বিষয় হিসেবে ভূগোল MCQ ।। একাদশ শ্রেণি ভূগোল প্রথম সেমিস্টার

বিষয় হিসেবে ভূগোল MCQ ।। একাদশ শ্রেণি ভূগোল প্রথম সেমিস্টার

শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে একাদশ শ্রেণির নতুন সিলেবাস অনুসারে প্রথম সেমিস্টার পরীক্ষার প্রস্তুতির লক্ষ্যে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য প্রদান করা হলো বিষয় হিসেবে ভূগোল MCQ ।। একাদশ শ্রেণি ভূগোল প্রথম সেমিস্টার । একাদশ শ্রেণির শিক্ষার্থীরা এই বিষয় হিসেবে ভূগোল MCQ ।। একাদশ শ্রেণি ভূগোল প্রথম সেমিস্টার পেজে তাদের ভূগোল (Geography) বিষয়ে সহায়তা লাভ করবে। শিক্ষার্থীরা এই বিষয় হিসেবে ভূগোল MCQ ।। একাদশ শ্রেণি ভূগোল প্রথম সেমিস্টার প্রশ্নের উত্তরগুলি অনুশীলনের মধ্য দিয়ে তাদের পরীক্ষা প্রস্তুতি গ্রহণ করতে পারবে।

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার আপডেট লাভ করতে মোবাইল স্ক্রিনের বা’দিকের নিম্নের অংশে থাকা বেল আইকনটিতে (🔔) টাচ করে শিক্ষালয় ওয়েবসাইটের নোটিফিকেশন অন করে রাখুন।

বিষয় হিসেবে ভূগোল MCQ ।। একাদশ শ্রেণি ভূগোল প্রথম সেমিস্টারঃ 

১) ভূগোল শব্দটি সর্বপ্রথম প্রচলন করেন – এরাটোসথেনিস

২) ‘ভূগোলের সব ধরনের অনুসন্ধানের কেন্দ্রে আছে স্থান’ কথাটি বলেছেন – জোন্স

৩) ভূগোল শাস্ত্রের মূলবিষয় হল – মানুষ ও প্রকৃতির সম্পর্ক

৪) আধুনিক ভূগোলের প্রতিষ্ঠাতা হলেন – হামবোল্ট ও রিটার

৫) প্রাকৃতিক ও সমাজবিজ্ঞানের যে দৃষ্টিভঙ্গির ওপর ভূগোল সুপ্রতিষ্ঠিত – আঞ্চলিক ও প্রণালীবদ্ধ 

৬) যে শাস্ত্র থেকে একইসঙ্গে দেশ ও কালের সম্পর্কে জানা যায় – ভূগোল 

৭) পৃথিবীর মানচিত্র প্রথম আঁকেন – টলেমি 

৮) সামাজিক ভূগোলের জনক হলেন – ডেভিড হার্ভে 

৯) মানবীয় ভূগোলের প্রতিষ্ঠাতা হলেন – হামবোল্ট, রিটার, পিটার হ্যাগেট

১০) সাংস্কৃতিক ভূগোলের পথিকৃৎ হলেন – ঊতর কার্ল ও সয়ার 

১১) রাজনৈতিক ভূগোলের প্রবক্তা হলেন – ম্যাকিন্ডার, র্যাটজেল, হুইটলেসি প্রমুখ 

১২) ‘KOSMOS’ গ্রন্থটি লিখেছেন – হামবোল্ট 

১৩) ‘ERDKUNDE’ গ্রন্থটি লিখেছেন – রিটার 

১৪) ‘Nature of Geography’ গ্রন্থটি লিখেছেন – হার্টশো  

১৫) ‘Dictionary of Geography’ গ্রন্থটি লিখেছেন – ডাজল স্ট্যাম্প 

১৬) ভৌগোলিক তথ্যব্যবস্থাকে সংক্ষেপে বলে – GIS  

১৭) ভূগোলের জনক বলা হয় – এরাটোসথেনিস 

১৮) ‘Remote Sensing’ হল – দূর সংবেদন 

১৯) GIS হল – Geographical Information System 

২০) G.P.S. হল – Global Positioning System 

২১) ‘ভূগোল হলো মিশ্র গণিতশাস্ত্রের একটি অংশমাত্র’ কথাটি বলেছেন – ভ্যারেনিয়াস 

২২) ‘Explanation in Geograph’ ও ‘Social Justice and the City’ গ্রন্থ দুটির রচয়িতা হলেন – ডেভিড হার্ভে

২৩) ‘Geographika’ গ্রন্থটি লিখেছেন – স্ট্র্যাবো

২৪) ‘Geography’ শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন – এরাটোসথেনিস

২৫) ভূগোল শাস্ত্রের আধুনিক সংজ্ঞা প্রদান করেছিলেন – আলেকজান্ডার ভন হামবোল্ট ও কার্ল রিটার 

২৬) ভূগল আলোচনার দুটি উপাদান হল – প্রকৃতি ও মানুষ 

২৭) সকল বিজ্ঞানের জননী নামে পরিচিত – ভূগোল শাস্ত্র 

২৮) ভূগোল শাস্ত্রের সংজ্ঞা ও প্রকৃতি সর্বদা – পরিবর্তনশীল 

২৯) পৃথিবীর বিবরণ প্রদান করতে গিয়ে এরাটোসথেনিস যে শব্দটি ব্যবহার করেন – জিওগ্রাফিয়া 

