শিক্ষার সংস্থাসমূহ MCQ । একাদশ শ্রেণি শিক্ষাবিজ্ঞান প্রথম সেমিস্টার

শিক্ষার সংস্থাসমূহ MCQ । একাদশ শ্রেণি শিক্ষাবিজ্ঞান প্রথম সেমিস্টার

শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে একাদশ শ্রেণির নতুন সিলেবাস অনুসারে প্রথম সেমিস্টার পরীক্ষার প্রস্তুতির লক্ষ্যে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য প্রদান করা হলো শিক্ষার সংস্থাসমূহ MCQ । একাদশ শ্রেণি শিক্ষাবিজ্ঞান প্রথম সেমিস্টার। একাদশ শ্রেণির শিক্ষার্থীরা এই শিক্ষার সংস্থাসমূহ MCQ । একাদশ শ্রেণি শিক্ষাবিজ্ঞান প্রথম সেমিস্টার পেজে তাদের শিক্ষাবিজ্ঞান (Education) বিষয়ে সহায়তা লাভ করবে। শিক্ষার্থীরা নির্দিষ্ট অধ্যায়ের লিঙ্কে ক্লিক/টাচ করে সেই অধ্যায়ের MCQ প্রশ্নের উত্তরগুলি দেখতে পারবে।

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার আপডেট লাভ করতে মোবাইল স্ক্রিনের বা’দিকের নিম্নের অংশে থাকা বেল আইকনটিতে (🔔) টাচ করে শিক্ষালয় ওয়েবসাইটের নোটিফিকেশন অন করে রাখুন।

শিক্ষার সংস্থাসমূহ MCQ । একাদশ শ্রেণি শিক্ষাবিজ্ঞান প্রথম সেমিস্টার : 

১) “School is a simplified purified, better balanced society” বলেছেন – ডিউই

২) “বিদ্যালয় সমাজের একটি ক্ষুদ্র সংস্করণ”- এ কথা বলেছেন – জন ডিউই

৩) সমাজের ক্ষুদ্র সংস্করণ হল – বিদ্যালয়

৪) বিদ্যালয়ের শিক্ষায় প্রকৃত অর্থে স্বাধীনতা থাকে না – শিক্ষার্থীদের

৫) বিদ্যালয়ের বৈশিষ্ট্যের অন্তর্ভুক্ত নয় – অনিয়ন্ত্রিত শিক্ষাপ্রতিষ্ঠান

৬) “শিশুর প্রথম বিদ্যালয় হল তার মায়ের কোল।” উক্তিটি করেছেন – কমেনিয়াস

৭) স্কুল হল একটি – নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান

৮) আধুনিক বিদ্যালয়ের শিক্ষা হল – নিয়ন্ত্রিত শিক্ষা

৯) প্রাক প্রাথমিক শিক্ষার মূল উদ্দেশ্য হল – শিশুর দৈহিক বিকাশ ও সু-অভ্যাস গঠন

১০) বিদ্যালয় হল সমাজের – ক্ষুদ্র সংস্করণ

১১) গ্রিক ভাষায় ‘স্কুল’ শব্দের অর্থ হল – অবসরকালীন পর্যায়ে একটি তত্ত্বগত জ্ঞানের বিষয়ে আলোচনা

১২) ‘School and Society’ গ্রন্থটির রচয়িতা হলেন – জন ডিউই

১৩) বিদ্যালয়গুলিকে সরকারি সংস্থা দ্বারা অনুমোদনদানের প্রধান কারণ হল – শিক্ষার মান বজায় রাখা

১৪) উন্নত সমাজগঠনের দায়িত্ব পালন করে – বিদ্যালয় 

১৫) “বিদ্যালয় সমাজের একটি ক্ষুদ্র প্রতিষ্ঠান”- উক্তিটি করেছেন – ফ্রয়েড

১৬) “School” শব্দটির উৎপত্তি যে শব্দ থেকে হয়েছে – Skhole

১৭) SLC-এর পুরো নাম হল – School Level Certificate

১৮) “বিদ্যালয় কোনো দালানবাড়ি নয়, একটি বাজার নয়, কোনো প্ল্যাটফর্ম নয়, বিদ্যালয় হল একটি প্রাণচঞ্চল পবিত্র স্থান।”- উক্তিটি করেছেন – এম এস বালাকৃয় কোশি

