সংবিধান প্রণয়ন ও সংবিধানের দর্শন MCQ ।। একাদশ শ্রেণি রাষ্ট্রবিজ্ঞান প্রথম সেমিস্টার

সংবিধান প্রণয়ন ও সংবিধানের দর্শন MCQ ।। একাদশ শ্রেণি রাষ্ট্রবিজ্ঞান প্রথম সেমিস্টার

শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে একাদশ শ্রেণির নতুন সিলেবাস অনুসারে প্রথম সেমিস্টার পরীক্ষার প্রস্তুতির লক্ষ্যে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য প্রদান করা হলো সংবিধান প্রণয়ন ও সংবিধানের দর্শন MCQ ।। একাদশ শ্রেণি রাষ্ট্রবিজ্ঞান প্রথম সেমিস্টার। একাদশ শ্রেণির শিক্ষার্থীরা এই সংবিধান প্রণয়ন ও সংবিধানের দর্শন MCQ ।। একাদশ শ্রেণি রাষ্ট্রবিজ্ঞান প্রথম সেমিস্টার পেজে তাদের রাষ্টবিজ্ঞান (Pol Science) বিষয়ে সহায়তা লাভ করবে। শিক্ষার্থীরা নির্দিষ্ট অধ্যায়ের লিঙ্কে ক্লিক/টাচ করে সেই অধ্যায়ের MCQ প্রশ্নের উত্তরগুলি দেখতে পারবে।

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার আপডেট লাভ করতে মোবাইল স্ক্রিনের বা’দিকের নিম্নের অংশে থাকা বেল আইকনটিতে (🔔) টাচ করে শিক্ষালয় ওয়েবসাইটের নোটিফিকেশন অন করে রাখুন।

সংবিধান প্রণয়ন ও সংবিধানের দর্শন MCQ ।। একাদশ শ্রেণি রাষ্ট্রবিজ্ঞান প্রথম সেমিস্টারঃ 

১) সংবিধান সভার দাবি সর্বপ্রথম জানান – গান্ধিজি

২) সংবিধান সভা গঠনের জন্য নির্বাচন অনুষ্ঠিত হয় – 1946 খ্রিস্টাব্দে

৩) যেরূপ নির্বাচনের মাধ্যমে সংবিধান সভা গঠিত হয় – পরোক্ষ

৪) সংবিধান সভার স্পিকার ছিলেন – জি ভি মভলংকর

৫) গণপরিষদের উদ্দেশ্য ছিল – সংবিধানের খসড়া প্রণয়ন

৬) গণপরিষদের স্থায়ী সভাপতি ছিলেন – ড. রাজেন্দ্র প্রসাদ

৭) গণপরিষদের খসড়া কমিটির সভাপতি ছিলেন – বাবাসাহেব আম্বেদকর

৮) গণপরিষদে ভারতের সংবিধান গৃহীত হয়েছিল – 26 নভেম্বর, 1949

৯) সংবিধান সভার প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় – 9 ডিসেম্বর, 1946

১০) সংবিধানসভার অস্থায়ী সভাপতি ছিলেন – সচ্চিদানন্দ সিংহ

১১) সংবিধান সভার সহসভাপতি ছিলেন – হরেন্দ্রকুমার মুখোপাধ্যায়

১২) সংবিধানের উদ্দেশ্য-সংক্রান্ত প্রস্তাব সংবিধান সভার যে অধিবেশনে পেশ হয় – প্রথম

১৩) সংবিধান সভার সর্বশেষ অধিবেশন বসে – 1950 খ্রিস্টাব্দের 24 জানুয়ারি

১৪) গণপরিষদে ভারতের জাতীয় কংগ্রেসের সদস্যসংখ্যা ছিল – 208 জন

১৫) গণপরিষদের প্রথম অধিবেশন বসে – মুম্বাইয়ে

১৬) গণপরিষদে দেশীয় রাজ্যসমূহের প্রতিনিধি ছিল – 93 জন 

১৭) গণপরিষদে মুসলিম লিগের সদস্য ছিলেন – 73 জন 

১৮) গণপরিষদের প্রথম অধিবেশন হয়েছিল –  1946 খ্রিস্টাব্দের 9 ডিসেম্বর 

১৯) গণপরিষদের প্রথম অধিবেশন হয়েছিল – নতুন দিল্লির কনস্টিটিউশন হলে 

২০) গণপরিষদের দ্বিতীয় অধিবেশন শুরু হয় – 1947 খ্রিস্টাব্দের 21 জানুয়ারি 

২১) গণপরিষদের সহ-সভাপতি নির্বাচিত হন – হরেন্দ্র কুমার মুখোপাধ্যায়

২২) ভারতের গণপরিষদ সার্বভৌম ক্ষমতাসম্পন্ন সংস্থার মর্যাদা যে অধিবেশন থেকে লাভ করে – পঞ্চম অধিবেশন

২৩) গণপরিষদ সর্বপ্রথম ডোমিনিয়ন পার্লামেন্ট হিসেবে কাজ করে – 1947 খ্রিস্টাব্দের 17 নভেম্বর থেকে 

