সপ্তম শ্রেণির দ্বিতীয় ইউনিট টেস্টের বাংলা প্রশ্ন
শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের জন্য তাদের দ্বিতীয় ইউনিট টেস্টের প্রস্তুতির লক্ষ্যে আরো একটি ‘সপ্তম শ্রেণির দ্বিতীয় ইউনিট টেস্টের বাংলা প্রশ্ন’ প্রদান করা হলো। শিক্ষার্থীরা এই সপ্তম শ্রেণির দ্বিতীয় ইউনিট টেস্টের বাংলা প্রশ্ন সমাধানের মধ্য দিয়ে তাদের দ্বিতীয় ইউনিট টেস্ট বাংলা পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে পারবে। ইতিপূর্বেও শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে তোমাদের জন্য বেশ কয়েকটি প্রশ্নপত্র প্রদান করা হয়েছে। তোমরা শিক্ষালয় ওয়েবসাইটের সার্চ বক্সে সার্চ করে সেই প্রশ্নপত্রগুলিও দেখে নিতে পারবে।
শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার আপডেট লাভ করতে মোবাইল স্ক্রিনের বা’দিকের নিম্নের অংশে থাকা বেল আইকনটিতে (🔔) টাচ করে শিক্ষালয় ওয়েবসাইটের নোটিফিকেশন অন করে রাখুন।
সপ্তম শ্রেণির দ্বিতীয় ইউনিট টেস্টের বাংলা প্রশ্নঃ
১) সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখোঃ ১*৬=৬
১.১) “দেবদূত মঞ্চ আলো করে দাঁড়িয়ে আছেন।”- এখানে ‘দেবদূত’ হলেন ? (কাজী নজরুল ইসলাম / নেতাজি / রামকুমার চট্টোপাধ্যায়)।
১.২) ঠাকুমা গল্প শোনায়- ( নাতনিকে / নাতিকে / পাড়াপড়শিকে)।
১.৩) সঠিক বানানটি বেছে নিয়ে লেখো- (সংশোধন / সম্বোধন / সম্বোধন)।
১.৪) ‘পঙ্কজ’- কী ধরনের শব্দ ? (যৌগিক / রুঢ় / যোগরূঢ়)।
১.৫) বিপরীতার্থক শব্দদ্বৈতের উদাহরণ কোনটি ? ( বাড়িঘর / অল্পবিস্তর / ধারেকাছে)।
১.৬) ‘ঘণ্টায় ঘণ্টায় ওষুধ খেতে হয়’- ‘ঘন্টায় ঘন্টায়’ শব্দদৈত্যটি যে অর্থে ব্যবহৃত হয়েছে– (নিয়মিত অর্থে / দ্রুত অর্থে / বহুলতা বোঝাতে)।
২) অতিসংক্ষিপ্ত উত্তর দাওঃ ১*৬=৬
২.১) ATP-র পুরো কথাটি লেখো।
২.২) স্মৃতিচিহ্ন কবিতাটি কামিনী রায়ের কোন্ কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত ?
২.৩) ‘মেঘ-চোর’ গল্পে পুরন্দর কর্তৃক সৃষ্ট অ্যালয়টি কী দিয়ে তৈরি ?
২.৪) ‘জনগণমন-অধিনায়ক’—গানটি প্রথম কোথায় গাওয়া হয়েছিল ?
২.৫) তখনকার দিনে স্বদেশি মিটিং-এর রীতি কী ছিল ?
২.৬) সরাইখানায় কী কী খাবার পাওয়া যেত ?
৩) সংক্ষিপ্ত উত্তর দাওঃ ৩*৩=৯
৩.১) ‘চিরদিনের’ কবিতাটিতে গ্রামীণ মানুষের জীবনযাপনের কী পরিচয় পাওয়া যায় ?
৩.২) মেঘচোর গল্পে কাকে মেঘচোর বলা হয়েছে ? তোমার কী তাকে সত্যিই মেঘচোর বলে মনে হয় ? তোমার উত্তরের স্বপক্ষে যুক্তি দাও।
৩.৩) ‘ওরা ভেবেছিল মনে’- উক্তিটি কোথা থেকে নেওয়া হয়েছে ? এখানে ‘ওরা’ বলতে কাদের বোঝানো হয়েছে ? তারা কী ভেবেছিল ?
৩.৪) মাকু গল্প অনুসারে সরাইখানার মালিকের পরিচয় দাও।
৪) যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করোঃ ৮*১=৮
৪.১) দৈনন্দিন জীবনে বিজ্ঞান
৪.২) তোমার প্রিয় ঋতু
সপ্তম শ্রেণির আরো প্রশ্নপত্র দেখতে এই লিঙ্কটি অনুসরণ করতে হবে
সপ্তম শ্রেণি দ্বিতীয় ইউনিট টেস্ট বাংলা সাজেশন দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
সকল ক্লাসের দ্বিতীয় ইউনিট টেস্টের প্রশ্ন ও সাজেশন দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
সপ্তম শ্রেণি বাংলা নোট সম্পর্কিত লিঙ্কগুলি নিম্নরূপঃ
- ছন্দে শুধু কান রাখো
- পাগলা গণেশ
- বঙ্গভূমির প্রতি
- একুশের কবিতা
- আত্মকথা
- আঁকা, লেখা
- খোকনের প্রথম ছবি
- কুতুব মিনারের কথা
- কার দৌড় কদ্দুর
- নোট বই
- মেঘ চোর
- দুটি গানের জন্মকথা
- কাজী নজরুলের গান
- স্মৃতিচিহ্ন
- চিরদিনের
- ভানুসিংহের পত্রাবলি
- ভারতীর্থ
- স্বাধীনতা সংগ্রামে নারী
- রাস্তায় ক্রিকেট খেলা
- দিন ফুরোলে
- জাদুকাহিনি
- গাধার কান
- পটলবাবু ফিল্মস্টার
- চিন্তাশীল
- দেবতাত্মা হিমালয়
- মাকু
- বাংলা ব্যাকরণ
শিক্ষালয় ওয়েবসাইটের কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক নিম্নে প্রদান করা হলোঃ
- বাংলা ব্যাকরণের আলোচনাগুলি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
- শিক্ষালয় ওয়েবসাইটে প্রদান করা প্রবন্ধ রচনাগুলি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির বাংলা অধ্যায়ভিত্তিক নোট দেখতে এই লিঙ্কে ক্লিক করতে হবে
- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির বাংলা অধ্যায়ভিত্তিক MCQ TEST প্রদান করতে এই লিঙ্কে ক্লিক করতে হবে
- শিক্ষালয় ইউটিউব চ্যানেলটি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির সাজেশন দেখতে এই লিঙ্কটি অনুসরণ করতে হবে
শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার নোট, সাজেশন, প্রশ্নপত্র ও মক টেষ্টের সুবিধা গ্রহণ করতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করে বিষদ তথ্য জেনে নাওঃ