কারক নির্ণয়

কারক নির্ণয়

শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে বাংলা ব্যাকরণের গুরুত্বপূর্ণ বিষয় কারক থেকে শিক্ষার্থীদের অনুশীলনের জন্য কারক নির্ণয় প্রদান করা হলো। শিক্ষার্থীরা এই কারক নির্ণয় অনুশীলনের মাধ্যমে তাদের কারক ও বিভক্তি নির্ণয়ের দক্ষতা সম্পর্কে ধারণা লাভ করতে পারবে। শিক্ষার্থীদের জন্য এই পেজের শেষাংশে কারক ও বিভক্তি সম্পর্কিত আলোচনার গুরুত্বপূর্ণ কিছু লিঙ্ক প্রদান করা হয়েছে।

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার আপডেট লাভ করতে মোবাইল স্ক্রিনের বা’দিকের নিম্নের অংশে থাকা বেল আইকনটিতে (🔔) টাচ করে শিক্ষালয় ওয়েবসাইটের নোটিফিকেশন অন করে রাখুন। 

কারক নির্ণয়ঃ 

১) ‘তোমাতে করিব বাস’- কোন ধরনের অধিকরণ ? 

উঃ ভাবাধিকরণ। 

২) ‘তাকে ভূতে পেয়েছে’- কোন  কারক ? 

উঃ কর্তৃ কারক। 

৩) ‘র‌ইলো পড়ে তোমার কাজ‘- কোন কারক ?

উঃ কর্তৃ কারক। 

৪) ‘আমি কি ডরাই সখি ভিখারী রাঘবে‘? – কোন কারক ? 

উঃ অপাদান কারক‌। 

৫) ‘আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ’ – কোন কারক ? 

উঃ কর্ম কারক। 

৬) ‘মৃত্যুর জন্য দিন গুনছি’- কোন কারক ? 

উঃ নিমিত্ত কারক। 

৭) ‘মাটিতে মূর্তি গড়া হয়’- কোন কারক ?  

উঃ করণ কারক। 

৮) ‘ঘাস জন্মালো রাস্তায়’- কোন কারক ?   

উঃ কর্তৃ কারক।

৯) ‘তোমার চলে যাওয়া মেনে নিতে পারিনি’- কোন প্রকার কর্ম ?

উঃ বাক্যাংশ কর্ম। 

১০) ‘তিলে তেল হয়’- কোন কারক ?   

উঃ অপাদান কারক‌। 

…… এমনই আরো কারক নির্ণয় অনুশীলনের জন্য নিম্নের লিঙ্কগুলি অনুসরণ করতে হবে।

কারক-বিভক্তি সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করতে নিম্নের লিঙ্কগুলিতে প্রদান করা আলোচনাগুলি দেখো 

১) বিভক্তি ও তার শ্রেণিবিভাগ 

২) বিভক্তি ও অনুসর্গের পার্থক্য 

৩) কারক ও অকারক পদ 

৪) কর্তৃকারক ও তার শ্রেণিবিভাগ 

৫) কর্মকারক ও তার শ্রেণিবিভাগ 

৬) করণকারক ও তার শ্রেণিবিভাগ

৭) নিমিত্ত কারক

৮) অপাদান কারক 

৯) অধিকরণ কারক 

শিক্ষালয় ওয়েবসাইটের কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক নিম্নে প্রদান করা হলোঃ

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার নোট, সাজেশন, প্রশ্নপত্র ও মক টেষ্টের সুবিধা গ্রহণ করতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করে বিষদ তথ্য জেনে নাওঃ 

paid courses

You cannot copy content of this page

Need Help?