বাঙালির ক্রীড়া সংস্কৃতি MCQ ।। দ্বাদশ শ্রেণি বাংলা তৃতীয় সেমিস্টার

বাঙালির ক্রীড়া সংস্কৃতি MCQ ।। দ্বাদশ শ্রেণি বাংলা তৃতীয় সেমিস্টার

শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে দ্বাদশ শ্রেণির উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ‘বাঙালির ক্রীড়া সংস্কৃতি MCQ ।। দ্বাদশ শ্রেণি বাংলা তৃতীয় সেমিস্টার’ প্রদান করা হলো। ২০২৬ সাল থেকে উচ্চমাধ্যমিক দিতে চলা শিক্ষার্থীদের তৃতীয় সেমিস্টার পরীক্ষার প্রস্তুতির লক্ষ্যে এই ‘বাঙালির ক্রীড়া সংস্কৃতি MCQ ।। দ্বাদশ শ্রেণি বাংলা তৃতীয় সেমিস্টার’ প্রদান করা হলো। শিক্ষার্থীরা বাঙালির ক্রীড়া সংস্কৃতি MCQ ।। দ্বাদশ শ্রেণি বাংলা তৃতীয় সেমিস্টার পাঠ করে বাঙালির বাঙালির ক্রীড়া সংস্কৃতি সম্পর্কে জ্ঞান লাভ করতে পারবে। দ্বাদশ শ্রেণির উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টারের প্রস্তুতির লক্ষ্যে এখানে বাঙালির ক্রীড়া সংস্কৃতি MCQ প্রশ্নের উত্তর প্রদান করা হয়েছে।

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার আপডেট লাভ করতে মোবাইল স্ক্রিনের বা’দিকের নিম্নের অংশে থাকা বেল আইকনটিতে (🔔) টাচ করে শিক্ষালয় ওয়েবসাইটের নোটিফিকেশন অন করে রাখুন।

বাঙালির ক্রীড়া সংস্কৃতি MCQ ।। দ্বাদশ শ্রেণি বাংলা তৃতীয় সেমিস্টারঃ 

১) বিবাহ উৎসবের প্রধান অঙ্গ রূপে বিবেচিত হত যে খেলা- পাশা

২) দাবা খেলার কথা উল্লিখিত রয়েছে যে প্রাচীন গ্রন্থে- চর্যাপদ

৩) কলকাতায় প্রথম হিন্দু মেলা অনুষ্ঠিত হয়- ১৮৬৭ খ্রিঃ

৪) হিন্দু মেলার উদ্‌বোধন করা হতো- চৈত্র সংক্রান্তির দিন

৫) আধুনিক ভারতে কুস্তিচর্চা শুরু হয়- বরোদায়

৬) বিশ্বের শ্রেষ্ঠ কুস্তিগির হিসেবে স্বীকৃতি লাভ করেন- করিম বক্স

৭) কোন মহাকাব্যে কুস্তির কথা উল্লিখিত হয়েছে- রামায়ণ ও মহাভারত

৮) বিখ্যাত কুস্তিগির গোবর গুহর প্রকৃত নাম- যতীন্দ্রচরণ গুহ

৯) গোবর গুহ কুস্তির বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রিটিশ ভারতের হয়ে অংশগ্রহণ করেছিলেন- ১৮ বছর বয়সে

১০) এসপ্ল্যানেড ময়দানে এদেশের প্রথম ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছিল- ১৮৫৪ খ্রিঃ এপ্রিল মাসে

১১) ভারতবর্ষে প্রথম ফুটবল ক্লাব স্থাপিত হয়- ১৮৭২ খ্রিঃ

১২) বাঙালিদের মধ্যে প্রথম ফুটবলে পা দিয়েছিলেন- নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী

১৩) শোভাবাজার ক্লাব প্রতিষ্ঠিত হয়- ১৮৮৭ খ্রিঃ

১৪) আই.এফ.এ শিল্ড প্রতিযোগিতা শুরু হয়- ১৮৯৩ খ্রিঃ

১৫) ভারতীয় ফুটবলের ইতিহাসে চিরস্মরণীয় ব্যক্তিত্ব হলেন- নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী

