শ্রীকৃষ্ণকীর্তন কাব্য প্রশ্ন উত্তর MCQ

শ্রীকৃষ্ণকীর্তন কাব্য প্রশ্ন উত্তর MCQ

একাদশ শ্রেণি বাংলা প্রথম সেমিস্টার সিলেবাসের অন্তর্ভুক্ত বাংলা শিল্প-সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস থেকে শ্রীকৃষ্ণকীর্তন কাব্য প্রশ্ন উত্তর MCQ একাদশ শ্রেণি বাংলা প্রথম সেমিস্টার শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে এখানে প্রদান করা হলো। একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার দিতে চলা শিক্ষার্থীরা এই শ্রীকৃষ্ণকীর্তন কাব্য প্রশ্ন উত্তর MCQ একাদশ শ্রেণি বাংলা প্রথম সেমিস্টার উত্তরগুলি তৈরি করলে তাদের পরীক্ষা প্রস্তুতি গ্রহণ করতে পারবে। 

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার আপডেট লাভ করতে মোবাইল স্ক্রিনের বা’দিকের নিম্নের অংশে থাকা বেল আইকনটিতে (🔔) টাচ করে শিক্ষালয় ওয়েবসাইটের নোটিফিকেশন অন করে রাখুন।

শ্রীকৃষ্ণকীর্তন কাব্য প্রশ্ন উত্তর MCQ : 

১) বাংলা সাহিত্যের ইতিহাসে ত্রয়োদশ-চতুর্দশ শতাব্দীকে বলা হয় – অন্ধকার যুগ 

২) বাংলা সাহিত্যের ইতিহাসে ‘মধ্যযুগ’ বলতে যে সময়কালকে বোঝানো হয়ে থাকে – খ্রিস্টীয় পঞ্চদশ থেকে অষ্টাদশ শতাব্দী

৩) মধ্যযুগের কাব্যভাবনা ও রচনার বিবর্তনের পথরেখা অনুসরণ করে মধ্যযুগের সাহিত্যকে ভাগে ভাগ করা যায় – তিন ভাগে 

৪) বাংলা সাহিত্যের ইতিহাসে ‘প্রা‌চৈতন্য পর্ব’ বলে চিহ্নিত করা হয়ে থাকে যে সময়কালকে – চতুর্দশ-পঞ্চদশ শতাব্দী

৫) ‘চৈতন্যপর্ব’ হিসেবে চিহ্নিত করা হয় – ষোড়শ শতককে 

৬) বাংলা সাহিত্যের ইতিহাসে ‘চৈতন্যোত্তর পর্ব’ বলে চিহ্নিত করা হয়ে থাকে – সপ্তদশ-অষ্টাদশ শতাব্দীকে 

৭) কবি ভারতচন্দ্রের মৃত্যু – ১৭৬০ খ্রিস্টাব্দে 

৮) যে সময়কালকে বাংলা সাহিত্যের ইতিহাসে যুগসন্ধি বলা হয়ে থাকে – ১৭৬০-১৮০০ খ্রিস্টাব্দ

৯) বাংলা সাহিত্যের আদি নিদর্শন হল – চর্যাপদ

১০) চর্যাপদের গানগুলির রচয়িতা – বৌদ্ধ সহজিয়া সিদ্ধাচার্যরা

১১) এদেশে তুর্কি আক্রমণ শুরু হয় – দ্বাদশ শতাব্দীর একেবারে শেষে 

১২) গৌড়ের সিংহাসনে সম্রাট হোসেন শাহ অধিষ্ঠিত ছিলেন – ১৪৯৩-৯৪ খ্রিস্টাব্দে

১৩) হিন্দু কবিদের ভাষায় হোসেন শাহ ছিলেন – নৃপতিতিলক

১৪) এদেশে আর্য অধিকার বিস্তৃত হওয়ার আগে বাস ছিল – অস্ট্রিক-দ্রাবিড়-মোঙ্গলদের 

১৫) আর্যাসপ্তশতী নামক সংস্কৃত কাব্যটির রচয়িতা হলেন – গোবর্ধন আচার্য 

১৬) বখতিয়ার খিলজি নবদ্বীপ জয় করেন – আনুমানিক ১২০৩ খ্রিস্টাব্দে

১৭) বখতিয়ার খিলজির বাংলাদেশ আক্রমণকালে রাজা ছিলেন – লক্ষ্মণ সেন

১৮) বাংলা সাহিত্যের ইতিহাসে ত্রয়োদশ-চতুর্দশ শতাব্দীকে বলা হয় – অন্ধকারময় যুগ

১৯) আলাউদ্দিন হোসেন শাহ বাংলার সিংহাসনে বসেন – ১৪৯৩ খ্রিস্টাব্দে

২০) যার পৃষ্ঠপোষকতায় বাংলা সাহিত্যে পুনরুজ্জীবন লক্ষ করা যায় – আলাউদ্দিন হোসেন শাহ

২১) আদি-মধ্যযুগের প্রাথমিক নিদর্শন হল – শ্রীকৃষ্ণকীর্তন

২২) শ্রীকৃষ্ণকীর্তনের পুথিটি আবিষ্কার করেছিলেন – মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী

