চারণ কবি – ভারভারা রাও (অনুবাদ- শঙ্খ ঘোষ) MCQ

চারণ কবি – ভারভারা রাও (অনুবাদ- শঙ্খ ঘোষ) MCQ

শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য ভারতীয় কবিতা বিভাগ থেকে চারণ কবি – ভারভারা রাও (অনুবাদ- শঙ্খ ঘোষ) MCQ প্রদান করা হলো। একাদশ শ্রেণির শিক্ষার্থীরা এই চারণ কবি – ভারভারা রাও (অনুবাদ- শঙ্খ ঘোষ) MCQ সমাধানের মধ্য দিয়ে তাদের একাদশ শ্রেণির প্রথম সেমিষ্টার পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে পারবে।

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার আপডেট লাভ করতে মোবাইল স্ক্রিনের বা’দিকের নিম্নের অংশে থাকা বেল আইকনটিতে (🔔) টাচ করে শিক্ষালয় ওয়েবসাইটের নোটিফিকেশন অন করে রাখুন।

চারণ কবি – ভারভারা রাও (অনুবাদ- শঙ্খ ঘোষ) MCQ:

১) কবি ভারভারা রাও জন্মগ্রহণ করেছিলেন- ১৯৪০ সালে

২) কবির সম্পূর্ণ নাম- পেন্ডিয়ালা ভারভারা রাও 

৩) কবি গ্রেপ্তার হয়েছিলেন- ২০১৮ সালে 

৪)  কবিকে যে অপরাধের আওতায় গ্রেপ্তার করা হয়েছিল- ভীমা কোরেগাঁও সহিংসতা 

৫) কবি মুক্তি পান- ২০২২ সালের আগষ্ট মাসে 

৬) কবি যে সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেছেন- তেলেগু 

৭) কবি যে সাহিত্য পত্রিকার সাথে যুক্ত ছিলেন- সৃজানা 

৮) সৃজানা পত্রিকা পরবর্তীতে রূপান্তরিত হয়- অরুণতারা পত্রিকায় 

৯) কবি ভারভারা রাও -এর প্রথম কবিতা সংকলন- চালি নেগাল্লু (ক্যাম্প ফায়ার) 

১০) কবির নির্বাচিত কবিতা সংকলনের নাম- ভারাভারা রাও কবিতাম 

১১) কবিকে যে কারণে মুক্তি দেওয়া হয়- শারীরিক অসুস্থতা 

১২) নিয়মকানুন হয়েছে- লোপাট 

১৩) ‘সময়ের ঢেউ তোলা _____ দল’- কালো মেঘের

১৪) যা চুঁইয়ে পড়ছে না- রক্ত 

১৫) ঘূর্ণিপাকে বিদ্যুৎ যা হয়ে উঠেছে- বাজ 

১৬) বৃষ্টি ছিল- ঝিরঝিরে

১৭) ঝিরঝিরে বৃষ্টি পরিণত হয়েছে- প্রলয়ঝড়ে 

১৮) মায়ের বুকে রয়েছে- বেদনাশ্রু 

১৯) জেলের গরাদ থেকে যা বেরিয়ে এসেছে- কবির কোনো লিপিকার স্বর 

২০) জিভে যা লাগার কথা বলা হয়েছে- কাঁপন 

২১) বাতাসকে যে মুক্ত করে দেয়- সুর

২২) গান যা হয়ে উঠেছে- যুদ্ধেরই শস্ত্র

২৩) শস্ত্র শব্দের অর্থ- যে প্রহরণ হাতে ধরে (অস্ত্র) 

২৪) কবিকে যা করা হয়- কয়েদ

২৫) কবিকে তারা কি পায়- ভয় 

২৬) গরদানে শক্ত করে যা জড়িয়ে দেওয়া হয়- ফাঁস 

২৭) কবি তাঁর সুর নিয়ে শ্বাস ফেলেছেন- জনতার মাঝখানে 

২৮) ফাঁসির মঞ্চ ভারসাম্য রাখবার জন্য যা হচ্ছে- মাটিতে মিলিয়ে যাচ্ছে 

২৯) ফাঁসুড়েকে যে বিশেষণ প্রদান করা হয়েছে- তুচ্ছ 

৩০) তুচ্ছ ফাঁসুড়েকে যা করা হচ্ছে- ঝুলিয়ে দেওয়া হচ্ছে 

…… আরো প্রশ্নের উত্তর দেখতে এই লিঙ্কটি অনুসরণ করতে হবে 

চারণ কবি- ভারভারা রাও কবিতার প্রস্তুতি যাচাই করতে নিম্নের MCQ TEST -টি প্রদান করো 

চারণ কবি- ভারভারা রাও MCQ TEST 1 

নিম্নের প্রশ্নের উত্তরগুলি শুধুমাত্র শিক্ষালয় ওয়েবসাইটের সাবস্ক্রাইবারদের জন্যঃ 

চারণ কবি – ভারভারা রাও (অনুবাদ- শঙ্খ ঘোষ) MCQ সেট ১ 

উত্তর দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে 

চারণ কবি – ভারভারা রাও (অনুবাদ- শঙ্খ ঘোষ) MCQ সেট ২

উত্তর দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে

…… এখানে আরো প্রশ্নের উত্তর প্রদান করা হবে। সব নোট দেখতে শিক্ষালয় ওয়েবসাইট সাবস্ক্রিপশন করতে হবে। আর সব আপডেট পেতে নিয়মিত শিক্ষালয় ওয়েবসাইট ভিজিট করতে হবে। 

চারণ কবি – ভারভারা রাও (অনুবাদ- শঙ্খ ঘোষ) থেকে আরো প্রশ্নের উত্তর দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে 

একাদশ ও দ্বাদশ শ্রেণির সব বিষয়ের সিলেবাস ও নম্বর বিভাজন দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে 

শিক্ষালয় ওয়েবসাইটের কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক নিম্নে প্রদান করা হলোঃ

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার নোট, সাজেশন, প্রশ্নপত্র ও মক টেষ্টের সুবিধা গ্রহণ করতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করে বিষদ তথ্য জেনে নাওঃ 

paid courses

 

You cannot copy content of this page

Need Help?