বহুরূপী গল্পের MCQ প্রশ্নের উত্তর

বহুরূপী গল্পের MCQ প্রশ্নের উত্তর

শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে দশম শ্রেণির মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য বহুরূপী গল্পের MCQ প্রশ্নের উত্তর প্রদান করা হলো। এই বহুরূপী গল্পের MCQ প্রশ্নের উত্তর সমাধানের মধ্য দিয়ে শিক্ষার্থীরা তাদের পাঠ্য বহুরূপী গল্প সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করতে পারবে। 

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার আপডেট লাভ করতে মোবাইল স্ক্রিনের বা’দিকের নিম্নের অংশে থাকা বেল আইকনটিতে (🔔) টাচ করে শিক্ষালয় ওয়েবসাইটের নোটিফিকেশন অন করে রাখুন।

বহুরূপী গল্পের MCQ প্রশ্নের উত্তর : 

১) ‘বহুরূপী’ গল্পের লেখক হলেন- সুবােধ ঘােষ

২) “হরিদার জীবনে সত্যিই একটা ________ আছে।”- নাটকীয় বৈচিত্র্য

৩) হরিদা পেশায় ছিলেন একজন- বহুরূপী

৪) “সে ভয়ানক দুর্লভ জিনিস”- ‘ভয়ানক দুর্লভ জিনিস’টি হল- সন্ন্যাসীর পায়ের ধুলাে

৫) ঠিক দুপুরবেলাতে একটা আতঙ্কের হল্লা বেজে উঠেছিল- চকের বাসস্ট্যান্ডের কাছে

৬) “বাসের যাত্রীরা কেউ হাসে, কেউ বা বেশ বিরক্ত হয় কেউ আবার বেশ বিস্মিত।”- কারণ- হরিদার পাগলের সাজ

৭) জগদীশবাবুর বাড়িতে আসা সন্ন্যাসী সারা বছর যা খেতেন- একটি হরিতকী

৮) সন্ন্যাসী জগদীশবাবুর বাড়িতে ছিলেন- সাত দিন

৯) সন্ন্যাসী থাকেন- হিমালয়ের চূড়াতে 

১০) জগদীশবাবুর বাড়িতে আগত সন্ন্যাসীর বয়স- হাজার বছরের বেশি

১১) জগদীশবাবু একজোড়া কাঠের খড়মে যা লাগিয়ে সন্ন্যাসীর পায়ের কাছে ধরেন- সোনার বোল

১২) সন্ন্যাসীকে বিদায় দেওয়ার সময় জগদীশবাবু তাকে জোর করে দিয়েছিলেন- একটা একশো টাকার নোট