১৬) প্রথম বাঙালি ফুটবল ক্লাব হলো- শোভাবাজার ক্লাব

১৭) মোহনবাগান ক্লাব গঠিত হয়- ১৮৮৯ খ্রিঃ

১৮) মহামেডান স্পোর্টিং ক্লাব গঠিত হয়- ১৮৯২ খ্রিঃ

১৯) ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়- ১৮৯৩ খ্রিঃ

২০) কলকাতা ফুটবল লিগ শুরু হয়- ১৮৯৮ খ্রিঃ

২১) মোহনবাগান ক্লাব আই.এফ.এ শিল্ড জয় করে- ১৯১১ খ্রিঃ

২২) ইস্টবেঙ্গল ক্লাবের জন্ম হয়- ১৯২০ খ্রিঃ

২৩) প্রথম বাঙালি রেফারি হলেন- পঙ্কজ গুপ্ত

২৪) ফুটবলের উপর নির্মিত চলচ্চিত্র হল- এগারো

২৫) ‘একাদশে সূর্যদয়’ উপন্যাসটি লিখেছেন- রূপক সাহা

২৬) ভারতে ক্রিকেট খেলা শুরু হয়েছিল- ১৭৫১ খ্রিঃ

২৭) ক্যালকাটা ক্রিকেট ক্লাব প্রতিষ্ঠিত হয়- ১৭৯২ খ্রিঃ

২৮) প্রথম বাঙালি ক্রিকেটার ছিলেন- রাজকুমার হিতেন্দ্র নারায়ণ

২৯) ‘ক্রিকেট খেলা’ গ্রন্থটি লিখেছেন- সারদারঞ্জন রায়চৌধুরী

৩০) কয়েকজন উল্লেখযোগ্য বাঙালি ক্রিকেটার হলেন- সৌরভ গাঙ্গুলী, পঙ্কজ রায়, অম্বর রায়, দীপ দাশগুপ্ত, ঋদ্ধিমান সাহা

৩১) ‘পদ্মশ্রী’ পুরস্কার লাভ করেছেন বাঙালি ক্রিকেটার- সৌরভ গাঙ্গুলী

৩২) একজন বাঙালি মহিলা ক্রিকেটার হলেন- ঝুলন গোষ্মামী

৩৩) প্রথম ভারতীয় হিসেবে ইংলিশ চ্যানেল অতিক্রম করেন- মিহির সেন

৩৪) একজন বিখ্যাত বাঙালি মহিলা সাঁতারু হলেন- বুলা চৌধুরী

৩৫) প্রথম বাঙালি মহিলা হিসেবে ইংলিশ চ্যানেল অতিক্রম করেন- আরতি সাহা

৩৬) ভারতীয় হকি ফেডারেশন গঠিত হয়- ১৯২৪ খ্রিঃ

৩৭) বাংলা হকি সংস্থা গঠিত হয়- ১৯৩১ খ্রিঃ

৩৮) কলকাতায় বেটন কাপ প্রতিযোগিতা শুরু হয়- ১৮৯৫ খ্রিঃ

৩৯) ভারতের একজন বিখ্যাত হকি খেলোড়ার হলেন- ধ্যনচাঁদ

৪০) ভারতবর্ষে সর্বপ্রথম টেবিল টেনিস অ্যাসোসিয়েশন গড়ে ওঠে- ১৯৩৪ খ্রিঃ

৪১) উত্তরবঙ্গের টেবিল টেনিস শহর বলে পরিচিত- শিলিগুড়ি

৪২) বেঙ্গল টেনিস অ্যাসোসিয়েশন গড়ে ওঠে- ১৯৩৩ খ্রিঃ

৪৩) ডেভিস কাপ খেলা শুরু হয়- ১৯০০ খ্রিঃ

৪৪) লিয়েন্ডার পেজ গ্ল্যান্ডস্লাম পেয়েছেন- ১৪টি

৪৫) লিয়েন্ডার পেজ এটিপি খেতাব পেয়েছেন- ৫৩টি

৪৬) রামায়ণ অনুসারে দাবা খেলার স্রষ্টা হলেন- মন্দোদরী

৪৭) ‘ক্যালকাটা চেস ক্লাব’ গড়ে উঠেছিল- ১৮৫০খ্রিঃ

৪৮) কয়েকজন বিখ্যাত বাঙালি দাবা খেলোয়ার হলেন- দিব্যেন্দু বড়ুয়া, সূর্যশেখর গাঙ্গুলী, সন্দীপন চন্দ

