নব নব সৃষ্টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ।। Naba Naba Sristi Guruttopurno Prosno

নব নব সৃষ্টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ।। Naba Naba Sristi Guruttopurno Prosno

শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের জন্য নব নব সৃষ্টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ।। Naba Naba Sristi Guruttopurno Prosno প্রদান করা হলো। এই নব নব সৃষ্টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ।। Naba Naba Sristi Guruttopurno Prosno সমাধান করলে শিক্ষার্থীরা তাদের ইউনিট টেষ্ট পরীক্ষা ও বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষায় বিশেষ সুবিধা লাভ করবে। 

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার আপডেট লাভ করতে মোবাইল স্ক্রিনের বা’দিকের নিম্নের অংশে থাকা বেল আইকনটিতে (🔔) টাচ করে শিক্ষালয় ওয়েবসাইটের নোটিফিকেশন অন করে রাখুন।

নব নব সৃষ্টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ।। Naba Naba Sristi Guruttopurno Prosno:

নব নব সৃষ্টি গুরুত্বপূর্ণ প্রশ্ন – প্রশ্নমান ৩: 

১) “সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল”- লেখক কেনো এরূপ মন্তব্য করেছেন?

২) “পৃথিবীতে কোন জিনিসই সম্পূর্ণ অসম্ভব নয়”- বক্তা কেন এমন কথা বলেছেন?

৩) “বলা বাহুল্য”- কী বলা বাহুল্য?

৪) বাংলা ভাষা যে আত্মনির্ভরশীল নয় তা কিভাবে বোঝা গেল?

৫) “বাঙ্গালীর সর্বশ্রেষ্ঠ সাহিত্যসৃষ্টি তার পদাবলি কীর্তনে”- এই মন্তব্যের কারণ কী?

৬) “ধর্ম বদলালেই জাতির চরিত্র বদলায় না”- এই উক্তির কারণ কী?

নব নব সৃষ্টি গুরুত্বপূর্ণ প্রশ্ন- প্রশ্নমান ৫: 

১) “বিদেশি শব্দ নেওয়া ভালো না মন্দ সে প্রশ্ন অবান্তর”- কে এমন মনে করেন?তার এমন মনে হওয়ার কারণ কী তা লেখো। ২+৩

২) “রচনার ভাষা তার বিষয়বস্তুর উপর নির্ভর করে”- প্রাবন্ধিক বাংলা সাহিত্য আলোচনা কালে এই মতামতের স্বপক্ষে কী কী যুক্তি দেখিয়েছেন? ৫

৩) সৈয়দ মুজতবা আলী সংস্কৃত ভাষাকে আত্মনির্ভরশীল বলেছেন কেন? বর্তমান যুগে ইংরেজি ও বাংলা ভাষা আত্মনির্ভরশীল নয় কেন? ২+৩

নবম শ্রেণির সকল বাংলা অধ্যায়ভিত্তিক PDF NOTE দেখতে নিম্নের লিঙ্কটি অনুসরণ করো 

bangla pdf note

শিক্ষালয় ওয়েবসাইটের কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক নিম্নে প্রদান করা হলোঃ

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার নোট, সাজেশন, প্রশ্নপত্র ও মক টেষ্টের সুবিধা গ্রহণ করতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করে বিষদ তথ্য জেনে নাওঃ 

paid courses

You cannot copy content of this page

Need Help?