২৩) শ্রীকৃষ্ণকীর্তনের পুথিটি আবিষ্কৃত হয়েছিল – ১৯০৯ খ্রিস্টাব্দে

২৪) ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যের পুঁথিটি আবিষ্কার হয় যে জেলা থেকে – বাঁকুড়া 

২৫) বাঁকুড়া জেলার যে গ্রাম থেকে শ্রীকৃষ্ণকীর্তনের পুঁথিটি পাওয়া গিয়েছে – কাঁকিল্যা গ্রাম

২৬) যে ব্যক্তির গোয়াল ঘর থেকে শ্রীকৃষ্ণকীর্তনের পুঁথিটি আবিষ্কৃত হয়েছিল – দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়

২৭) শ্রীকৃষ্ণকীর্তন’-এর পৃথিটি সম্ভবত সংরক্ষিত ছিল – বনবিষুপুরের রাজদরবারে

২৮) ‘শ্রীকৃষ্ণকীর্তন’-এর প্রাপ্ত পুথিতে পদ সংখ্যা ছিল – ৪১৫ টি 

২৯) শ্রীকৃষ্ণকীর্তন যে বিষয়ক কাব্য – রাধাকৃয়ের প্রেমলীলা বিষয়ক

৩০) শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি প্রকাশিত হয় – বাংলা সাহিত্য আকাদেমি থেকে 

৩১) শ্রীকৃষ্ণকীর্তনের পুথিটি কবে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয় – ১৯১৬ খ্রিস্টাব্দে 

৩২) ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যটি সম্পাদনা করা হয় – ১৯১৬ খ্রিস্টাব্দে

৩৩) যার সম্পাদনায় ‘শ্রীকৃষ্ণকীর্তন’ প্রথম মুদ্রিত আকারে প্রকাশিত হয় – বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ

৩৪) ‘শ্রীকৃষ্ণকীর্তন’ নামটি দিয়েছিলেন – বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ

৩৫) ‘শ্রীকৃষ্ণকীর্তন’-এর পুথিটিতে প্রাপ্ত চিরকুটে গ্রন্থের যে নাম পাওয়া যায় – শ্রীকৃষ্ণসন্দর্ভ

৩৬) গবেষকদের মতে শ্রীকৃষ্ণকীর্তন লেখা হয়েছিল – আনুমানিক চতুর্দশ শতাব্দীর শেষে বা পঞ্চদশ শতাব্দীর প্রথমে

৩৭) ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্য রচিত হয় – ১৪৭৩-১৪৮০ খ্রিস্টাব্দের মধ্যে

৩৮) ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যটির রচয়িতা হলেন – বড়ু চণ্ডীদাস

৩৯) শ্রীকৃষ্ণকীর্তনে যে যে চন্ডীদাসকে নিয়ে চন্ডীদাস সমস্যার উৎপত্তি হয় – বড়ু চণ্ডীদাস, চণ্ডীদাস, অনন্ত বড়ু চণ্ডীদাস

৪০) মধ্যযুগে যত জন চন্ডীদাসের অস্তিত্ব জানা যায় – চার জন

শ্রীকৃষ্ণকীর্তন থেকে এরকম আরো MCQ প্রশ্নের উত্তর দেখতে এই লিঙ্কটি অনুসরণ করতে হবে 

একাদশ শ্রেণি বাংলা প্রথম সেমিস্টারের MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে

class-eleven-bengali-semester-1

একাদশ শ্রেণি ইংরাজি প্রথম সেমিস্টারের MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে 

class-eleven-english-note-new-syllabus

একাদশ শ্রেণি রাষ্ট্রবিজ্ঞান প্রথম সেমিস্টারের MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে 

class-eleven-pol-science-first-semester-question-answers

একাদশ শ্রেণি শিক্ষাবিজ্ঞান প্রথম সেমিস্টারের MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে 

class-eleven-education-first-semester-question-answers

একাদশ শ্রেণি ইতিহাস প্রথম সেমিস্টারের MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে

class-eleven-history-first-semester-question-answers

একাদশ শ্রেণি ভূগোল প্রথম সেমিস্টারের MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে

class-eleven-geography-first-semester-question-answers

একাদশ ও দ্বাদশ শ্রেণির সব বিষয়ের সিলেবাস ও নম্বর বিভাজন দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে 

শিক্ষালয় ওয়েবসাইটের কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক নিম্নে প্রদান করা হলোঃ

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার নোট, সাজেশন, প্রশ্নপত্র ও মক টেষ্টের সুবিধা গ্রহণ করতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করে বিষদ তথ্য জেনে নাওঃ 

paid courses

 

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

আমরা শনাক্ত করেছি যে আপনি বিজ্ঞাপন ব্লক করতে এক্সটেনশন ব্যবহার করছেন। এই বিজ্ঞাপন ব্লকার নিষ্ক্রিয় করে আমাদের সমর্থন করুন।

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock

You cannot copy content of this page

Need Help?