সাম্রাজ্যবাদ MCQ ।। একাদশ শ্রেণি ইতিহাস প্রথম সেমিস্টার

সাম্রাজ্যবাদ MCQ ।। একাদশ শ্রেণি ইতিহাস প্রথম সেমিস্টার

শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে একাদশ শ্রেণির নতুন সিলেবাস অনুসারে প্রথম সেমিস্টার পরীক্ষার প্রস্তুতির লক্ষ্যে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য প্রদান করা হলো সাম্রাজ্যবাদ MCQ ।। একাদশ শ্রেণি ইতিহাস প্রথম সেমিস্টার । একাদশ শ্রেণির শিক্ষার্থীরা এই সাম্রাজ্যবাদ MCQ ।। একাদশ শ্রেণি ইতিহাস প্রথম সেমিস্টার পেজে তাদের ইতিহাস (History) বিষয়ে সহায়তা লাভ করবে। শিক্ষার্থীরা নির্দিষ্ট অধ্যায়ের লিঙ্কে ক্লিক/টাচ করে সেই অধ্যায়ের MCQ প্রশ্নের উত্তরগুলি দেখতে পারবে।

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার আপডেট লাভ করতে মোবাইল স্ক্রিনের বা’দিকের নিম্নের অংশে থাকা বেল আইকনটিতে (🔔) টাচ করে শিক্ষালয় ওয়েবসাইটের নোটিফিকেশন অন করে রাখুন।

সাম্রাজ্যবাদ MCQ ।। একাদশ শ্রেণি ইতিহাস প্রথম সেমিস্টারঃ

১) মানবসভ্যতার বিকাশের প্রথম পর্যায়ে ২ হাজার বছর যে যুগের মধ্যে পড়ে – তাম্র-প্রস্তর ও ব্রোঞ্জ যুগ 

২) জার্মান, পারসিক, ল্যাটিন, গ্রিক, সংস্কৃত ইত্যাদি ভাষায় যারা কথা বলতেন তারা যে ভাষাগোষ্ঠীর অন্তর্গত – ইন্দো-ইউরোপীয় 

৩) অ্যাসিরীয়, হিষ্ট্রাইট ও মিটারি সাম্রাজ্যের সূচনা হয়েছিল – এশিয়ায় 

৪) তিন মহাদেশব্যাপী এক বিশাল সাম্রাজ্য হিসেবে গড়ে উঠেছিল – রোমান সাম্রাজ্য 

৫) ইউফ্রেটিস ও টাইগ্রিস নদী দুটির দোয়াব অঞ্চলের দেশ হল – মেসোপটেমিয়া 

৬) যার নেতৃত্বে ব্যাবিলন অতি শক্তিশালী সাম্রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে – হামুরাবি 

৭) নব্য অ্যারিরীয় সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক ছিলেন – দ্বিতীয় আসুরনাসিরপাল 

৮) প্রাচীন কালের পারস্য দেশ বর্তমানে যে নামে পরিচিত – ইরান 

৯) অ্যাকামিনিড বংশের প্রতিষ্ঠাতা হলেন – সাইরাস দ্য গ্রেট 

১০) প্রাচীন বিশ্বের অন্যতম প্রভাবশালী সাম্রাজ্য ছিল – ম্যাসিডনিয়া 

১১) যে সময়কাল গ্রিসের ইতিহাসে অন্ধকারময় যুগ নামে পরিচিত – খ্রিঃপূঃ ১২০০ থেকে ৮০০ অব্দ 

১২) যে ম্যাসিডনীয় সম্রাট একের পর এক দুর্বল গ্রিক নগররাষ্ট্রগুলিকে বশীভূত করেন – দ্বিতীয় ফিলিপ 

১৩) চেরোনিয়ার যুদ্ধ হয়েছিল – ৩৩৮ খ্রিঃ পূঃ 

১৪) দ্বিতীয় ফিলিপের পুত্র হলেন – তৃতীয় আলেকজান্ডার 

১৫) আলেকজান্ডার দ্য গ্রেট বলে পরিচিত – তৃতীয় আলেকজান্ডার 

১৬) যার নেতৃত্বে ম্যাসিডনীয় বাহিনী বিশ্বজয়ের স্বপ্ন দেখেছিল – আলেকজান্ডার দ্য গ্রেট 

