অর্থনৈতিক কার্যাবলীর শ্রেণিবিভাগ MCQ । একাদশ শ্রেণি ভূগোল প্রথম সেমিস্টার
শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে একাদশ শ্রেণির নতুন সিলেবাস অনুসারে প্রথম সেমিস্টার পরীক্ষার প্রস্তুতির লক্ষ্যে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য প্রদান করা হলো অর্থনৈতিক কার্যাবলীর শ্রেণিবিভাগ MCQ । একাদশ শ্রেণি ভূগোল প্রথম সেমিস্টার । একাদশ শ্রেণির শিক্ষার্থীরা এই অর্থনৈতিক কার্যাবলীর শ্রেণিবিভাগ MCQ । একাদশ শ্রেণি ভূগোল প্রথম সেমিস্টার পেজে তাদের ভূগোল (Geography) বিষয়ে সহায়তা লাভ করবে।
শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার আপডেট লাভ করতে মোবাইল স্ক্রিনের বা’দিকের নিম্নের অংশে থাকা বেল আইকনটিতে (🔔) টাচ করে শিক্ষালয় ওয়েবসাইটের নোটিফিকেশন অন করে রাখুন।
অর্থনৈতিক কার্যাবলীর শ্রেণিবিভাগ MCQ । একাদশ শ্রেণি ভূগোল প্রথম সেমিস্টার :
১) ভূগোল শাস্ত্রের যে শাখায় মানুষের ক্রিয়াকলাপ ও প্রাকৃতিক পরিবেশের পারস্পরিক সম্পর্ক আলোচনা করা হয় – অর্থনৈতিক ভূগোল
২) ‘অর্থনৈতিক ভূগোলে মানুষের বিভিন্ন অর্থনৈতিক ক্রিয়াকলাপের উপর পরিবেশের প্রভাব আলোচনা করা হয়’ বলেছেন – জিমারম্যান
৩) পশুপালন যে স্তরের অর্থনৈতিক কাজ – প্রথম
৪) খনির শ্রমিক যে ধরণের অর্থনৈতিক ক্রিয়াকলাপের অন্তর্গত – প্রথম স্তরের
৫) পর্যটন যে প্রকার অর্থনৈতিক ক্ষেত্রের অন্তর্গত – তৃতীয় ক্ষেত্র
৬) সোনালি পোশাকের কর্মীরা যে কাজে নিযুক্ত – পরামর্শদান
৭) সেবাক্ষেত্রের কাজকর্মে নিযুক্ত কর্মীদের বলা হয় – গোলাপি পোশাকের কর্মী
৮) যে অর্থনৈতিক কাজকর্ম সম্পূর্ণ প্রতিষ্ঠান নির্ভর – চতুর্থ স্তরের
৯) মানুষের বিবিধ প্রকার পেশাকে এককথায় বলা যায় – অর্থনৈতিক ক্রিয়াকলাপ
১০) পশম সংগ্রহ যে প্রকার অর্থনৈতিক কাজ – প্রাথমিক
১১) Three Sector Hypothesis ধারণাটি করেন – ক্লার্ক ও ফোরাসাইট
১২) পুরোনো স্মৃতিসৌধ স্থানে ভ্রমণ যে শিল্প নামে পরিচিত – হেরিটেজ
১৩) ‘নির্মাণ শিল্প’ যে প্রকার অর্থনৈতিক কাজের সাথে যুক্ত – মাধ্যমিক
১৪) যেটি প্রাথমিক স্তরের অর্থনৈতিক কাজ – খনিজ আহরণ
১৫) ভারতে নিয়োজিত জনসংখ্যা অর্থনীতির যে ক্ষেত্রে সর্বাধিক – প্রাথমিক
১৬) কালো পোশাকের কর্মী প্রথম স্তরের যে অর্থনৈতিক কাজের সাথে যুক্ত – খনিজ উত্তোলন
১৭) রংহীন পোশাকের কর্মীদের যে নামে আখ্যায়িত করা হয় – কর্মহীন
১৮) সামরিক কাজে যুক্ত কর্মীরা যে নামে আখ্যায়িত হন – সবুজ পোশাকের কর্মী
১৯) সৃজনশীল কাজে নিয়োজিত কর্মী যে পোশাকের কর্মী – হলদে পোশাকের
২০) ‘think Tank’-রা নিয়োজিত থাকেন অর্থনীতির যে ক্ষেত্রের সাথে – পঞ্চম ক্ষেত্র
২১) বনজ সম্পদ সংগ্রহের সাথে নিযুক্ত কর্মীরা যে পোশাকের কর্মী- লাল পোশাকের