৪৯) পশ্চিমবঙ্গ থেকে প্রথম গ্র্যান্ডমাস্টার হন- দিব্যেন্দু বড়ুয়া

৫০) দিব্যেন্দু বড়ুয়া জাতীয় চ্যাম্পিয়ন হয়েছেন- তিনবার

৫১) সুর্যশেখর গাঙ্গুলী টানা জাতীয় চ্যাম্পিয়নশিপ জিতেছেন- ৬ বার

৫২) ক্যালকাটা ব্যাডমিন্টন ক্লাবের প্রতিষ্ঠা হয়- ১৯০৪ খ্রিঃ

৫৩) নারায়ণচন্দ্র ঘোষ প্রবর্তিত খেলাটি হল- কবাডি

৫৪) দোলা বন্দ্যোপাধ্যায় ও রাহুল বন্দ্যোপাধ্যায় যে খেলার সাথে যুক্ত- তিরন্দাজি

৫৫) এশিয়াডে প্রথম স্বর্ণজয়ী অ্যাথেলিট হলেন- জ্যোতির্ময়ী শিকদার

৫৬) এডমন্ড হিলারি ও তেনজিং নোরগে সর্বপ্রথম এভারেস্টে আরোহণ করেছিলেন- ১৯৫৩ খ্রিঃ

৫৭) হিন্দুমেলার প্রধান কর্ণধার ছিলেন- নবগোপাল মিত্র

৫৮) বাঙালির প্রথম সার্কাসের নাম হল- ন্যাশনাল সার্কাস

৫৯) প্রিয়নাথ বসুর সার্কাসের নাম ছিল- গ্রেট বেঙ্গল সার্কাস

৬০) বিশ্ববিখ্যাত জাদুকর পিসি সরকারের প্রকৃত নাম- প্রতুলচন্দ্র সরকার

….. খুব শীঘ্রই এখানে শিক্ষালয়ের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরগুলি প্রদান করা হবে। শিক্ষালয়ের সকল প্রকার আপডেট লাভ করতে নিয়মিত ভিজিট করো শিক্ষালয় ওয়েবসাইট।  

বাঙালির ক্রীড়া সংস্কৃতি MCQ ।। দ্বাদশ শ্রেণি বাংলা তৃতীয় সেমিস্টার (শুধুমাত্র শিক্ষালয় ওয়েবসাইটের সাবস্ক্রাইবারদের জন্য):

বাঙালির ক্রীড়া সংস্কৃতি MCQ ।। দ্বাদশ শ্রেণি বাংলা তৃতীয় সেমিস্টার (সেট ১) 

উত্তরগুলি দেখতে এই লিঙ্কটি অনুসরণ করতে হবে 

বাঙালির ক্রীড়া সংস্কৃতি MCQ ।। দ্বাদশ শ্রেণি বাংলা তৃতীয় সেমিস্টার (সেট ২) 

উত্তরগুলি দেখতে এই লিঙ্কটি অনুসরণ করতে হবে 

বাঙালির ক্রীড়া সংস্কৃতি MCQ ।। দ্বাদশ শ্রেণি বাংলা তৃতীয় সেমিস্টার (সেট ৩) 

উত্তরগুলি দেখতে এই লিঙ্কটি অনুসরণ করতে হবে 

……. খুব শীঘ্রই এখানে শিক্ষালয় ওয়েবসাইটের সাবস্ক্রাইবারদের জন্য আরো প্রশ্ন- উত্তর সেট প্রদান করা হবে। আপডেটগুলি দেখতে শিক্ষালয় ওয়েবসাইটটিকে সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত লক্ষ্য রাখুন শিক্ষালয় ওয়েবসাইটে। 

 

দ্বাদশ শ্রেণির সব বিষয়ের সিলেবাস দেখতে এই লিঙ্কটি অনুসরণ করতে হবে 

উচ্চমাধ্যমিক সেমিস্টার ৩ ও সেমিস্টার ৪ এর সব বাংলা নোট দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে

class-twelve-bengali-note-semester-3-and-4 

একাদশ শ্রেণি বাংলা পড়া ও নোট দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে

class-eleven-bengali-notes

শিক্ষালয় ওয়েবসাইটের কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক নিম্নে প্রদান করা হলোঃ

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার নোট, সাজেশন, প্রশ্নপত্র ও মক টেষ্টের সুবিধা গ্রহণ করতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করে বিষদ তথ্য জেনে নাওঃ 

paid courses

 

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

আমরা শনাক্ত করেছি যে আপনি বিজ্ঞাপন ব্লক করতে এক্সটেনশন ব্যবহার করছেন। এই বিজ্ঞাপন ব্লকার নিষ্ক্রিয় করে আমাদের সমর্থন করুন।

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO

You cannot copy content of this page

Need Help?