১৯) “বিদ্যালয় হল সরল, পবিত্র, সুষম সমাজ।” – উক্তিটির বক্তা হলেন- জন ডিউই

২০) বিদ্যালয়ের একটি বিশেষ কাজ হল – অতীত ঐতিহ্যের সঞ্চালন

২১) বিদ্যালয়ের সর্বনিম্ন স্তর হল – প্রাক্-প্রাথমিক বিদ্যালয়

২২) বিদ্যালয়ের সর্বোচ্চ স্তর হল – বিশ্ববিদ্যালয়

২৩) “বিদ্যালয় হল একটি আংশিকভাবে কৃত্রিম সমাজ।” কথাটি বলেছেন – পার্সি নান

২৪) ম্যাকাইভার-এর মতে, বিদ্যালয় হল – সামাজিক সমিতি

২৫) শিক্ষাক্ষেত্রে বিদ্যালয়ের একটি অন্যতম বৈশিষ্ট্য হল – পুথিনির্ভর শিক্ষা

২৬) বিদ্যালয়ের একটি সামাজিক দায়িত্ব হল – কৃষ্টির সংরক্ষণ

২৭) বিদ্যালয়ের একটি শিক্ষার্থীকেন্দ্রিক দায়িত্ব হল – বৌদ্ধিক বিকাশ

২৮) ‘বিদ্যালয় হল একটি সামাজিক সমিতি’ – উক্তিটি করেছেন – ম্যাকাইভার

২৯) শিক্ষাক্ষেত্রে পরিবারের ত্রুটি হল – শিক্ষাবিজ্ঞান সম্পর্কে জ্ঞানের অভাব

৩০) পরিবারের একটি অপরিহার্য শর্ত হল – সদস্যদের মধ্যে রক্তের সম্পর্ক বর্তমান

৩১) ‘পরিবার হল পরস্পরের মধ্যে রক্তের সম্পর্কের ভিত্তিতে গড়ে ওঠা ব্যক্তিবর্গের একটি গোষ্ঠী। এই গোষ্ঠীর সদস্যরা হল পরস্পরের আত্মীয়’ – কথাটি বলেছেন – ডেভিস

৩২) পরিবার যে ধরনের শিক্ষামূলক প্রতিষ্ঠান – অনিয়ন্ত্রিত শিক্ষা

৩৩) “পরিবারই সমাজের একমাত্র প্রতিষ্ঠান যার থেকে অন্যান্য সমাজ প্রতিষ্ঠানের উদ্ভব হয়েছে” কথাটি বলেছিলেন – ব্যালার্ড

৩৪) পরিবারকে প্রাথমিক গোষ্ঠীর অগ্রগণ্য ও সবচেয়ে আদর্শ গোষ্ঠী বলেছেন – কুলি

৩৫) “স্নেহ-ভালোবাসার কেন্দ্র হিসেবে শিশুর কাছে শিক্ষার সর্বোত্তম কেন্দ্র এবং প্রথম শিক্ষালয় হল পরিবার” কথাটি বলেছিলেন – পেস্তালৎসি 

৩৬) “পরিবারের কাছ থেকে পাওয়া অনিয়ন্ত্রিত শিক্ষাই হচ্ছে সবচেয়ে কার্যকরী এবং স্বাভাবিক” – কথাটি বলেছিলেন – ফ্রয়েবেল