১৭) পৌরব রাজ্যের রাজা ছিলেন – পুরু 

১৮) হিদাসপিসের যুদ্ধ হয়েছিল – ৩২৬ খ্রিঃ পূঃ 

১৯) হিদাসপিসের যুদ্ধ হয়েছিল – পুরু ও তৃতীয় আলেকজান্ডার 

২০) আলেকজান্ডারের মৃত্যু হয়েছিল – ৩২৩ খ্রিঃ পূঃ 

২১) তৃতীয় আলেকজান্ডার দেহত্যাগ করেন – ব্যাবিলনে 

২২) গ্রিকদের যে অভিজ্ঞতা প্রাচ্যের দেশগুলিকে সম্মৃদ্ধ করেছিল – জাহাজ নির্মাণ 

২৩) আলেকজান্দ্রিয়া শহর ছিল – নীলনদের অববাহিকায় 

২৪) আলেকজান্দ্রিয়া শহর নির্মাণ করেন – আলেকজান্ডার দ্য গ্রেট 

২৫) মিশরে নলখাগড়ার অনুরূপ গাছের নাম ছিল – প্যাপিরাস 

২৬) গরু ও ভেড়ার চামড়া থেকে প্রস্তুত করা লেখার উপাদান হল – পের্গামেনোস 

২৭) পৃথিবীর ইতিহাসে এক সর্ববৃহৎ ও দীর্ঘকালীন সাম্রাজ্য ছিল – রমান সাম্রাজ্য 

২৮) আদি রোমানদের বাসস্থান ছিল – রোম 

২৯) রোম নগরীকে যে ধরণের নগরী বলে রোমানরা বিশ্বাস করত – শাশ্বত নগরী 

৩০) যাকে হত্যা করে রোমুলাস রোমের রাজা হন – রেমাস 

৩১) কিংবদন্তি অনুসারে প্রাচীন রোমে যতজন রাজা রাজত্ব করতেন – ৭ জন 

৩২) প্রাচীন রোমের যে রাজা প্রথম মুদ্রাব্যবস্থার প্রচলন ঘটান – সারভিয়াস টিউলিয়াস 

৩৩) সিনেটের সদস্যপদের সময়কাল ছিল – আজীবন 

৩৪) রোমান অর্থনীতি বহুলাংশে ছিল – দাস শ্রমনির্ভর 

৩৫) যে রোমান সম্রাট সামরিক একনায়ক্তন্ত্র প্রতিষ্ঠা করেন – জুলিয়াস সিজার 

৩৬) আদি রোমান সাম্রাজ্যের পতন হয়েছিল – ৪৭৬ খ্রিঃ 

৩৭) পৃথিবীর ইতিহাসে আধুনিক সভ্যতার ভিত্তিভূমি বলে পরিচিত – গ্রিক সভ্যতা 

৩৮) সুবিশাল রোমান সাম্রাজ্যের প্রাণকেন্দ্র ছিল – রোম 

৩৯) প্রাচীন রোমে রাজতন্ত্রের যুগ তিকেছিল আনুমানিক – ২৪৪ বছর 

৪০) প্রাচীন রোমে প্রজাতন্ত্রের যুগ টিকেছিল আনুমানিক – ৪৮২ বছর 

৪১) প্রাচীন রোমান ইতিহাস জানার মূল উপাদান হল – কিংবদন্তি ও উপকথা 

৪২) রোমে খ্রিঃপূঃ তৃতীয় শতকের শেষদিকে যে সাহিত্যের আবির্ভাব ঘটে – ল্যাটিন 

৪৩) ক্যাটো দ্য এল্ডারের লেখা গ্রন্থের নাম হল – অরিজিনস 

৪৪) যার লেখা থেকে রমে রাজতন্ত্র ও পরবর্তীকালের ইতিহাস জানা যায় – সিসেরো 

৪৫) ‘De Republica’ গ্রন্থের রচয়িতা – সেসেরো 

৪৬) রমান অর্থনীতির বিকাশ ও উত্থান-পতনের পরিচয়বাহী ছিল – মুদ্রা 

৪৭) প্রাচীন প্রজাতান্ত্রিক রোমে শাসনব্যবস্থা নিয়ন্ত্রণ করত – সিনেট 

৪৮) রোমান প্রজাতন্ত্রের পতনের জন্য বিশেষভাবে দায়ী ছিল – সামাজিক যুদ্ধ 

৪৯) ইতালিয় সংঘ গঠিত হয়েছিল – ৯০ খ্রিঃপূঃ 

৫০) ইতালীয় সংঘের রাজধানী হল – করফিনিয়াম 

একাদশ শ্রেণি বাংলা প্রথম সেমিস্টারের MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে

class-eleven-bengali-semester-1

একাদশ শ্রেণি ইংরাজি প্রথম সেমিস্টারের MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে 

class-eleven-english-note-new-syllabus

একাদশ শ্রেণি রাষ্ট্রবিজ্ঞান প্রথম সেমিস্টারের MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে 

class-eleven-pol-science-first-semester-question-answers

একাদশ শ্রেণি শিক্ষাবিজ্ঞান প্রথম সেমিস্টারের MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে 

class-eleven-education-first-semester-question-answers

একাদশ শ্রেণি ইতিহাস প্রথম সেমিস্টারের MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে

class-eleven-history-first-semester-question-answers

একাদশ শ্রেণি ভূগোল প্রথম সেমিস্টারের MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে

class-eleven-geography-first-semester-question-answers

একাদশ ও দ্বাদশ শ্রেণির সব বিষয়ের সিলেবাস ও নম্বর বিভাজন দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে 

শিক্ষালয় ওয়েবসাইটের কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক নিম্নে প্রদান করা হলোঃ

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার নোট, সাজেশন, প্রশ্নপত্র ও মক টেষ্টের সুবিধা গ্রহণ করতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করে বিষদ তথ্য জেনে নাওঃ 

paid courses

 

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

আমরা শনাক্ত করেছি যে আপনি বিজ্ঞাপন ব্লক করতে এক্সটেনশন ব্যবহার করছেন। এই বিজ্ঞাপন ব্লকার নিষ্ক্রিয় করে আমাদের সমর্থন করুন।

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock

You cannot copy content of this page

Need Help?