বিশ্বের ভাষা ও ভাষা পরিবার MCQ । একাদশ শ্রেণি বাংলা প্রথম সেমিস্টার

বিশ্বের ভাষা ও ভাষা পরিবার MCQ । একাদশ শ্রেণি বাংলা প্রথম সেমিস্টার

শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার প্রদান করতে চলা শিক্ষার্থীদের জন্য বাংলা বিষয়ের অন্তর্ভুক্ত ‘ভাষা’ বিভাগ থেকে বিশ্বের ভাষা ও ভাষা পরিবার MCQ । একাদশ শ্রেণি বাংলা প্রথম সেমিস্টার প্রদান করা হলো। এই MCQ প্রশ্নের উত্তরগুলি সমাধানের মধ্য দিয়ে শিক্ষার্থীরা তাদের একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে পারবে। 

বিশ্বের ভাষা ও ভাষা পরিবার MCQ : 

১) ইজরায়েল দেশের সরকারি ভাষা – আধুনিক হিব্রু

২) ইংরেজি ভাষা যে শাখার অন্তর্গত – জার্মানিক

৩) তুর্কি ভাষা যে বর্গের অন্তর্গত – মুক্তান্বয়ী

৪) মজর ভাষা যে দেশের প্রধান ভাষা, সেই দেশটি হল – হাঙ্গেরি

৫) আরবি ভাষা যে ভাষাপরিবারের অন্তর্গত, তা হল – সেমিটিক

৬) সাময়েদ ভাষা প্রচলিত – সাইবেরিয়ায়

৭) জর্জীয় ভাষা যে ভাষাবংশের অন্তর্গত তা হল – ককেশীয়

৮) কলকাতার রয়্যাল সোসাইটির অধিবেশনে উইলিয়াম জোনস বক্তৃতা দেন – ৭৮৬ খ্রি.

৯) ক্রিট দ্বীপে প্রান্ত গ্রিক ভাষার নিদর্শনটি আনুমানিক – ১৪৫০ খ্রিস্টপূর্বাব্দে

১০) ওল্ড টেস্টামেন্ট-এর মূল ভাষা হল – হিব্রু

১১) পোর্তুগিজ ভাষা যে শাখার অন্তর্গত – ইতালীয়

১২) গ্রিনল্যান্ডে যে ভাষাবংশের ভাষা প্রচলিত – দ্রাবিড়

১৩) শ্যামদেশের বর্তমান নাম – সিংহল

১৪) ফারসি ভাষার জন্ম হয় যে ভাষা থেকে, তা হল – আবেস্তীয়

১৫) আফ্রিকার দক্ষিণ-পশ্চিমাংশে পিগমিদের ভাষাগুলি – সেমীয়-হামীয় ভাষাবংশের অন্তর্গত

১৬) ফ্রান্স ও স্পেনে স্বল্প-প্রচলিত ভাষাটি হল – খজুনা

১৭) চিন ও জাপানে প্রচলিত ছিল – পিজিন-ইংরেজি

১৮) ভাষাপরিবার হল – ধ্বনি, রূপতত্ত্ব, বাক্যগঠনরীতি ইত্যাদির সাদৃশ্যের ভিত্তিতে তৈরি হওয়া বিভিন্ন ভাষাগোষ্ঠী

১৯) গ্রিক, টিউটানিক, কেলটিক ইত্যাদি ভাষা শাখাগুলি হল – সেমীয় ভাষাপরিবারের অন্তর্গত

২০) সেমীয় ভাষাভাষীদের আদি বাসস্থান ছিল – মধ্য ও দক্ষিণ আফ্রিকা

২১) আরবি ভাষা বিশেষভাবে উল্লেখযোগ্য, কারণ – এটি এশিয়ার প্রাচীনতম ভাষা

২২) মিশ্রভাষা চিনুক উদ্ভূত হয় – সপ্তদশ শতাব্দীতে

২৩) আমেরিকার ওরেগন অঞ্চলে উদ্ভূত হয় – পিজিন-ইংরেজি

২৪) এসপেরান্তো ভাষা সৃষ্টি হয় – ১৮৭৮ খ্রি.

২৫) এসপেরান্তো ভাষার ব্যাকরণে সূত্র রয়েছে – ৩২টি

২৬) পৃথিবীর সমস্ত ভাষাকে  ভাগ করা হয়েছে – কুড়িটি ভাষাপরিবারে 

২৭) জার্মান ভাষা অন্তর্গত – উগ্ৰীয়

২৮) এশিয়ার আরব অঞ্চল যে ভাষার প্রচলনস্থান – ফিনিশীয় 

২৯) হামীয় শাখার সর্বপ্রধান ভাষা হল – ইতালিক

৩০) যে ভাষা বান্টু উপভাষাবংশের অন্তর্গত – কপটিক 

৩১) ইসলাম ধর্মের বাহক যে ভাষা – ফরাসি

৩২) বিখ্যাত ভাষাবিজ্ঞানী ওটো ইয়েসপারসন-এর উদ্ভূত কৃত্রিম বিশ্বভাষার নাম – Interglossa

৩৩) জেন্দ আবেস্তা রচিত হয় যে ভাষায় – প্রাচীন পারসিক

৩৪) উত্তর জার্মানিক ভাষা শাখা থেকে উদ্ভূত হয়েছে – ওলন্দাজ

৩৫) পৃথিবীর বৃহত্তম ভাষাবংশ হল – দ্রাবিড়

একাদশ শ্রেণির সমস্ত বিষয়ের MCQ প্রশ্নের উত্তর দেখতে এই লিঙ্কটি অনুসরণ করতে হবে 

 

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

আমরা শনাক্ত করেছি যে আপনি বিজ্ঞাপন ব্লক করতে এক্সটেনশন ব্যবহার করছেন। এই বিজ্ঞাপন ব্লকার নিষ্ক্রিয় করে আমাদের সমর্থন করুন।

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock

You cannot copy content of this page

Need Help?