অপাদান কারক
শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে বাংলা বিষয় তথা বাংলা ব্যাকরণ থেকে নিয়মিত গুরুত্বপূর্ণ নোটগুলি প্রদান করা হচ্ছে। ইতিপূর্বে আমরা কারক কাকে বলে, কারকের শ্রেণিবিভাগ, বিভক্তি, নির্দেশক প্রভৃতি সম্পর্কে বিষদ আলোচনা করেছি। আজকে আমরা অপাদান কারক সম্পর্কে আলোচনা করবো। আশাকরি শিক্ষার্থীরা এই আলোচনাগুলি থেকে কারক সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভে সমর্থ হবে।
অপাদান কারকঃ
যেখান থেকে ক্রিয়া নিষ্পন্ন হয় তাকে অপদান বলে। অপদানবাচক পদের সঙ্গে ক্রিয়াপদের সম্পর্ককে বলে অপদান কারক বলা হয়।
নিম্নে বিভিন্ন প্রকার অপাদান কারকের উদাহরণ দেওয়া হল-
(ক) স্থানবাচক- গাছ থেকে পাতা পড়ে।
(খ) কালবাচক- সন্ধ্যা থেকে গান হচ্ছে।
(গ) দুরত্ববাচক- হলদিবাড়ী থেকে মালদা অনেক দূর।
(ঘ) হেতুবাচক- কাজের ভয়ে ছুটি নিয়েছে।
(ঙ) উৎসবাচক- দুধের থেকে ছানা হয়।
কারক থেকে গুরুত্বপূর্ণ আলোচনার লিঙ্কসমূহঃ
২) বিভক্তি ও অনুসর্গের পার্থক্য
৪) কর্তৃকারক ও তার শ্রেণিবিভাগ
বাংলা ব্যাকরণ থেকে অন্য্যান্য গুরুত্বপূর্ণ আলোচনার নোটগুলি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার নোট, সাজেশন, প্রশ্নপত্র ও মক টেষ্টের সুবিধা গ্রহণ করতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করে বিষদ তথ্য জেনে নাওঃ