বাংলা ভাষার বৈচিত্র ।। একাদশ শ্রেণি বাংলা

বাংলা ভাষার বৈচিত্র ।। একাদশ শ্রেণি বাংলা

শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য ভাষা থেকে বাংলা ভাষার বৈচিত্র ।। একাদশ শ্রেণি বাংলা প্রদান করা হলো। একাদশ শ্রেণির শিক্ষার্থীরা এই বাংলা ভাষার বৈচিত্র ।। একাদশ শ্রেণি বাংলা পাঠ করে নিম্নে দেওয়া কবিতার প্রশ্নের উত্তরগুলি তৈরি করবে।

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার আপডেট লাভ করতে মোবাইল স্ক্রিনের বা’দিকের নিম্নের অংশে থাকা বেল আইকনটিতে (🔔) টাচ করে শিক্ষালয় ওয়েবসাইটের নোটিফিকেশন অন করে রাখুন।

বাংলা ভাষার বৈচিত্র ।। একাদশ শ্রেণি বাংলাঃ 

১) ভাষার আঞ্চলিক রূপকে বলা হয়- উপভাষা

২) বাংলা ভাষায় উপভাষার সংখ্যা- পাঁচটি

৩) কলকাতা, ভাগীরথী-হুগলী নদীর আশেপাশের অঞ্চলে যে আঞ্চলিক উপভাষা প্রচলিত তাঁর নাম- রাঢ়ী

৪) অভিশ্রুতি যে উপভাষার বৈশিষ্ট্য- রাঢ়ী

৫) বর্তমান পশ্চিমবঙ্গের প্রধান উপভাষা- রাঢ়ী

৬) রাঢ়ী উপভাষার সঙ্গে সাদৃশ্য দেখা যায়- বরেন্দ্রী উপভাষার

৭) বরেন্দ্রী উপভাষা প্রচলিত আছে- দক্ষিণ দিনাজপুর, মালদহ, রাজশাহিতে

৮) অপিনিহিতির ব্যবহার বেশি দেখা যায়- বঙ্গালী উপভাষায়

৯) যে যে বাংলা উপভাষাগুলির মধ্যে বিস্তার খুব বেশি সেগুলি হল- রাঢ়ী ও বঙ্গালী

১০) বাংলাদেশের ঢাকা অঞ্চলে যে উপভাষা প্রচলিত তা হল- বঙ্গালী

১১) ভাষার পরিবর্তনকে বহমান নদীর সঙ্গে তুলনা করেছেন- শিশির কুমার দাস 

১২) সুকুমার সেন বাংলা ভাষার আঞ্চলিক বিভাজন করেছেন- ৫টি 

১৩) ‘অ’ এর ‘ও’-কার প্রবণতা লক্ষ করা যায়- রাঢ়ী উপভাষায় 

১৪) রাঢ়ী উপভাষায় কর্তৃকারক ছাড়া অন্য কারকের বহুবচনে যে বিভক্তি যুক্ত হয়- ‘দের’ 

১৫) অপিনিহিতির পরবর্তী ধাপ হল- অভিশ্রুতি 

১৬) করিয়া>কইর‍্যা>করে – যে উপভাষার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য- রাঢ়ী

১৭) দেশি>দিশি হল- স্বরসঙ্গতি 

১৮) রাঢ়ী উপভাষায় শব্দের আদিতে শ্বাসাঘাত থাকলে শব্দের অন্তে অবস্থিত মহাপ্রাণ ধ্বনি উচ্চারিত হয়- স্বল্পপ্রাণ রূপে 

১৯) ধুধ>দুদ যে উপভাষায় দেখা যায়- রাঢ়ী

২০) অঘোষ ধ্বনি সঘোষ ধ্বনিতে পরিণত হয় যে উপভাষায়- রাঢ়ী

২১) রাঢ়ী উপভাষায় যে কর্মে কোনো বিভক্তি যুক্ত হয় না- মুখ্য কর্মে 

২২) রাঢ়ী উপভাষায় অধিকরণ কারকে ব্যবহৃত হয় যে বিভক্তিগুলি- ‘এ’ ও ‘তে’ 

২৩) ‘আমি বললুম’ যে উপভাষায় ব্যবহৃত হয়- রাঢ়ী

২৪) মূল ধাতুর সঙ্গে ‘আছ’ ধাতু এবং কাল ও পুরুষের বিভক্তি যোগ করে, রাঢ়ী উপভাষায় যে যে ক্রিয়ার কালের রূপ গঠিত হয়- ঘটমান বর্তমান ও ঘটমান অতীত 

২৫) রাঢ়ী উপভাষায় পুরাঘটিত বর্তমান ও পুরাঘটিত অতীত কাল বোঝাতে অসমাপিকা ক্রিয়ার রূপের সঙ্গে যুক্ত হয় যে ধাতু- ‘আছ’  

