একাদশ শ্রেণি প্রথম সেমিস্টার শিক্ষাবিজ্ঞান প্রশ্নপত্র (সেট ১)

একাদশ শ্রেণি প্রথম সেমিস্টার শিক্ষাবিজ্ঞান প্রশ্নপত্র (সেট ১)

শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার প্রদান করতে চলা শিক্ষার্থীদের শিক্ষাবিজ্ঞান (Education) বিষয়ে চূড়ান্ত প্রস্তুতি গ্রহণের লক্ষ্যে একাদশ শ্রেণি প্রথম সেমিস্টার শিক্ষাবিজ্ঞান প্রশ্নপত্র (সেট ১) প্রদান করা হলো। একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার শিক্ষাবিজ্ঞান বিষয়ের এই একাদশ শ্রেণি প্রথম সেমিস্টার শিক্ষাবিজ্ঞান প্রশ্নপত্র (সেট ১) সমাধানের মধ্য দিয়ে একাদশ শ্রেণির শিক্ষার্থীরা তাদের একাদশ শ্রেণি প্রথম সেমিস্টার শিক্ষাবিজ্ঞান বিষয়ের প্রস্তুতি গ্রহণ করতে পারবে। শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে একাদশ শ্রেণির অন্যান্য বিষয়গুলির জন্যও এমনই প্রশ্নসেট প্রদান করা হয়েছে এবং আরো প্রদান করা হবে। 

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার আপডেট লাভ করতে মোবাইল স্ক্রিনের বা’দিকের নিম্নের অংশে থাকা বেল আইকনটিতে (🔔) টাচ করে শিক্ষালয় ওয়েবসাইটের নোটিফিকেশন অন করে রাখুন।

১) সংকীর্ণ অর্থে শিক্ষা হল-

 

২) লাতিন শব্দ ‘Educere’-এর অর্থ হল-

 

৩) ‘Educare’ শব্দের অর্থ হল-

 

৪) ডিউই-র মতে শিক্ষার উদ্দেশ্য হল-

 

৫) ‘Educatum’ শব্দটির অর্থ হল-

 

৬) ‘শিক্ষা একটি দ্বিমুখী প্রক্রিয়া’- উক্তিটি কার?

 

৭) বিবেকানন্দের মতে শিক্ষা হল-

 

৮) “সা বিদ্যা যা বিমুক্তয়ে” – কোথায় বলা হয়েছে? 

 

৯) “শিক্ষা হল মানুষের অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ”-এই কথাটি বলেছেন- 

 

১০) শিক্ষার প্রধান লক্ষ্য হল চরিত্রকে বলিষ্ঠ ও কর্মঠ করা”-এই অভিমতটি কার? 

 

১১) শিক্ষা একটি দ্বিমেবুবিশিষ্ট প্রক্রিয়া যার একদিকে রয়েছেন শিক্ষক এবং অপর দিকে রয়েছে –

 

১২) প্রদত্ত কোনটি ব্যাপক অর্থে শিক্ষার বৈশিষ্ট্য নয়?

 

১৩) “শিশুর এবং ব্যক্তির দেহ, মন ও আত্মার পরিপূর্ণ বিকাশের প্রচেষ্টা হল শিক্ষা”-উক্তিটি করেছেন- 

 

১৪) সমাজকে কলুষিত প্রতিষ্ঠান বলে মনে করেন – 

 

১৫) শিক্ষা শব্দটি সংস্কৃত ‘শাস্’ ধাতু থেকে এসেছে যার অর্থ –

 

১৬) আধুনিক শিক্ষাব্যবস্থা হল – 

 

১৭) “শিক্ষার্থী যা কিছু শেখে তাই হল পাঠক্রম।”- উক্তিটি হল-

 

১৮) আধুনিক শিক্ষা হল, একটি – 

 

১৯) শিক্ষা এক প্রকারের – 

 

২০) শিক্ষার লক্ষ্য থাকা – 

 

২১) শিক্ষার লক্ষ্য_________হিসেবে নির্বাচন করা উচিত।

 

২২) শিক্ষার কোন লক্ষ্যে শিক্ষার্থীর কর্মদক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়? 

