অসুখী একজন কবিতার SAQ প্রশ্নের উত্তর
শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে দশম শ্রেণির মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য অসুখী একজন কবিতার SAQ প্রশ্নের উত্তর প্রদান করা হলো। শিক্ষার্থীরা এই অসুখী একজন কবিতার SAQ প্রশ্নের উত্তর সমাধানের মধ্য দিয়ে তাদের পাঠ্য কবিতাটি সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করতে পারবে।
শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার আপডেট লাভ করতে মোবাইল স্ক্রিনের বা’দিকের নিম্নের অংশে থাকা বেল আইকনটিতে (🔔) টাচ করে শিক্ষালয় ওয়েবসাইটের নোটিফিকেশন অন করে রাখুন।
অসুখী একজন কবিতার SAQ প্রশ্নের উত্তরঃ
১) “আমি তাকে ছেড়ে দিলাম ” – আমি কে? এখানে কাকে ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে?
উত্তরঃ চিলিয়ান কবি “পাবলো নেরুদা” রচিত “অসুখী একজন” কবিতায় ‘আমি’ হলেন এই কবিতার কথক। এখানে কথকের প্রেমিকা বা তাঁর ভালোবাসার মানুষটিকে তাঁর অপেক্ষায় দরজার দাড় করিয়ে রাখার কথা বলা হয়েছে।
২) কার অপেক্ষায় কে, কোথায় দাড়িয়েছিলেন?
উত্তরঃ চিলিয়ান কবি “পাবলো নেরুদা” রচিত “অসুখী একজন” কবিতায় কথকের অপেক্ষায় তাঁর প্রেমিকা বা তার ভালোবাসার মানুষটি অপেক্ষায় দরজার দাড়িয়ে ছিলেন।
৩) “সে জানত না “- এখানে কার কী না জানার কথা বলা হয়েছে?
উত্তরঃ চিলিয়ান কবি “পাবলো নেরুদা” রচিত “অসুখী একজন” কবিতায় কথকের আর কখনোই ফিরে না আসার কথাটিকে বোঝানো হয়েছে।
৪) ‘অসুখী একজন’ কবিতায় দেবতারা কত বছর ধ্যানে ডুবে ছিলেন?
উত্তরঃ চিলিয়ান কবি “পাবলো নেরুদা” রচিত “অসুখী একজন” কবিতায় দেবতারা হাজার বছর ধ্যানে ডুবে ছিলেন বলে জানা যায়।
৫) অসুখী একজন কবিতায় কিসের মাধ্যমে কবির পায়ের দাগ ধুয়ে গিয়েছিল?
উত্তরঃ চিলিয়ান কবি “পাবলো নেরুদা” রচিত “অসুখী একজন” কবিতায় বৃষ্টির জলের মাধ্যমে কথকের পায়ের দাগ ধুয়ে গিয়েছিল।
৬) অসুখী একজন কবিতায় কার মাথায় কী নেমে এসেছিল?
উত্তরঃ চিলিয়ান কবি “পাবলো নেরুদা” রচিত “অসুখী একজন” কবিতায় কথকের প্রিয়তমার মাথায় পাথরেরে মতো কঠিনতা নিয়ে সময় বা বছরগুলো নেমে এসেছিল।
৭) “শিশু আর বাড়িরা খুন হলো”- শিশু আর বাড়িরা খুন হয়েছিল কেন?
উত্তরঃ চিলিয়ান কবি “পাবলো নেরুদা” রচিত “অসুখী একজন” কবিতায় যে যুদ্ধের কথা জানা যায়, তার বীভৎসতা এবং নৃশংসতায় শিশু এবং বাড়িরা খুন হয়েছিল।
৮) যেখানে শহর ছিল, সেখানে যুদ্ধের পর কী ছড়িয়ে ছিল?
উত্তরঃ চিলিয়ান কবি “পাবলো নেরুদা” রচিত “অসুখী একজন” কবিতায় জানা যায় যে, যেখানে শহর ছিল, সেখানে যুদ্ধের পর কাঠকয়লা, দোমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তির বীভৎস মাথা, মানুষের কালো রক্তের দাগ ছড়িয়ে ছিল।
৯) অসুখী একজন কবিতায় যুদ্ধের পরে সেই মেয়েটির কী হয়েছিল?
উত্তরঃ চিলিয়ান কবি “পাবলো নেরুদা” রচিত “অসুখী একজন” কবিতায় যুদ্ধের পরেও সেই মেয়েটি অর্থাৎ কথকের প্রিয়তমা বেঁচেছিলেন।
১০) দেবতাদের জন্য কবিতায় কোন বিশেষণ ব্যবহৃত হয়েছে?
