তেলেনাপোতা আবিষ্কার বড়ো প্রশ্নের উত্তর

তেলেনাপোতা আবিষ্কার বড়ো প্রশ্নের উত্তর

শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য তেলেনাপোতা আবিষ্কার বড়ো প্রশ্নের উত্তর প্রদান করা হলো। একাদশ শ্রেণির শিক্ষার্থীরা এই তেলেনাপোতা আবিষ্কার বড়ো প্রশ্নের উত্তর অনুশীলনের মধ্য দিয়ে তাদের একাদশ শ্রেণি বাংলা সেমিষ্টার ২ এর প্রস্তুতি গ্রহণ করতে পারবে।

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার আপডেট লাভ করতে মোবাইল স্ক্রিনের বা’দিকের নিম্নের অংশে থাকা বেল আইকনটিতে (🔔) টাচ করে শিক্ষালয় ওয়েবসাইটের নোটিফিকেশন অন করে রাখুন। 

তেলেনাপোতা আবিষ্কার বড়ো প্রশ্নের উত্তরঃ 

১) যে ঘরে গল্পের চরিত্রেরা রাতের জন্য আশ্রয় নেয় সেই ঘরটির বর্ণনা দাও।

উৎসঃ

১৯৪৬ খ্রিঃ প্রকাশিত, “প্রেমেন্দ্র মিত্র” রচিত “কুড়িয়ে ছড়িয়ে” গল্পগ্রন্থের অন্তর্গত “তেলেনাপোতা আবিষ্কার” ছোটগল্পটি আমাদের পাঠ্যরূপে গৃহীত হয়েছে।

ঘরের বর্ণনাঃ

কথক ও তার দুই সঙ্গী মহানগর থেকে প্রায় ত্রিশ মাইল দূরে তেলেনাপোতা নামে এক গ্রামে যান। এক সুবিশাল ভগ্নপ্রায় প্রাসাদের একটি জীর্ণ পোড়ো অপেক্ষাকৃত বাসযোগ্য ঘরে তাদের থাকার ব্যবস্থা করা হয়েছিল।

সেই সুবিশাল প্রাসাদটির ছাদ ছিল ভাঙা, তার দেওয়ালগুলিও প্রায় ধসে পড়েছিল। আর তার “চক্ষুহীন কোটরের মতো পাল্লাহীন জানালা নিয়ে নবোদিত চাঁদের বিরুদ্ধে দুর্গ-প্রাকারের মতো দাঁড়িয়ে আছে।”

গোরুর গাড়ির গাড়োয়ান তাদের সেই জীর্ণ অট্টালিকায় পৌঁছে দিয়ে তাদের জন্য একটি ভাঙা লন্ঠন ও এক কলশি জলের ব্যবস্থা করে দিয়ে চলে যায়। ঘরের শোচনীয় অবস্থা দেখে তারা সহজেই অনুমান করতে পারেন যে, দীর্ঘদিন তা কোন মানুষের বসবাসের জন্য ব্যবহৃত হয় নি- “ঘরে ঢুকে বুঝতে পারবেন বহু যুগ পরে মনুষ্যজাতির প্রতিনিধি হিসাবে আপনারাই সেখানে প্রথম পদার্পণ করছেন।”

ঘরের ভ্যাপসা গন্ধ ও চামচিকাদের ঔদ্ধত্য তাদের বিড়ম্বনার কারণ হয়ে ওঠে। রাত যত গভীর হতে শুরু করে ততোই ম্যালেরিয়ার বাহক অ্যানোফিলিস মশারা তাদের সুতীব্র আক্রমণ শুরু করে দেয়। কথকের পানরসিক ও নিদ্রাবিলাসী দুই বন্ধু সমস্ত প্রতিকূলতার মাঝেও নির্বিঘ্নে ঘুমিয়ে পড়লে ঘুমহীন কথক এককী সেই অট্টালিকার ছাদে ওঠার সিদ্ধান্ত গ্রহণ করেন।

ছাদের সিঁড়ি ভগ্নপ্রায়, যে কোন সময় তার ইট বা টালি খসে পড়তে পারে। ছাদে গিয়ে কথক লক্ষ্য করেন- “অধিকাংশ জায়গাতে অলিসা ভেঙ্গে ধুলিসাৎ হয়েছে।” আর সমস্ত ফাটলে গাছের শিকড় তাদের সাম্রাজ্য বিস্তার করেছে।

এইরূপে গল্প কথকের বর্ণনায় আমরা তাদের তেলেনাপোতায় রাত্রিবাসের জীর্ণ ঘরের পরিচয় প্রাপ্ত হই।

তেলেনাপোতা গল্পের SAQ প্রশ্নের উত্তর দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে 

নিম্নের প্রশ্নের উত্তরগুলি শুধুমাত্র শিক্ষালয় ওয়েবসাইটের সাবস্ক্রাইবারদের জন্যঃ

নায়ক ও তাঁর দুই সঙ্গীর গোরুর গাড়িতে করে যাওয়ার অভিনব অভিজ্ঞতার বর্ণনা দাও।

উত্তর জানতে এখানে টাচ/ক্লিক করতে হবে

“কে, নিরঞ্জন এলি?”- নিরঞ্জন কে? কোন পরিস্থিতিতে গল্পকথক নিরঞ্জনের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন?

উত্তর জানতে এখানে টাচ/ক্লিক করতে হবে

“আপনার আসল উদ্দেশ্য আপনি নিশ্চয় বিস্মৃত হবেন না”- আসল উদ্দেশ্যটি কী ছিল? সেই উদ্দেশ্য সাধনে উদ্দিষ্ট ব্যক্তি কী করলেন?

উত্তর জানতে এখানে টাচ/ক্লিক করতে হবে

“আমি তোমায় কথা দিচ্ছি মাসিমা”- কে কাকে কোন প্রসঙ্গে কী কথা দিয়েছিল নিজের ভাষায় লেখো।

উত্তর জানতে এখানে টাচ/ক্লিক করতে হবে

“মনে হবে তেলেনাপোতা বলে কোথায় কিছু সত্যি নেই”- কার মনে হবে? এই মনে হওয়ার কারণ কী?

উত্তর জানতে এখানে টাচ/ক্লিক করতে হবে

‘তেলেনাপোতা আবিষ্কার’ গল্প অবলম্বনে এই গল্পের গল্পকথকের চরিত্র বিশ্লেষণ করো।

উত্তর জানতে এখানে টাচ/ক্লিক করতে হবে

একাদশ শ্রেণি বাংলা সেমিষ্টার ১ এর বাংলা পড়া ও নোট দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে

class-eleven-bengali-semester-1

একাদশ ও দ্বাদশ শ্রেণির সব বিষয়ের সিলেবাস ও নম্বর বিভাজন দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে 

শিক্ষালয় ওয়েবসাইটের কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক নিম্নে প্রদান করা হলোঃ

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার নোট, সাজেশন, প্রশ্নপত্র ও মক টেষ্টের সুবিধা গ্রহণ করতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করে বিষদ তথ্য জেনে নাওঃ 

paid courses

You cannot copy content of this page

Need Help?