কারক – বিভক্তি নির্ণয় অনুশীলনী । দশম শ্রেণি বাংলা ব্যাকরণ

কারক – বিভক্তি নির্ণয় অনুশীলনী । দশম শ্রেণি বাংলা ব্যাকরণ

শিক্ষালয় ওয়েবসাইটের (www.sikkhalaya.in) পক্ষ থেকে দশম শ্রেণির মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য কারক – বিভক্তি নির্ণয় অনুশীলনী । দশম শ্রেণি বাংলা ব্যাকরণ প্রদান করা হলো। শিক্ষার্থীরা এই কারক ও বিভক্তি নির্ণয় অনুশীলনের মধ্য দিয়ে তাদের কারক বিষয়ে পরীক্ষা প্রস্তুতি গ্রহণ করতে পারবে। আমাদের অপর ওয়েবসাইট WBNOTES.IN -এ দশম শ্রেণির অধ্যায়ভিত্তিক সকল আপডেটেড নোট ইতিমধ্যেই প্রদান করা হয়েছে।

কারক – বিভক্তি নির্ণয় অনুশীলনী : 

১) আমাকে কলমটি দাও।  উঃ কর্ম কারকে ‘টি’ নির্দেশক।    ২) তুমি ওদিকে গিয়ে বসো। উঃ কর্তৃকারকে ‘শূন্য’ বিভক্তি।    ৩) রমেন আজ বিদ্যালয়ে যায় নি।  উঃ অধিকরণ কারকে ‘এ’ বিভক্তি। ৪) ছাগলে কিনা খায়। উঃ কর্তৃকারকে ‘এ’ বিভক্তি।   ৫) আমরা কলম দিয়ে লিখি। উঃ করণ কারকে ‘দিয়ে’ অনুসর্গ।   ৬) সে বাংলাদেশ ঘুরে এলো। উঃ অপাদান কারকে ‘শূন্য’ বিভক্তি।   ৭) শিকারী বিড়াল গোঁফে চেনা যায়। উঃ করণ কারকে ‘এ’ বিভক্তি।   ৮) সকাল থেকে বৃষ্টি পড়ছে। উঃ অপাদান কারকে ‘থেকে’ অনুসর্গ।   ৯) আমার মামার বাড়ি কলকাতায় উঃ অধিকরণ কারকে ‘শূন্য’ বিভক্তি।   ১০) তপন, এদিকে এসো।  উঃ সম্মোধন পদে ‘শূন্য’ বিভক্তি।   ১১) গাছ থেকে একটা আম পড়লো।  উঃ অপাদান কারকে ‘থেকে’ অনুসর্গ।   ১২) সাত্যকি ব্যানার্জির গান আমি শুনেছি। উঃ কর্ম কারকে ‘শূন্য’ বিভক্তি।    ১৩) অনুপম স্যার শিক্ষার্থীদের বাংলা পড়ান।  উঃ অধিকরণ কারকে ‘শূন্য’ বিভক্তি।   ১৪) শিক্ষালয় ওয়েবসাইটে শিক্ষার্থীদের বাংলা বিষয়ে সুবিধা প্রদান করা হয়।  উঃ অধিকরণ কারকে ‘এ’ বিভক্তি।   ১৫) শাঁখ বাজে।  উঃ কর্মকর্তৃবাচ্যের কর্তা, ‘শূন্য’ বিভক্তি।    ১৬) ছেলেরা ফুটবল খেলছে। উঃ করণ কারকে ‘শূন্য’ বিভক্তি।   ১৭) ও হে শ্যাম, বাড়ি আছো?  উঃ সম্মোধন পদে ‘শূন্য’ বিভক্তি।   ১৮) সে অংকে কাঁচা।  উঃ বিষয়াধিকরণে ‘এ’ বিভক্তি।   ১৯) তিন্নি আমের আচার খেতে ভালোবাসে।  উঃ সম্বন্ধ পদে ‘এর’ বিভক্তি।   ২০) মন দিয়ে পড়াশোনা করো।  উঃ কর্ম কারকে ‘শূন্য’ বিভক্তি।

কারক বিষয়ের সকল আলোচনা পড়তে আমাদের অপর ওয়েবসাইট WBNOTES.IN ভিজিট করুন। সরাসরি দশম শ্রেণির উত্তরগুলি দেখতে CLICK HERE 

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার নোট, সাজেশন, প্রশ্নপত্র ও মক টেষ্টের সুবিধা গ্রহণ করতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করে বিষদ তথ্য জেনে নাওঃ 

কারক - বিভক্তি নির্ণয় অনুশীলনী

You cannot copy content of this page