উত্তরঃ চিলিয়ান কবি “পাবলো নেরুদা” রচিত “অসুখী একজন” কবিতায় দেবতাদের শান্ত ও হলুদ বিশেষণে বিশেষায়িত করা হয়েছে।
১১) অসুখী একজন কবিতাটি কোন্ অনুবাদ কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে ?
উত্তরঃ চিলিয়ান কবি “পাবলো নেরুদা” রচিত “অসুখী একজন” কবিতাটি কবি “নবারুণ ভট্টাচার্য”-এর অনুবাদ কাব্যগ্রন্থ “বিদেশি ফুলে রক্তের ছিটে” নামক কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে।
১২) Extravagaria কাব্যগ্রন্থটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় ?
উত্তরঃ কবি “পাবলো নেরুদা” রচিত “Extravagaria” কাব্যগ্রন্থটি ১৯৫৮ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়।
১৩) Extravagaria কাব্যগ্রন্থের কবিতাগুলি কোন সময়পর্বে রচিত ?
উত্তরঃ কবি “পাবলো নেরুদা” রচিত “Extravagaria” কাব্যগ্রন্থের কবিতাগুলি ১৯৫৭-১৯৫৮ খ্রিস্টাব্দের মধ্যে রচিত।
১৪) Extravagaria কাব্যগ্রন্থে মোট কটি কবিতা রয়েছে?
উত্তরঃ কবি “পাবলো নেরুদা” রচিত “Extravagaria” কাব্যগ্রন্থে মোট ৬১টি কবিতা রয়েছে।
১৫) কবি পাবলো নেরুদার জীবনকাল নির্দেশ করো।
উত্তরঃ চিলির প্রখ্যাত কবি “পাবলো নেরুদার” জীবনকাল ১৯০৪-১৯৭৩ খ্রিস্টাব্দের মধ্যে।
১৬) কবি পাবলো নেরুদা কত খ্রিস্টাব্দে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন ?
উত্তরঃ কবি “পাবলো নেরুদা” ১৯৭১ খ্রিস্টাব্দে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
১৭) “অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায়”-কে কাকে দাঁড় করিয়ে রেখেছেন ?
উত্তরঃ কবি “পাবলো নেরুদা” রচিত “অসুখী একজন” কবিতায় কথক-তাঁর প্রেমিকাকে অপেক্ষায় দাঁড় করিয়ে রেখেছিলেন।
১৮) “একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল”- এই ব্যঞ্জনাটি কীভাবে কবিতায় উপস্থাপিত হয়েছে ?
উত্তরঃ চিলিয়ান কবি “পাবলো নেরুদা” রচিত “অসুখী একজন” কবিতায় একটা কুকুর বা এক গির্জার নানের হেঁটে যাওয়ার তথ্য উপস্থাপনের মধ্য দিয়ে একটা সপ্তাহ আর-একটা বছর কেটে যাওয়ার ব্যঞ্জনা ফুটিয়ে তোলা হয়েছে ।
১৯) “বৃষ্টিতে ধুয়ে দিল”…. বৃষ্টি এসে কী ধুয়ে দিল ?
উত্তরঃ চিলিয়ান কবি “পাবলো নেরুদা” রচিত “অসুখী একজন” কবিতায় বৃষ্টি এসে পথে পড়ে থাকা কথকের পায়ের দাগ ধুয়ে দিল ।
২০) ‘ঘাস জন্মালো রাস্তায়’ – ব্যঞ্জনাটি কীসের ?
উত্তরঃ চিলিয়ান কবি “পাবলো নেরুদা” রচিত “অসুখী একজন” কবিতায় রাস্তায় ঘাস জন্মানোর কথা বলার মধ্য দিয়ে পথে চলাচলের মানুষ যে আর নেই, সেই ব্যঞ্জনাটিকেই ফুটিয়ে তোলা হয়েছে ।
২১) “সেই মেয়েটির মৃত্যু হলো না।” — কোন্ মেয়েটির মৃত্যু হল না ?
উত্তরঃ চিলিয়ান কবি “পাবলো নেরুদা” রচিত “অসুখী একজন” কবিতায় কালান্তক যুদ্ধে বহু শিশু ও গৃহস্থের মৃত্যু হলেও কথকের অপেক্ষায় থাকা মেয়েটির মৃত্যু না ।
২২) “সমস্ত সমতলে ধরে গেল আগুন …” – কীভাবে সমস্ত সমতলে আগুন ঘরে গেল ?
