কারক ও বিভক্তি ছোটপ্রশ্ন

কারক ও বিভক্তি ছোটপ্রশ্ন

শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে দশম শ্রেণির মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য কারক ও বিভক্তি থেকে অনুশীলনের জন্য কারক ও বিভক্তি ছোটপ্রশ্ন প্রদান করা হলো। শিক্ষার্থীরা এই কারক ও বিভক্তি ছোটপ্রশ্ন অনুশীলনের মধ্য দিয়ে তাদের কারক ও বিভক্তি সম্পর্কে জ্ঞান যাচাই করতে সমর্থ হবে। 

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার আপডেট লাভ করতে মোবাইল স্ক্রিনের বা’দিকের নিম্নের অংশে থাকা বেল আইকনটিতে (🔔) টাচ করে শিক্ষালয় ওয়েবসাইটের নোটিফিকেশন অন করে রাখুন। 

কারক ও বিভক্তি ছোটপ্রশ্নঃ 

১) সঠিক উত্তর নির্বাচন করোঃ

১.১) ধাতু বিভক্তির আর এক নাম- ক) শব্দবিভক্তি খ) ক্রিয়াবিভক্তি গ) অনুসর্গ ঘ) নির্দেশক

১.২) অনুসর্গ কী জাতীয় পদ? – ক) অব্যয় জাতীয় খ) বিশেষ্য জাতীয় গ) সর্বনাম ঘ) ক্রিয়াপদ

১.৩) অনুসর্গ প্রধান কারক বলবে কোনটিকে?- ক) কর্মকারক খ) করণ কারক গ) অধিকরণ কারক ঘ) অপাদান কারক

১.৪) ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে- রেখাঙ্কিত অংশটি হল- ক) কর্তৃকারক খ) কর্মকারক গ) সম্বন্ধ পদ ঘ) সম্মোধন পদ

১.৫) গঙ্গার জল- ‘গঙ্গার’ কী সম্মন্ধ?- ক) আধার-আধেয় সম্মন্ধ খ) উপাদান সম্মন্ধ গ) অঙ্গ সম্মন্ধ ঘ) অবলম্বন সম্মন্ধ

১.৬) বাক্যের অন্তর্গত কোনো উপবাক্য কর্মরূপে ব্যবহৃত হলে তাকে বলে- ক) সমধাতুজ কর্ম খ) মুখ্য কর্ম গ) গৌণ কর্ম ঘ) বাক্যাংশ কর্ম

১.৭) একই ধাতু থেকে নিষ্পন্ন ক্রিয়ার কর্তাকে বলে- ক) ব্যতিহার কর্তা খ) নিরপেক্ষ কর্তা গ) সমধাতুজ কর্তা ঘ) প্রযোজক কর্তা

১.৮) খাঁটি বাংলায় বিভক্তি শূন্য পদটি হল- ক) ক্রিয়াপদ খ) সম্মন্ধ পদ গ) সম্মোধন পদ ঘ) অব্যয় পদ 

১.৯) অনুক্ত কর্তা কোনটি?- ক) মহাশয়ের আসা ভালো হয় নি খ) ওরা কাজ করে গ) বাতাস বইছে  ঘ) আমরা রাঁধুনিকে দিয়ে রান্না করালাম

১.১০) দ্বিকর্মক ক্রিয়াযুক্ত বাক্যে অপ্রাণীবাচক কর্মটি হল- ক) গৌণকর্ম খ) মুখ্যকর্ম গ) উদ্দেশ্য কর্ম ঘ) বিধেয় কর্ম 

২) কমবেশি ২০টি শব্দে উত্তর দাওঃ 

২.১) একাধিক কর্তা একই ক্রিয়া সম্পাদন করলে তাকে কী বলে?

২.২) আধুনিক মতে বাংলায় বিভক্তি প্রধান একটি দুর্বল কারক কী?

২.৩) তির্যক বিভক্তি কাকে বলে?

২.৪) আমি যেখানে কাজ করি সেটা লেখালেখির আপিস। – নিম্নরেখ পদটির কারক ও বিভক্তি নির্ণয় করো। 

২.৫) নামজাত অনুসর্গ কতপ্রকার ও কী কী?

২.৬) যন্ত্রাত্মক ও উপায়াত্মক করণের পার্থক্য লেখো। 

২.৭) সমধাতুজ করণের একটি উদাহরণ দাও। 

২.৮) নির্দেশক বলতে কী বোঝ?

২.৯) বিভক্তি ও অনুসর্গের মধ্যে পার্থক্য লেখো। 

২.১০) অনুক্ত কর্তা কাকে বলে? উদাহরণ দাও। 

উপরের প্রশ্নগুলির উত্তর পেতে এবং কারক-বিভক্তি সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করতে নিম্নের লিঙ্কগুলিতে প্রদান করা আলোচনাগুলি দেখো 

১) বিভক্তি ও তার শ্রেণিবিভাগ 

২) বিভক্তি ও অনুসর্গের পার্থক্য 

৩) কারক ও অকারক পদ 

৪) কর্তৃকারক ও তার শ্রেণিবিভাগ 

৫) কর্মকারক ও তার শ্রেণিবিভাগ 

৬) করণকারক ও তার শ্রেণিবিভাগ

৭) নিমিত্ত কারক

৮) অপাদান কারক 

৯) অধিকরণ কারক 

শিক্ষালয় ওয়েবসাইটের কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক নিম্নে প্রদান করা হলোঃ

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার নোট, সাজেশন, প্রশ্নপত্র ও মক টেষ্টের সুবিধা গ্রহণ করতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করে বিষদ তথ্য জেনে নাওঃ 

paid courses

You cannot copy content of this page

Need Help?