অভিষেক কবিতার MCQ প্রশ্নের উত্তর

অভিষেক কবিতার MCQ প্রশ্নের উত্তর

শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে দশম শ্রেণির মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য বাংলা অভিষেক কবিতার MCQ প্রশ্নের উত্তর প্রদান করা হলো। দশম শ্রেণির মাধ্যমিক শিক্ষার্থীরা এই অভিষেক কবিতার MCQ প্রশ্নের উত্তর সমাধানের মধ্য দিয়ে তাদের পাঠ্য কবিতাটি সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করতে পারবে। অভিষেক কবিতার MCQ প্রশ্নের উত্তর পরীক্ষার্থীদের পরীক্ষা প্রস্তুতিতে সহায়ক হয়ে উঠবে। 

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার আপডেট লাভ করতে মোবাইল স্ক্রিনের বা’দিকের নিম্নের অংশে থাকা বেল আইকনটিতে (🔔) টাচ করে শিক্ষালয় ওয়েবসাইটের নোটিফিকেশন অন করে রাখুন।

অভিষেক কবিতার MCQ প্রশ্নের উত্তর : 

১) ‘কনক’ শব্দের অর্থ- সোনা

২) ‘বীরেন্দ্রকেশরী’ বলা হয়েছে- মেঘনাদকে

৩) মেঘনাদের ধাত্রীমাতা হলেন- প্রভাষা

৪) ধাত্রীর ছদ্মবেশে মেঘনাদের কাছে এসেছিলেন- লক্ষ্মী 

৫) ‘অম্বুরাশি-সুতা’ কথার অর্থ- সমুদ্রকন্যা

৬) ‘অম্বুরাশি-সুতা’ বলে বোঝানো হয়েছে- লক্ষ্মীকে

৭) ‘ভগবতি’ বলে সম্বোধন করা হয়েছে- লক্ষ্মীকে

৮) ‘অদ্ভুত বারতা’ হল- বীরবাহুর মৃত্যু

৯) ‘রত্নাকর’ শব্দের অর্থ- সমুদ্র

১০) ‘মায়াবী মানব’ হলেন- রামচন্দ্র 

১১) ছিড়িলা ________ রোষে মহাবলী- কুসুমদাম 

১২) মেঘনাদের পদতলে পড়ে শোভা পেয়েছিল- কুন্ডল

১৩) ‘বৈরিদল’ শব্দের অর্থ- শত্রুদল 

১৪) ‘ঘুচাব ও অপবাদ, বধি _______- রিপুকুলে

১৫) ‘রথীন্দ্রর্ষভ’ শব্দের অর্থ- শ্রেষ্ঠ রথী

১৬) ‘হৈমবতিসুত’ হলেন- কার্তিক

১৭) ‘হৈমবতিসুত’ বধ করেছিলেন- তারকাসুরকে 

১৮) ‘কিরীটি’ বলা হয়েছে- অর্জুনকে

১৯) বিরাটপুত্রসহ কিরীটি কী উদ্ধার করতে গিয়েছিলেন- গোধন

২০) মেঘনাদের রথ ছিল- মেঘবর্ণ

২১) মেঘনাদের রহচক্রে ছিল- বিজলির ছটা 

২২) ইন্দ্রজিতের স্ত্রীর নাম- প্রমীলা

২৩) ‘ব্রততী’ শব্দের অর্থ- লতা

২৪) ‘মাতঙ্গ’ শব্দের অর্থ- হাতি

২৫) ‘কিঙ্করী’ শব্দের অর্থ- দাসী 

২৬) ‘বিধুমুখী’ বলা হয়েছে- প্রমীলাকে 

২৭) ‘শিঞ্জিনী’ শব্দের অর্থ- ধনুকের ছিলা 

২৮) ‘টঙ্কার’ হল- ধনুকের ছিলার শব্দ 

২৯) ‘পক্ষীন্দ্র’ হল- গরুড়

৩০) ‘কৌশিক ধ্বজ’ শব্দের অর্থ- রেশমি পতাকা

৩১) ‘কর্বুরদল’ হল- রাক্ষসদল

৩২) মেঘবাহন হলেন- ইন্দ্র

৩৩) ‘রুষিবেন দেব ______’ – অগ্নি

৩৪) ইষ্টদেবকে পূজা করার কথা বলা হয়েছে- নিকুম্ভিলা যজ্ঞাগারে 

৩৫) ‘গঙ্গোদক’ শব্দের অর্থ- গঙ্গাজল 

অভিষেক কবিতার MCQ প্রশ্নের MOCK TEST প্রদান করতে এই লিঙ্কটিকে অনুসরণ করতে হবে 

অভিষেক কবিতার সকল প্রশ্নের উত্তর দেখতে এই লিঙ্কটি অনুসরণ করতে হবে 

দশম শ্রেণির অধ্যায়ভিত্তিক বাংলা প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে 

class ten bengali note

শিক্ষালয় ওয়েবসাইটের কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক নিম্নে প্রদান করা হলোঃ

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার নোট, সাজেশন, প্রশ্নপত্র ও মক টেষ্টের সুবিধা গ্রহণ করতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করে বিষদ তথ্য জেনে নাওঃ 

paid courses

You cannot copy content of this page