একাদশ শ্রেণির দ্বিতীয় সেমিস্টার শিক্ষাবিজ্ঞান প্রশ্নপত্র
শিক্ষালয় ওয়েবসাইটের (www.sikkhalaya.in ) পক্ষ থেকে একাদশ শ্রেণির দ্বিতীয় সেমিস্টার প্রদান করতে চলা শিক্ষার্থীদের সুবিধার্থে একাদশ শ্রেণির দ্বিতীয় সেমিস্টার শিক্ষাবিজ্ঞান প্রশ্নপত্র প্রদান করা হলো। একাদশ শ্রেণির শিক্ষাবিজ্ঞান প্রশ্নের উত্তর তৈরি করতে এই একাদশ শ্রেণি শিক্ষাবিজ্ঞান প্রশ্নপত্রটি শিক্ষার্থীদের জন্য সহায়ক হয়ে উঠবে।
একাদশ শ্রেণির দ্বিতীয় সেমিস্টার শিক্ষাবিজ্ঞান প্রশ্নপত্র :
1. নিম্নলিখিত যে-কোনো দুটি বর্ণনামূলক প্রশ্নের উত্তর দাও। (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) 10×2=20
(a) বৃদ্ধি ও বিকাশের নীতিগুলি ব্যাখ্যা করো।
অথবা, বাল্যকালে শিশুদের শিক্ষার উদ্দেশ্যগুলি বর্ণনা করো।
(b) হান্টার কমিশন কত সালে গঠিত হয় ? হান্টার কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষানীতি সম্পর্কে লেখো।
অথবা, পরাবিদ্যা ও অপরাবিদ্যা বলতে কী বোঝো ? বৈদিক যুগের শিক্ষার পাঠক্রম সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো।
2. নিম্নলিখিত যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) 5×2=10
(a) থর্নডাইকের শিখনের মুখ্য সূত্র তিনটি লেখো। শিক্ষাক্ষেত্রে যে-কোনো দুটি মূলসূত্রের গুরুত্ব আলোচনা করো।
অথবা, পর্যবেক্ষণ পদ্ধতি কী ? এর শ্রেণিবিভাগগুলি উল্লেখ করো। বিভিন্ন ধরনের পর্যবেক্ষণ পদ্ধতির সংজ্ঞা দাও।
(b) বিদ্যাসাগর রচিত বর্ণপরিচয় পুস্তকটির গুরুত্ব আলোচনা করো।
অথবা, সমাজসংস্কারক হিসেবে বেগম রোকেয়ার অবদান সংক্ষেপে আলোচনা করো।
3. নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) 2×5=10
(a) চেতনার বিভিন্ন স্তরগুলি কী কী ? অবচেতন স্তর কাকে বলে ?
অথবা, বংশগতির জনক কাকে বলা হয় ? জিন কী ?
(b) কিন্ডারগার্টেন পদ্ধতির প্রবক্তা কে ? কিন্ডারগার্টেন পদ্ধতিতে ‘চারাগাছ ও মালি’ কারা ?
(c) কোন্ বয়সকালকে, কেন ‘Gang Age’ বলা হয় ?
অথবা, ‘কাসা-দাই-বামবিনি’ কী ? মন্তেসরি পদ্ধতিতে পরিচালিকা কারা ?
(d) মেকলে মিনিট কী ? শিক্ষার উদ্দেশ্য সম্পর্কে মেকলে কী বলেছেন ?
অথবা, বৈদিক শিক্ষার শুরুর অনুষ্ঠানকে কী বলা হত ? সমাবর্তন কী ?
(e) নর্ম্যাল স্কুল কী ? নর্ম্যাল স্কুল কেন প্রতিষ্ঠা করা হয়েছিল ?
শিক্ষালয়ের সাবস্ক্রাইবারদের জন্য প্রশ্নপত্রটির PDF FILE LINK নিম্নে প্রদান করা হলো
Facebook
WhatsApp