১৩) হরিদার ঘরে আড্ডা দিত- চার জন

১৪) লেখক ও তার বন্ধুরা যে সময়ে আড্ডা দিতেন- সকাল-সন্ধ্যা 

১৫) হরিদার কাছে যা অসম্ভব তা হল- রোজই একটা চাকরির কাজ করে যাওয়া

১৬) হরিদার ছোট্ট ঘরটির অবস্থান- শহরের সবচেয়ে সরু গলির ভিতরে

১৭) হরিদার জীবনজুড়ে ছিল- নাটকীয় বৈচিত্র্য

১৮) মাঝে মাঝে সত্যিই হরিদা যা করতেন- উপোস

১৯) যারা বহুরুপীর সাজে হরিদাকে চিনতে পারে তারা বকশিশ দেয়- এক আনা দু-আনা 

২০) দুপুরবেলায় আতঙ্কের হল্লা বেজে উঠেছিল- চাকের বাস স্ট্যান্ডে

২১) চকের বাস স্ট্যান্ডে আতঙ্কের হল্লা বেজে ওঠার কারণ ছিল- একটি উন্মাদ পাগল

২২) পাগলটা যা হাতে তুলে নিয়ে বাসের যাত্রীদের দিকে তেড়ে যাচ্ছিল- একটা থান ইট

২৩) বাসের ড্রাইভারের নাম ছিল- কাশীনাথ

২৪) ‘খুব হয়েছে হরি, এইবার সরে পড়ো’ বলেছে- কাশীনাথ

২৫) প্রায় নাচতে নাচতে চলে যাচ্ছিল- একজন বাইজি

২৬) শহরে যারা নতুন এসেছে তারা- দু-চোখ বড়ো করে তাকিয়ে থাকে

২৭) বাইজির ছদ্মবেশে হরিদার রোজগার হয়েছিল- আট টাকা দশ আনা

২৮) দয়ালবাবুর লিচু বাগানের ভিতরে হরিদা দাঁড়িয়েছিল- পুলিশ সেজে

২৯) হরিদা পুলিশ সেজে দাঁড়িয়েছিলেন- লিচু বাগানে 

৩০) লিচু বাগানে নকল পুলিশ স্কুলের যে ক’টি ছেলেকে ধরেছিলেন- চার

৩১) নকল পুলিশকে ঘুষ দিয়েছিলেন- স্কুলের মাস্টারমশাই

৩২) জগদীশবাবু যেমন স্বভাবের মানুষ ছিলেন- কৃপণ

৩৩) বড়ো চমৎকার ছিল যে সময়ের চেহারা- সন্ধ্যার

৩৪) বিরাগীরূপী হরিদার গায়ে ছিল কেবলমাত্র একটি- উত্তরীয়

৩৫) বিরাগীর ঝোলার ভিতর যে বইটি ছিল- গীতা

৩৬) জগদীশবাবুর সম্পত্তির পরিমাণ ছিল- এগারো লক্ষ টাকার

৩৭) রাগ হল এক ধরনের- রিপু

৩৮) ‘না না, হরিদা নয়। হতেই পারে না’- বলেছিল- ভবতোষ

৩৯) জগদীশবাবু বিরাগীজিকে প্রণামী দিয়েছিলেন- একশো টাকা

৪০) বিরাগী আসলে ছিলেন- হরিদা

৪১) ভবতোষ ভেবেছিল জগদীশবাবু হরিদাকে বকশিশ হিসেবে দেবেন- আট আনা বা দশ আনা

৪২) সপ্তাহে হরিদা বহুরূপী সেজে বাইরে যান- একদিন

৪৩) সন্ন্যাসী সারাবছর খেতেন- একটি হরীতকী

৪৪) ‘বাসের যাত্রীরা কেউ হাসে, কেউ বা বেশ বিরক্ত হয় কেউ আবার বেশ বিস্মিত’- বাসযাত্রীদের এমন প্রতিক্রিয়ার কারণ- বহুরূপী হরিদার পাগলের সাজটা চমৎকার

৪৫) ‘সে ভয়ানক দুর্লভ জিনিস’- দুর্লভ জিনিসটি হল- সন্ন্যাসীর পদধূলি

৪৬) হরিদার শীর্ণ শরীরটা দেখে মনে হয়েছিল- অশরীরী

৪৭) হরিদার মতে সব তীর্থ- মানুষের বুকের ভিতর 

৪৮) ভবতোষ চেঁচিয়ে উঠেছিল- বকশিশের কথা শুনে

৪৯) ‘ঘুষ নিয়ে তারপর মাস্টারের অনুরোধে রক্ষা করেছিলেন সেই নকল পুলিশ হরিদা’- ঘুষের পরিমাণ হল- আট আনা

৫০) বিরাগীর চোখ থেকে ঝরে পড়েছিল- জ্যোৎস্না 

বহুরূপী গল্প থেকে MCQ প্রশ্নের MOCK TEST প্রদান করতে এই লিঙ্কটি অনুসরণ করতে হবে 

বহুরূপী গল্পের আরো প্রশ্নের উত্তর দেখতে এই লিঙ্কটি অনুসরণ করতে হবে 

দশম শ্রেণির অধ্যায়ভিত্তিক বাংলা প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে 

class ten bengali note

শিক্ষালয় ওয়েবসাইটের কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক নিম্নে প্রদান করা হলোঃ

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার নোট, সাজেশন, প্রশ্নপত্র ও মক টেষ্টের সুবিধা গ্রহণ করতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করে বিষদ তথ্য জেনে নাওঃ 

paid courses

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

আমরা শনাক্ত করেছি যে আপনি বিজ্ঞাপন ব্লক করতে এক্সটেনশন ব্যবহার করছেন। এই বিজ্ঞাপন ব্লকার নিষ্ক্রিয় করে আমাদের সমর্থন করুন।

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock

You cannot copy content of this page

Need Help?