উত্তরঃ চিলিয়ান কবি “পাবলো নেরুদা” রচিত “অসুখী একজন” কবিতায় ভয়াবহ যুদ্ধের কারণে সমস্ত সমতলে আগুন ধরে গেল ।
২৩) “শান্ত হলুদ দেবতারা যারা হাজার বছর ধরে…” – কী করছিলেন ?
উত্তরঃ চিলিয়ান কবি “পাবলো নেরুদা” রচিত “অসুখী একজন” কবিতায় শান্ত হলুদ দেবতারা হাজার বছর ধরে ধ্যানে ডুবেছিলেন, যেন স্বপ্ন দেখছিলেন।
২৪) “ উল্টে পড়ল মন্দির থেকে টুকরো টুকরো হয়ে “ – কী উলটে পড়ল ?
উত্তরঃ চিলিয়ান কবি “পাবলো নেরুদা” রচিত “অসুখী একজন” কবিতায় হাজার বছর ধরে ধ্যানমগ্ন, স্বপ্নে বিভোর পাথুরে দেবতারা যুদ্ধের আঘাতে মন্দির থেকে টুকরো টুকরো হয়ে উলটে পড়লেন ।
২৫) “তারা আর স্বপ্ন দেখতে পারল না ।” –কারা কোন্ স্বপ্ন দেখতে পারল না ?
উত্তরঃ চিলিয়ান কবি “পাবলো নেরুদা” রচিত “অসুখী একজন” কবিতায় যুদ্ধের বীভৎসতায় ভেঙে পড়া ‘প্রাণময় দেবতারা শান্তি, মৈত্রী, অহিংসার স্বপ্ন আর দেখতে পারল না ।
২৬) “সব চূর্ণ হয়ে গেল”—কীভাবে, কী চূর্ণ হয়ে গেল ?
উত্তরঃ চিলিয়ান কবি “পাবলো নেরুদা” রচিত “অসুখী একজন” কবিতায় যুদ্ধের প্রচন্ড তাণ্ডবে কথকের ফেলে আসা মিষ্টি বাড়ি বারান্দা, গোলাপি গাছ, চিমনি, প্রাচীন জলতরঙ্গ সব চূর্ণ হয়ে যায়।
২৭) “যেখানে ছিল শহর/ সেখানে ছড়িয়ে রইল” সেখানে কী ছড়িয়েছিল ?
উত্তরঃ চিলিয়ান কবি “পাবলো নেরুদা” রচিত “অসুখী একজন” কবিতায় যেখানে শহর ছিল, যুদ্ধের পরে সেই শহরে ধ্বংসস্তূপের মাঝে ছড়িয়ে ছিল কাঠকয়লা, দোমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তির বীভৎস মাথা, রক্তের কালো দাগ।
২৮) “আর সেই মেয়েটি আমার অপেক্ষায় কোন্ পরিস্থিতিতে মেয়েটি কথকের জন্য অপেক্ষা করেছে ?
উত্তরঃ চিলিয়ান কবি “পাবলো নেরুদা” রচিত “অসুখী একজন” কবিতায় মৃত্যুপরিকীর্ণ ধ্বংসস্তূপ আর অবিশ্বাসের মধ্যেও কথকের প্রেমিকা অর্থাৎ সেই মেয়েটি তার জন্য অপেক্ষা করেছে।
অসুখী একজন কবিতার আরো প্রশ্নের উত্তর দেখতে এই লিঙ্কটি অনুসরণ করতে হবে
দশম শ্রেণির অধ্যায়ভিত্তিক বাংলা প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে
শিক্ষালয় ওয়েবসাইটের কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক নিম্নে প্রদান করা হলোঃ
- বাংলা ব্যাকরণের আলোচনাগুলি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
- শিক্ষালয় ওয়েবসাইটে প্রদান করা প্রবন্ধ রচনাগুলি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির বাংলা অধ্যায়ভিত্তিক নোট দেখতে এই লিঙ্কে ক্লিক করতে হবে
- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির বাংলা অধ্যায়ভিত্তিক MCQ TEST প্রদান করতে এই লিঙ্কে ক্লিক করতে হবে
- শিক্ষালয় ইউটিউব চ্যানেলটি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির সাজেশন দেখতে এই লিঙ্কটি অনুসরণ করতে হবে
শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার নোট, সাজেশন, প্রশ্নপত্র ও মক টেষ্টের সুবিধা গ্রহণ করতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করে বিষদ তথ্য জেনে নাওঃ