৩৭) শিশুর মৌলিক অনুভূতিমূলক আকাঙ্ক্ষাগুলি প্রথম পরিতৃপ্তি লাভ করে – পরিবারে

৩৮) শিশুদের প্রথম সু-অভ্যাস গঠিত হয় – পরিবারে

৩৯) শিশুর জীবনে সবচেয়ে সুন্দর ও আনন্দময় স্থান হল – পরিবার 

৪০) শিশু প্রথম কথা বলতে শেখে – পরিবারে

৪১) “শিক্ষার জন্য বালক-বালিকাদের ঘর হইতে দূরে পাঠানো উচিত নহে, একথা মানিতে পারি, যদি ঘর তেমনি ঘর হয়।” – কথাটি বলেছিলেন – রবীন্দ্রনাথ

৪২) “একজন আদর্শ মা একশো জন বিদ্যালয় শিক্ষকের সমান”- কথাটি বলেছিলেন – জর্জ হার্বার্ট

৪৩) শিশুর মধ্যে প্রথম প্রাক্ষোভিক বিকাশ ঘটে – পরিবারে

৪৪) শৈশব থেকেই শিশুকে সু-অভ্যাস গঠনের শিক্ষা দেয় – পরিবার

৪৫) পারিবারিক শিক্ষা এবং সমাজ প্রতিষ্ঠানভিত্তিক শিক্ষা – উভয়ই সমন্বিতভাবে কাজ করে থাকে

৪৬) পরিবারভিত্তিক শিক্ষার অন্তর্ভুক্ত নয় – সাংবিধানিক দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে অবহিত করা

৪৭) ক্ষুদ্র পরিবার হল – শিশু ও তার বাবা-মাকে নিয়ে গঠিত পরিবার 

৪৮) পরিবারকে রাষ্ট্রের ভিত্তিস্থল হিসেবে আখ্যা দিয়েছেন – কনফুসিয়াস

৪৯) “মায়েরাই হচ্ছে আদর্শ শিক্ষিকা”- কথাটি বলেছিলেন – ফ্রয়েবেল

৫০) সমাজের প্রাচীনতম শিক্ষাপ্রতিষ্ঠান হল – পরিবার

৫১) পরিবারের একটি বৈশিষ্ট্য হল – দায়িত্বশীলতা

৫২) পরিবারের একটি শিক্ষামূলক কাজ হল – অভ্যাসগঠনের শিক্ষা

৫৩) শিশু শিশু প্রথম জীবনব্যাপী অনিয়ন্ত্রিত শিক্ষা লাভ করে – পরিবারে

৫৪) শিশুর প্রথম সামাজিক পরিচিতির বিকাশ ঘটে – পরিবারে

৫৫) “পিতা-মাতা বা অন্যান্যরা শিশুর বিকাশের উপযোগী আচরণ করে থাকে, তাই-ই হল আদর্শ পরিবার” – কথাটি বলেছিলেন – জন ডিউই

৫৬) শিশুর রুচি ও মনোভাবের প্রকৃতি গঠনে সাহায্য করে – পরিবার

৫৭) একজন শিশুর বিশ্বাস ও ধারণার স্বরূপ প্রথম গঠিত হয় – পরিবারে

৫৮) শিশুর বুদ্ধি ও বাচনিক বিকাশের ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা পালন করে থাকে – পরিবার

৫৯) প্রথম থেকে শিশুকে নিরাপত্তা দান করে – পরিবার

৬০) শিশুর প্রথম প্রাক্ শিক্ষালয় হল – পরিবার

৬১) শিশুর মধ্যে আধ্যাত্মিকতার উন্মেষ ঘটে – পরিবারের সাহায্যে

৬২) যে সামাজিক প্রতিষ্ঠান থেকে অন্যান্য সামাজিক প্রতিষ্ঠানের উদ্ভব হয়েছে – পরিবার

৬৩) ‘Human Society’ গ্রন্থটির লেখক হলেন – ডেভিস

৬৪) সামাজিক ঐতিহ্যকে বংশপরম্পরায় সঞ্চারিত করার প্রথম ও প্রধান দায়িত্ব পালন করে – পরিবার