২২) খেলাধূলা, নাটক, থিয়েটার-এর সাথে সম্পর্কিত কর্মীরা অর্থনীতির যে ক্ষেত্রের অন্তর্গত – তৃতীয়
২৩) প্রথম শ্রেণির অর্থনৈতিক কাজের সাথে বেশি যুক্ত যে দেশের মানুষ – অনুন্নত
২৪) CEO, Management Executive অর্থনীতির যে ক্ষেত্রের সাথে যুক্ত – কুইনারি
২৫) ভারতের মোট জাতীয় আয়ের যত শতাংশ প্রাথমিক ক্ষেত্র থেকে আসে – ১৮%
২৬) অনুন্নত ও উন্নয়নশীল দেশের অধিকাংশ মানুষের কাজ হল – কৃষি ও প্রাকৃতিক সম্পদ সংগ্রহ
২৭) ৬০০০ খ্রিঃপূঃ উদ্ভিদ ও প্রাণীর গার্হস্থ্যকরণ কাজের মধ্য দিয়ে সূচনা হয় অর্থনীতির – প্রাথমিক ক্ষেত্রের
২৮) সপ্তদশ থেকে উনিশ শতকের মধ্যে অর্থনীতির যে ক্ষেত্রের কাজের বিকাশ লাভ ঘটে – দ্বিতীয় ক্ষেত্রের
২৯) গুদামজাতকরণ ও বিপণন যে প্রকার অর্থনৈতিক কাজ – পরিষেবামূলক
৩০) প্রাকৃতিক সম্পদের সাথে যে স্তরের কার্যাবলি জড়িত – প্রাথমিক স্তর
একাদশ শ্রেণি বাংলা প্রথম সেমিস্টারের MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে
একাদশ শ্রেণি ইংরাজি প্রথম সেমিস্টারের MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে
একাদশ শ্রেণি রাষ্ট্রবিজ্ঞান প্রথম সেমিস্টারের MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে
একাদশ শ্রেণি শিক্ষাবিজ্ঞান প্রথম সেমিস্টারের MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে
একাদশ শ্রেণি ইতিহাস প্রথম সেমিস্টারের MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে
একাদশ শ্রেণি ভূগোল প্রথম সেমিস্টারের MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে
একাদশ ও দ্বাদশ শ্রেণির সব বিষয়ের সিলেবাস ও নম্বর বিভাজন দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
শিক্ষালয় ওয়েবসাইটের কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক নিম্নে প্রদান করা হলোঃ
- বাংলা ব্যাকরণের আলোচনাগুলি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
- শিক্ষালয় ওয়েবসাইটে প্রদান করা প্রবন্ধ রচনাগুলি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির বাংলা অধ্যায়ভিত্তিক নোট দেখতে এই লিঙ্কে ক্লিক করতে হবে
- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির বাংলা অধ্যায়ভিত্তিক MCQ TEST প্রদান করতে এই লিঙ্কে ক্লিক করতে হবে
- শিক্ষালয় ইউটিউব চ্যানেলটি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির সাজেশন দেখতে এই লিঙ্কটি অনুসরণ করতে হবে
শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার নোট, সাজেশন, প্রশ্নপত্র ও মক টেষ্টের সুবিধা গ্রহণ করতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করে বিষদ তথ্য জেনে নাওঃ