২৬) মূলত উত্তরবঙ্গের ভাষা হল- বরেন্দ্রী 

২৭) গৌণকর্মে ‘ক’ বিভক্তি হয় যে উপভাষায়- বরেন্দ্রী 

২৮) ‘জ’ ধ্বনি ‘z’ এর মতো উচ্চারিত হয় যে উপভাষায়- বরেন্দ্রী 

২৯) বরেন্দ্রী উপভাষায় শ্বাসাঘতের কোনো সুনির্দিষ্ট স্থান- নেই 

৩০) রস>অস যে উপভাষার বৈশিষ্ট্য- বরেন্দ্রী 

বাংলা ভাষার বৈচিত্র ।। একাদশ শ্রেণি বাংলা ।। শূন্যস্থান পূরণ উত্তরসহঃ 

১) উপভাষা ও ভাষার পৃথকীকরণের অন্যতম প্রধান সূচক _______ । – বোধগম্যতা 

২) মান্য বাংলা ভাষা _______ আঞ্চলিক উপভাষা নিয়ে তৈরি হয়েছে। – রাঢ়ী

৩) সামাজিক উপভাষা নির্ভর করে _______ উপর। – জীবিকা, শিক্ষা এবং অর্থ 

৪) যে কোনো ভাষা হল তার নানা ___________ একটি মূর্ত রূপ।- উপভাষার 

৫) বাংলা ভাষার ক্ষেত্রে কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের মানুষের মুখের ভাষাই হল- মান্যভাষা 

৬) রাঢ়ী উপভাষায় ‘অ’ কারের ________ উচ্চারণ প্রবণতা দেখা যায়।- ও-কার

৭) ______ রাঢ়ী উপভাষার অন্যতম বৈশিষ্ট্য। – অভিশ্রুতি 

৮) শব্দের আদিতে ‘র’-এর আগম __________ উপভাষার বৈশিষ্ট্য। – বরেন্দ্রী 

৯) জলপাইগুড়ি, কোচবিহার অঞ্চলে _________ উপভাষা প্রচলিত। – রাজবংশী 

১০) সামাজিক স্তরভেদে ভাষার বৈচিত্রকে __________ বলা হয়। – সমাজভাষা 

১১) ব্যক্তির ভাষার মধ্যে যে বৈচিত্র তাকে বলা হয় __________ । – বিভাষা 

১২) সাধু ভাষায় অধিক সংখ্যক _________ শব্দের প্রয়োগ দেখা যায়। – তৎসম

১৩) চলিত রীতির মূল ভিত্তি __________ । – মৌখিক ভাষা 

১৪) সাধুরীতির _________ চলিতে সংক্ষিপ্ত রূপে ব্যবহৃত হয়। – সর্বনাম 

১৫) উচ্চারণের বিরাম অনুযায়ী বাংলা ভাষার সামগ্রিক বৈচিত্র _______ এবং _________ । – সাধু, চলিত  

বাংলা ভাষার বৈচিত্র থেকে MCQ TEST প্রদান করতে নিম্নের লিঙ্কটি অনুসরণ করতে হবে 

বাংলা ভাষার বৈচিত্র MCQ TEST 1 

নিম্নের প্রশ্নের উত্তরগুলি শুধুমাত্র শিক্ষালয় ওয়েবসাইটের সাবস্ক্রাইবারদের জন্যঃ

বাংলা ভাষার বৈচিত্র গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন-উত্তর সেট ১ 

উত্তর দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে 

বাংলা ভাষার বৈচিত্র গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন-উত্তর সেট ২ 

উত্তর দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে 

বাংলা ভাষার বৈচিত্র গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন-উত্তর সেট ৩ 

উত্তর দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে 

বাংলা ভাষার বৈচিত্র গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন-উত্তর সেট ৪  

উত্তর দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে 

বাংলা ভাষার বৈচিত্র গুরুত্বপূর্ণ শূন্যস্থান পূরণ প্রশ্ন-উত্তর সেট ৫

উত্তর দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে 

…… এখানে আরো নোট প্রদান করা হবে। সব নোট দেখতে শিক্ষালয় ওয়েবসাইট সাবস্ক্রাইব করতে হবে। আর সব আপডেট পেতে নিয়মিত ভিজিট করো শিক্ষালয় ওয়েবসাইট। 

একাদশ ও দ্বাদশ শ্রেণির সব বিষয়ের সিলেবাস ও নম্বর বিভাজন দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে 

একাদশ শ্রেণি বাংলা পড়া ও নোট দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে

class-eleven-bengali-notes

শিক্ষালয় ওয়েবসাইটের কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক নিম্নে প্রদান করা হলোঃ 

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার নোট, সাজেশন, প্রশ্নপত্র ও মক টেষ্টের সুবিধা গ্রহণ করতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করে বিষদ তথ্য জেনে নাওঃ 

paid courses

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

আমরা শনাক্ত করেছি যে আপনি বিজ্ঞাপন ব্লক করতে এক্সটেনশন ব্যবহার করছেন। এই বিজ্ঞাপন ব্লকার নিষ্ক্রিয় করে আমাদের সমর্থন করুন।

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock

You cannot copy content of this page

Need Help?