৩০) পৃথিবীর পরিধি, ব্যাস ও ব্যাসার্ধ প্রথম নির্ণয় করেছিলেন – এরাটোসথেনিস 

৩১) ‘ভূগোল হল প্রকৃতির সঙ্গে সমন্বিত একটি বিজ্ঞান’ কথাটি বলেছেন – হামবোল্ট 

৩২) ভূগোল সম্পর্কিত প্রথম বই ‘জেসপেরিওডস’-এর লেখক হল – হেকাটিয়াস 

৩৩) ‘কসমস’ বইটির লেখক হলেন – হামবোল্ট 

৩৪) ‘অ্যান্থ্রোপোজিওগ্রাফি’ বইটির লেখক হলেন – ফ্রেডরিখ র‍্যাটজেল 

৩৫) ‘জিওগ্রাফিয়া’ বইটির লেখক হলেন – টলেমি 

৩৬) ‘বরাহমিহির’ যে দেশের ভৌগলিক ছিলেন – ভারত 

৩৭) ভারতীয় ভূগোলের জনক হলেন – ডঃ শিবপ্রসাদ চট্টোপাধ্যায় 

৩৮) মৃত্তিকা বিজ্ঞানের একটি শাখা হল – পেডোলজি 

৩৯) ভূমিরূপবিদ্যার সাথে বিজ্ঞানের যে শাখার নিবিড় সম্পর্ক আছে – ভূতত্ত্ববিদ্যা 

৪০) প্রণালীবদ্ধ ভূগোলের স্রষ্টা হলেন – আলেকজান্ডার ভন হামবোল্ট 

৪১) ‘ভূমিরূপবিদ্যার জনক’ বলা হয় – ডব্লিউ এম ডেভিসকে 

৪২) ভূগোলের যে শাখা মানচিত্র অঙ্কন পদ্ধতির সাথে সম্পর্কিত তা হল – কার্টোগ্রাফি 

৪৩) অক্ষরেখা ও দ্রাঘিমারেখা এবং নির্দিষ্ট স্কেলের সাহায্যে পৃথিবীর মানচিত্র প্রথম অঙ্কন করেছিলেন – টলেমি 

৪৪) জলবায়ুবিদ্যার সঙ্গে বিজ্ঞানের যে শাখার নিবিড় সম্পর্কে আছে – আবহবিজ্ঞান 

৪৫) বায়ুমন্ডলের ভৌত ও রাসায়নিক পরিবর্তন বিষয়ে আলোচনা হয়, প্রাকৃতিক ভূগোলের যে শাখায় – জলবায়ুবিদ্যা 

৪৬) বিশ্ব উষ্ণায়নের কারণ ও প্রভাব সম্পর্কিত আলোচনা করা হয় ভূগোলের যে শাখায় – জলবায়ুবিদ্যা 

৪৭) মৃত্তিকা বিজ্ঞানের জনক হলেন – ভি ভি ডকুচেভ 

৪৮) জ্যোতির্বিদ্যার জনক হলেন – এন কোপারনিকাস 

৪৯) ভূজলবিদ্যার জনক হলেন – আর ই হর্টন 

৫০) সমুদ্র বিদ্যার জনক হলেন – পসিডোনিয়াস 

……….. খুব শীঘ্রই এখানে আরো MCQ প্রশ্নের উত্তর প্রদান করা হবে। সমস্ত আপডেট দেখতে নিয়মিত ভিজিট করতে হবে www.sikkhalaya.in ওয়েবসাইটটি। 

একাদশ শ্রেণি বাংলা প্রথম সেমিস্টারের MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে

class-eleven-bengali-semester-1

একাদশ শ্রেণি ইংরাজি প্রথম সেমিস্টারের MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে 

class-eleven-english-note-new-syllabus

একাদশ শ্রেণি রাষ্ট্রবিজ্ঞান প্রথম সেমিস্টারের MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে 

class-eleven-pol-science-first-semester-question-answers

একাদশ শ্রেণি শিক্ষাবিজ্ঞান প্রথম সেমিস্টারের MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে 

class-eleven-education-first-semester-question-answers

একাদশ শ্রেণি ইতিহাস প্রথম সেমিস্টারের MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে

class-eleven-history-first-semester-question-answers

একাদশ শ্রেণি ভূগোল প্রথম সেমিস্টারের MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে

class-eleven-geography-first-semester-question-answers

একাদশ ও দ্বাদশ শ্রেণির সব বিষয়ের সিলেবাস ও নম্বর বিভাজন দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে 

শিক্ষালয় ওয়েবসাইটের কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক নিম্নে প্রদান করা হলোঃ

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার নোট, সাজেশন, প্রশ্নপত্র ও মক টেষ্টের সুবিধা গ্রহণ করতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করে বিষদ তথ্য জেনে নাওঃ 

paid courses

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

আমরা শনাক্ত করেছি যে আপনি বিজ্ঞাপন ব্লক করতে এক্সটেনশন ব্যবহার করছেন। এই বিজ্ঞাপন ব্লকার নিষ্ক্রিয় করে আমাদের সমর্থন করুন।

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO

You cannot copy content of this page

Need Help?