দেহত্যাগ করেন –

(ক) ১৬৪২ সালে ৮ই জানুয়ারী

(খ) ১৬৪০ সালে ৮ই জানুয়ারী

(গ) ১৬৪৩ সালে ৮ই জানুয়ারী

(ঘ) ১৬৪৫ সালে ৮ই জানুয়ারী

 

৬) ‘নীলধ্বজের প্রতি জনা’ পত্ৰকবিতার উপাদান আছে মহাভারতের-

(ক) শান্তিপর্বে

(খ) যুদ্ধপর্বে

(গ) উদ্যোগপর্বে

(ঘ) অশ্বমেধ পর্বে

 

৭) “আমরা তো সামান্য লোক” – ‘সামান্য’ কথাটির তাৎপর্য হল –

(ক) অবহেলিত লাঞ্ছিত মানুষ

(খ) দয়ালু মানুষ

(গ) জনসাধারণ

(ঘ) গুণীব্যক্তি

 

৮) জয় গোস্বামীর একটি বিখ্যাত কাব্য

(ক) কথোপকথন

(খ) যারা বৃষ্টিতে ভিজেছিল

(গ) যেতে পারি কিন্তু কেন যাব

(ঘ) বনলতা সেন

 

৯) লালন ও পড়শির মধ্যে দূরত্ব হল –

(ক) একশো যোজন

(খ) কয়েক মাইল

(গ) হাজার যোজন

(ঘ) লক্ষ যোজন

 

১০) বীরবল ছদ্মনামের বাংলা প্রবন্ধকার হলেন –

(ক) কালীপ্রসন্ন সিংহ

(খ) রামেন্দ্রসুন্দর ত্রিবেদী

(গ) অন্নদাশঙ্কর রায়

(ঘ) প্রমথ চৌধুরী

 

১১) ‘অষ্টাধ্যায়ী’ ব্যাকরণ গ্রন্থটি লিখেছিলেন –

(ক) পাণিনি

(খ) রবীন্দ্রনাথ ঠাকুর

(গ) ব্যাসদেব

(ঘ) জয় গোস্বামী

 

একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে MCQ প্রশ্নের মক টেষ্ট প্রদান করতে নিম্নের লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে 

sikkhalaya click here

 

নিয়মিত এই পেজে একাদশ শ্রেণির গুরুত্বপূর্ণ বাংলা ছোটপ্রশ্ন ও তাদের উত্তর প্রদান করা হবে। শিক্ষার্থীরা শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার আপডেট লাভ করতে নিম্নের ফর্মটি যথাযথভাবে পূরণ করোঃ

sikkhalaya
শিক্ষালয়, অনুপম ধর
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

আমরা শনাক্ত করেছি যে আপনি বিজ্ঞাপন ব্লক করতে এক্সটেনশন ব্যবহার করছেন। এই বিজ্ঞাপন ব্লকার নিষ্ক্রিয় করে আমাদের সমর্থন করুন।

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO

You cannot copy content of this page

Need Help?