বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো MCQ প্রশ্নের উত্তর

বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো MCQ প্রশ্নের উত্তর

শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো MCQ প্রশ্নের উত্তর প্রদান করা হলো। একাদশ শ্রেণির শিক্ষার্থীরা এই বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো MCQ প্রশ্নের উত্তর পাঠ করে তাদের একাদশ শ্রেণি বাংলা সেমিস্টার ১ পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে পারবে।

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার আপডেট লাভ করতে মোবাইল স্ক্রিনের বা’দিকের নিম্নের অংশে থাকা বেল আইকনটিতে (🔔) টাচ করে শিক্ষালয় ওয়েবসাইটের নোটিফিকেশন অন করে রাখুন।

বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো MCQ প্রশ্নের উত্তরঃ 

১) দেবদূতের ডানায় মস্ত পালক গজিয়েছিল- ডিসেম্বরের গোড়ায়

২) দেবদূত যখন উড়ে যাচ্ছিল তখন তাকে দেখাচ্ছিল- জরাগ্রস্থ শকুনের মতো

৩) বৃষ্টির রাতে তাদের শোবার ঘরে হাঁটছিল- কাঁকড়া

৪) সবজি বাগানের মধ্যে দেবদূতের নখের আঁচড়ে পড়েছিল- গভীর খাঁজ

৫) জলবসন্ত একই সঙ্গে পেড়ে ফেলল- দুজনকে

৬) এক কুষ্ঠরোগী যার ঘা গুলো থেকে গজিয়েছিল- সূর্যমুখী ফুল

৭) বাড়ির মালিকদের অবশ্য ______করার কোনোই কারণ ছিল না- বিলাপ

৮) ‘আঁতকে জেগে উঠেছিল সে তখন’- তাঁর আঁতকে জেগে ওঠার কারণ- লোকেরা তার পাশটা পুড়িয়ে দিয়েছিল তপ্ত লোহায়

৯) ভ্রাম্যমাণ প্রদর্শনীর মেয়েটি মাকড়সা হয়েছিল- বাবা মার কথার অবাধ্য হয়ে

১০) ডানাওয়ালা বুড়ো লোকটা খায়- ন্যাপথলিন

১১) থুরথুরে বুড়ো একমাত্র অতিপ্রাকৃত শক্তি হল- তার ধৈর্য্য 

১২) দেবদূতের উড়ে যাওয়ার দৃশ্য দেখে এলিসেন্দা- স্বস্তি বোধ করে 

১৩) পেলাইওর নবজাত শিশুটি কষ্ট পেয়েছে প্রবল- জ্বরে

১৪) সহজ সরল গোছের মানুষেরা এই অচেনা মানুষটিকে চেয়েছিলেন- পুরপিতা করতে 

১৫) সেই দুঃস্বপ্ন দেখে যা হয়- আঁতকে ওঠে 

১৬) পাদ্রে গোনসাগা যাজক হওয়ার আগে ছিলেন- কাঠুরে 

১৭) থুরথুরে বুড়োর ডানা যাতে জট পাকিয়ে গেছে চিরকালের মতো- কাদায়

১৮) দেবদূতকে দেখার জন্য এলিসেন্দা দর্শনী হিসেবে অর্থ ধার্য করেছিল- পাঁচ সেন্ট

১৯) দুর্বোধ্য ভাষায় জবাব দিয়েছিল- রিনরিনে গলায় 

২০) পরশীনির মতে ওরা করেছিল- মস্ত ভুল

২১) ডানার যে দমকা ঝাপটা তুলেছিল তা ছিল- আতঙ্কের

২২) দেবদূত যে রোগে আক্রান্ত হয়েছিল তার নাম- জল বসন্ত

২৩) মাকড়সায় পরিণত হওয়া মেয়েটির মাথাটা ছিল- কুমারী মেয়ের মতো

২৪) ‘এ যে এক দেবদূত’ উক্তিটির বক্তা- পড়োশীনি

২৫) মুখ গুঁজে উপুড় হয়ে পড়ে ছিল- কাদার মধ্যে

২৬) স্থানীয় পাদ্রি সাহেবের নাম- গোনসাগা

২৭) ‘বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো’ গল্পটির রচয়িতা- গাবরিয়েল গার্সিয়া মার্কেজ 

২৮) ‘বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো’ গল্পটির অনুবাদক- মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় 