২৪) ভারতের সংবিধান গণপরিষদ কর্তৃক গৃহীত হয় – 1950 খ্রিস্টাব্দের 26 জানুয়ারি

২৫) গণপরিষদের সর্বশেষ অধিবেশন বসে – 1950 খ্রিস্টাব্দের 24 জানুয়ারি

২৬) 1947 খ্রিস্টাব্দে দেশ বিভাগের পর গণপরিষদে মুসলিম লিগের সদস্যসংখ্যা ছিল – 28 জন

২৭) গণপরিষদের স্থায়ী সভাপতি হিসেবে নিযুক্ত হন – রাজেন্দ্র প্রসাদ

২৮) গণপরিষদের মোট সদস্যসংখ্যা ছিল – 389 জন 

২৯) ভারতে সংবিধান গৃহীত হয়েছিল – 1949 সালের 26 নভেম্বর  

৩০) ভারতীয় সংবিধানের রূপকার হলেন – ড. বি আর আম্বেদকর

৩১) ভারতের গণপরিষদের খসড়া কমিটির সভাপতি ছিলেন – ড. রাজেন্দ্র প্রসাদ

৩২) ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ‘ধর্মনিরপেক্ষ’ শব্দটি যুক্ত হয়েছিল – 42 তম সংশোধনে

৩৩) ভারতীয় সংবিধানের যে অংশে মৌলিক অধিকার সম্পর্কে আলোচনা করা হয়েছে – তৃতীয়

৩৪) ভারতের গণপরিষদের সংবিধানের খসড়া কমিটির সভাপতি ছিলেন – ড. বি আর আম্বেদকর

৩৫) ভারতের সংবিধান গৃহীত হয়েছিল – 1950 সালের 26 জানুয়ারি 

৩৬) ভারতের গণপরিষদের সভাপতি ছিলেন – ড. রাজেন্দ্র প্রসাদ

৩৭) ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন – জওহরলাল নেহেরু 

৩৮) গণপরিষদের সহসভাপতি নির্বাচিত হয়েছিলেন – হরেন্দ্র কুমার মুখোপাধ্যায়

৩৯) স্বাধীন ভারতের প্রথম অধ্যক্ষ ছিলেন – জি. ভি. মভলঙ্কর

৪০) ভারতের সংবিধান গণপরিষদ কর্তৃক গৃহীত হয় – 1950 সালের 26 জানুয়ারি

৪১) ভারতের সংবিধান কার্যকরী হয় – 1950 সালের 26 জানুয়ারি

৪২) ‘সমাজতান্ত্রিক’ শব্দটি ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় যুক্ত হয় – 1976 সালের 42তম সংবিধান সংশোধনে

৪৩) পণ্ডিত ঠাকুরদাস ভার্গব সংবিধানের যে অংশকে সর্বাপেক্ষা মূল্যবান অংশ বলে চিহ্নিত করেছেন – প্রস্তাবনাকে

৪৪) বর্তমানে ভারতীয় সংবিধানে তপসিল আছে – 12 টি

৪৫) ভারতীয় সংবিধানের যে ধারায় বিচার বিভাগকে শাসন বিভাগের প্রভাবমুক্ত রাখার কথা বলা হয়েছে – 50 নং ধারায় 

৪৬) ভারতীয় সংবিধানের ৪৪তম সংশোধন হয়েছিল – 2002 সালে

৪৭) কে. সি. হোয়ার ভারতীয় সংবিধানকে যা বলে অভিহিত করেছেন – যুক্তরাষ্ট্র প্রতিম

৪৮) গণপরিষদের সর্বশেষ অধিবেশন বসেছিল – 1950 সালের 26 জানুয়ারি

একাদশ শ্রেণি বাংলা প্রথম সেমিস্টারের MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে

class-eleven-bengali-semester-1

একাদশ শ্রেণি ইংরাজি প্রথম সেমিস্টারের MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে 

class-eleven-english-note-new-syllabus

একাদশ শ্রেণি রাষ্ট্রবিজ্ঞান প্রথম সেমিস্টারের MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে 

class-eleven-pol-science-first-semester-question-answers

একাদশ শ্রেণি শিক্ষাবিজ্ঞান প্রথম সেমিস্টারের MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে 

class-eleven-education-first-semester-question-answers

একাদশ শ্রেণি ইতিহাস প্রথম সেমিস্টারের MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে

class-eleven-history-first-semester-question-answers

একাদশ শ্রেণি ভূগোল প্রথম সেমিস্টারের MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে

class-eleven-geography-first-semester-question-answers

একাদশ ও দ্বাদশ শ্রেণির সব বিষয়ের সিলেবাস ও নম্বর বিভাজন দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে 

শিক্ষালয় ওয়েবসাইটের কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক নিম্নে প্রদান করা হলোঃ

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার নোট, সাজেশন, প্রশ্নপত্র ও মক টেষ্টের সুবিধা গ্রহণ করতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করে বিষদ তথ্য জেনে নাওঃ 

paid courses

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

আমরা শনাক্ত করেছি যে আপনি বিজ্ঞাপন ব্লক করতে এক্সটেনশন ব্যবহার করছেন। এই বিজ্ঞাপন ব্লকার নিষ্ক্রিয় করে আমাদের সমর্থন করুন।

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock

You cannot copy content of this page

Need Help?