৬৫) প্রথম সামাজিক রীতিনীতিগুলি আয়ত্তীকরণে শিশুকে সহায়তা করে – পরিবার

৬৬) পরিবার হল শিশুর – শিক্ষাক্ষেত্র

৬৭) পরিবেশের মধ্যে প্রথম অভিযোজন করার শিক্ষালাভ করতে শিশুকে সহায়তা করে তার – পরিবার

৬৮) পরিবার হল – সংস্কৃতির পীঠস্থান

৬৯) শৈশবে শিশুর শিক্ষালয় হল – পরিবার

৭০) “শৈশবের শিক্ষায় মায়ের প্রভাব সবচেয়ে বেশি” – কথাটি বলেছিলেন – পেস্তালৎসি

৭১) পরিবারকে ‘আদি সামাজিক প্রতিষ্ঠান’ বলে উল্লেখ করেছেন – ব্যালার্ড 

৭২) পরিবার যৌথ সম্পর্কের ভিত্তিতে গঠিত একটি – গোষ্ঠী

৭৩) শিশু জন্মগ্রহণ করার পর প্রথম আশ্রয় নেয় – পরিবারে

৭৪) শিশুর নীতিশিক্ষা প্রথম শুরু হয় – পরিবার থেকে 

৭৫) পরিবার যে ধরনের প্রতিষ্ঠান – সামাজিক

৭৬) “পরিবার হচ্ছে পিতা-মাতার সঙ্গে সন্তানদের পারস্পরিক সম্পর্কের বন্ধনে আবদ্ধ একটি ব্যবস্থাপনা” কথাটি বলেছিলেন – ক্লেয়ার

৭৭) “শিশু তার নাগরিকতা সম্বন্ধে প্রাথমিক জ্ঞান লাভ করে মাতার চুম্বন এবং পিতার স্নেহের স্পর্শে”- কথাটি বলেছিলেন – জোসেফ ম্যাজিনি

৭৮) শিক্ষার একটি পরোক্ষ সংস্থা হল – পরিবার

৭৯) “পরিবার হল পারস্পরিক ক্রিয়া-প্রতিক্রিয়ার বন্ধনে আবদ্ধ নির্দিষ্ট ভূমিকা, অবস্থান ও ব্যক্তিত্ব-সহ কয়েকজন ব্যক্তির সমষ্টি” কথাটি বলেছিলেন – বার্জেস ও লক্

৮০) “Family is the original social institution from which all other institution developed” কথাটি বলেছিলেন – ব্যালার্ড

একাদশ শ্রেণি বাংলা প্রথম সেমিস্টারের MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে

class-eleven-bengali-semester-1

একাদশ শ্রেণি ইংরাজি প্রথম সেমিস্টারের MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে 

class-eleven-english-note-new-syllabus

একাদশ শ্রেণি রাষ্ট্রবিজ্ঞান প্রথম সেমিস্টারের MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে 

class-eleven-pol-science-first-semester-question-answers

একাদশ শ্রেণি শিক্ষাবিজ্ঞান প্রথম সেমিস্টারের MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে 

class-eleven-education-first-semester-question-answers

একাদশ শ্রেণি ইতিহাস প্রথম সেমিস্টারের MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে

class-eleven-history-first-semester-question-answers

একাদশ শ্রেণি ভূগোল প্রথম সেমিস্টারের MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে

class-eleven-geography-first-semester-question-answers

একাদশ ও দ্বাদশ শ্রেণির সব বিষয়ের সিলেবাস ও নম্বর বিভাজন দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে 

শিক্ষালয় ওয়েবসাইটের কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক নিম্নে প্রদান করা হলোঃ

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার নোট, সাজেশন, প্রশ্নপত্র ও মক টেষ্টের সুবিধা গ্রহণ করতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করে বিষদ তথ্য জেনে নাওঃ 

paid courses

 

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

আমরা শনাক্ত করেছি যে আপনি বিজ্ঞাপন ব্লক করতে এক্সটেনশন ব্যবহার করছেন। এই বিজ্ঞাপন ব্লকার নিষ্ক্রিয় করে আমাদের সমর্থন করুন।

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO

You cannot copy content of this page

Need Help?