 

২৩) শিক্ষার লক্ষ্য বলতে নৈতিক চারিত্রিক বিকাশের কথা বলেছিলেন – 

২৪) শিক্ষার নৈতিক লক্ষ্য হল শিক্ষার্থীদের মধ্যে_______ জাগ্রত করা।

 

২৫) শিক্ষার যে লক্ষ্যে শিক্ষার্থীর কর্মদক্ষতার উপরই কেবলমাত্র গুরুত্ব দেওয়া হয়, তাকে বলা হয়-

 

২৬) যে শিক্ষার লক্ষ্যে শুধুমাত্র শিক্ষার্থীর চাহিদা বা প্রয়োজনের কথাই ভাবা হয় তাকে বলা হয় শিক্ষার –

 

২৭) ‘মানুষকে উপার্জনক্ষম করে তোলাই শিক্ষার লক্ষ্য’ -শিক্ষার এই জাতীয় লক্ষ্যকে বলা হয়-

 

২৮) শিক্ষার ব্যক্তিগত লক্ষ্যে বিশেষভাবে উপর তাকে বলা হয়- গুরুত্ব দেওয়া হয়েছে যে প্রয়োজনের – 

 

২৯) আধুনিক শিক্ষার একমাত্র লক্ষ্য হল – 

 

৩০) ‘একক বিচ্ছিন্ন ব্যক্তি কল্পনায় থাকলেও বাস্তবে তা সম্ভব নয়’ কথাটি লিখেছেন – 

 

৩১) ‘শিক্ষা’ শব্দটি সংস্কৃত ‘শাস্’ ধাতু থেকে এসেছে, যার অর্থ-

 

৩২) শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থীর ভূমিকা হবে – 

 

৩৩) ব্যাপক অর্থে শিক্ষা হল _______প্রক্রিয়া।

 

৩৪) ব্যাপক অর্থে জীবন বিকাশে____হল শিক্ষা।

 

৩৫) আধুনিক অর্থে শিক্ষা হল শিক্ষার্থীর _______বিকাশের প্রক্রিয়া। 

 

৩৬) ব্যাপক তাৎপর্যে শিক্ষায় শিক্ষক, শিক্ষার্থীর _____ ভূমিকা গ্রহণ করেন।

 

৩৭) ‘প্রতিপালন’ বা পরিচর্যা করার অর্থে ইংরাজি EDUCATION শব্দটি_________ ল্যাটিন শব্দ থেকে এসেছে।

৩৮) ব্যাপক অর্থে ‘শিক্ষা’ হল – 

 

৩৯) আধুনিক শিক্ষা হল, একটি – 

৪০) শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থীর মূখ্য ভূমিকা হল – 

একাদশ শ্রেণি বাংলা প্রথম সেমিস্টারের MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে

class-eleven-bengali-semester-1

একাদশ শ্রেণি ইংরাজি প্রথম সেমিস্টারের MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে 

class-eleven-english-note-new-syllabus

একাদশ শ্রেণি রাষ্ট্রবিজ্ঞান প্রথম সেমিস্টারের MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে 

class-eleven-pol-science-first-semester-question-answers

একাদশ শ্রেণি শিক্ষাবিজ্ঞান প্রথম সেমিস্টারের MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে 

class-eleven-education-first-semester-question-answers

একাদশ শ্রেণি ইতিহাস প্রথম সেমিস্টারের MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে

class-eleven-history-first-semester-question-answers

একাদশ শ্রেণি ভূগোল প্রথম সেমিস্টারের MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে

class-eleven-geography-first-semester-question-answers

একাদশ ও দ্বাদশ শ্রেণির সব বিষয়ের সিলেবাস ও নম্বর বিভাজন দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে 

শিক্ষালয় ওয়েবসাইটের কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক নিম্নে প্রদান করা হলোঃ

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার নোট, সাজেশন, প্রশ্নপত্র ও মক টেষ্টের সুবিধা গ্রহণ করতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করে বিষদ তথ্য জেনে নাওঃ 

paid courses

You cannot copy content of this page