২৯) পেলাইওরা প্রচুর কাঁকড়া মেরেছিল বর্ষার- তৃতীয় দিনে

৩০) যে দিন থেকে সারা জগৎ বিষণ্ণ হয়ে আছে- মঙ্গলবার 

৩১) দেবদূতকে প্রথম দেখেছিল- পেলাইও 

৩২) পেলাইওর স্ত্রীর নাম- এলিসেন্দা 

৩৩) বুড়োর পড়নে ছিল- ন্যাকড়াকুড়ুনির পোশাক 

৩৪) বৃদ্ধ লোকটির অবস্থা ছিল- ঝোড়ো কাকের প্র-প্রপিতামহের করুণ দশার মতো 

৩৫) পেলাইও আর এলিসেন্দা বুড়োটির সম্বন্ধে ভেবেছিল- ভিনদেশি জাহাজের নিঃসঙ্গ ভরাডুবি নাবিক 

৩৬) থুরথুরে বুড়োকে কোনো ভিনদেশি জাহাজের নিঃসঙ্গ ভরাডুবি নাবিক বলে মনে করেছিল, কারণ- বুড়ো খালাশিদের মতো গলা ফাটিয়ে দুর্বোধ্য ভাষায় কথা বলেছিল 

৩৭) ‘এ যে দেবদূত’- কথাটি বলেছিল- প্রতিবেশী এক মহিলা 

৩৮) প্রতিবেশিনীর মতে থুরথুরে বুড়োটি এসেছিল- বাচ্চা চুরি করতে 

৩৯) বৃদ্ধ ডানাওয়ালা মানুষটিকে পেলাইও বন্দি করে রাখল- মুরগির খাঁচায় 

৪০) তারা বৃদ্ধকে বারদরিয়ায় ছেড়ে দিতে চেয়েছিল, কারণ- তাদের সন্তানের জ্বর সেরে যাওয়ায় তারা খুশি হয়েছিল 

৪১) স্থানীয় পাদরি সাহেব হলেন- গোনসাগা 

৪২) পাদ্রে গোনসাগা উপস্থিত হয়েছিলেন- সকাল সাতটায় 

৪৩) যারা সহজসরল গোছের মানুষ তারা এই অচেনা মানুষটিকে বানাতে চেয়েছিল- পুরপিতা 

৪৪) রুষ্ট প্রকৃতির মানুষেরা বৃদ্ধকে নিয়োগ করতে চেয়েছিল- সেনাপতি পদে 

৪৫) যাজক হবার আগে গোনসাগা ছিলেন- কাঠুরে 

৪৬) বুড়োকে খেতে দেওয়া হয়েছিল- ফলের খোসা ও ছোট হাজরির উচ্ছিষ্ট 

৪৭) পাদ্রে গোনসাগা বৃদ্ধের সাথে কথা বলেছিলেন যে ভাষায়- ল্যাটিন 

৪৮) পাদ্রে গোনসাগা বুড়োকে সন্দেহ করতে শুরু করলেন, যখন তিনি বুঝলেন- বুড়ো ঈশ্বরের ভাষাই বোঝে না 

৪৯) বৃদ্ধকে দেবদূত ভাবার কারণ ছিল- তার বড়ো দুটি ডানা 

৫০) পাদ্রে গোনসাগা চিঠি লিখেছিলেন- বিশপকে  

৫১) …….. আরো প্রশ্নের উত্তর দেখতে এই লিঙ্কটি অনুসরণ করতে হবে 

বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো গল্পের পরীক্ষা প্রস্তুতি যাচাই করতে নিম্নের MCQ TEST -টি প্রদান করো 

বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো MCQ TEST 1 

বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো MCQ TEST 2 

নিম্নের নোটগুলি শুধুমাত্র শিক্ষালয় ওয়েবসাইটের সাবস্ক্রাইবারদের জন্যঃ 

বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো MCQ প্রশ্নের উত্তর সেট ১

উত্তর দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে 

বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো MCQ প্রশ্নের উত্তর সেট ২
বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো MCQ প্রশ্নের উত্তর সেট ৩
বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো MCQ প্রশ্নের উত্তর সেট ৪
…… এখানে খুব শীঘ্রই আরো নোট প্রদান করা হবে। সব নোট দেখতে সাবস্ক্রাইব করো শিক্ষালয় ওয়েবসাইট। আর আপডেটগুলি পেতে নিয়মিত লক্ষ্য রাখো শিক্ষালয় ওয়েবসাইটে। 

বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো গল্পের অন্যান্য প্রশ্নের উত্তরগুলি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে 

একাদশ ও দ্বাদশ শ্রেণির সব বিষয়ের সিলেবাস ও নম্বর বিভাজন দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে 

শিক্ষালয় ওয়েবসাইটের কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক নিম্নে প্রদান করা হলোঃ

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার নোট, সাজেশন, প্রশ্নপত্র ও মক টেষ্টের সুবিধা গ্রহণ করতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করে বিষদ তথ্য জেনে নাওঃ 

paid courses

You cannot copy content of this page

Need Help?