নবম শ্রেণি নবম শ্রেণি বাংলাঃ গুরুত্বপূর্ণ প্রশ্ন সেট Anupam Dhar July 24, 2021 1 min read শ্রেণিঃ- নবম বিষয়ঃ- বাংলা পূর্ণমানঃ- ৪০ সময়ঃ- ১ ঘণ্টা ২০ মিনিট ১) সঠিক উত্তর নির্বাচন করোঃ- (যে কোন ৫ টি) ৫*১=৫ ক) কলিঙ্গদেশে কতদিন বৃষ্টি হয়েছিল ? অ) ৩ দিন আ) ৫ দিন ই) ৭ দিন ঈ) ৯ দিন খ) স্রোতের প্রবল প্রাণ কে আহরণ করে ? অ) জোয়ারভাটা আ) জোয়ার ই) ভাটা ঈ) তরী গ) “চল রে গাঁটকাটা”- বক্তা কে? অ) দুই রক্ষী আ) প্রথম রক্ষী ই) দ্বিতীয় রক্ষী ঈ) শ্যালক ঘ) “কলকাতা থেকে দূরত্ব যত বেশি হয় আমাদের মতো নগণ্যের পক্ষে ততই তা- অ) দুঃখের আ) আনন্দের ই) সুখাবহ ঈ) খুশির ঙ) “এ বিষয়ে তিনিই পুরো সত্য বলতে পারবেন”- সত্যটি বলেছিলেন, অ) অতিথি আ) মহন্মদ শা ই) শামশেমাগি ঈ) ইলিয়াস চ) নতুন গ্রহের লোকেরা বসবাস করত- অ) সুন্দর ঘরবাড়িতে আ) মাটির ভেতরের গর্তে ই) নদীর তীরে ঈ) ল্যাবরেটরিতে ২) অতিসংক্ষেপে উত্তর দাওঃ- (যে কোন ৫ টি) ৫*১=৫ ক) শকুন্তলাকে কে অভিশাপ দিয়েছিলেন? খ) ধীবর সংসার চালাত কীভাবে? গ) ইলিয়াসের কয়টি সন্তান ছিল? ঘ) ইলিয়াসের কাঁধের বোঁচকায় কী কী ছিল? ঙ) প্লেটোর দোরগোড়ায় কী লেখা ছিল? চ) সুকুমার নিজের বক্তৃতাকে কীসের সঙ্গে তুলনা করেছে? ছ) “প্রজা দিল রড়”- ‘রড়’ শব্দের অর্থ কী? ৩) সংক্ষেপে উত্তর দাওঃ- (যে কোন ৫ টি) ৫*৩=১৫ ক) দুর্বাসা মুনি শকুন্তলাকে অভিশাপ দিয়েছিলেন কেন? খ) “সে একেবারে সর্বহারা হয়ে পড়ল”- কে, কীভাবে সর্বহারা হয়ে পড়ল লেখো? গ) “মাটিতে মিশে যেতে ইচ্ছে করল”- কার, কেন এমন ইচ্ছে করেছিল? ঘ) “চারি মেঘে জল দেয় অষ্ট গজরাজ”- কথাটির তাৎপর্য বুঝিয়ে বলো। ঙ) “আমার বাণিজ্যতরী বাঁধা পড়ে আছে”- কথাটির মূল তাৎপর্য বিশ্লেষণ করো। চ) “না পায় দেখিতে কেহ রবির কিরণ”- রবির কিরণ দেখতে না পাওয়ার কারণ কী? 8) সংক্ষেপে উত্তর দাওঃ- (যে কোন ১ টি) ৫*১=৫ ক) ‘এবারে তো আর কোনও ভুল নেই’- কোন ভুলের কথা বলা হয়েছে লেখো। খ) ‘দুটো কারণে খটকা রয়ে গেল’- কারণ দুটো কী লেখো। ৫) সঠিক উত্তর নির্বাচন করোঃ- (যে কোন ৩ টি) ৩*১=৩ ক) বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা- অ) ৭টি আ) ১০ টি ই) ১৫ টি ঈ) ১২ টি খ) নীচের কোনটি ঘোষীভবনের উদাহরণ- অ) লাল > নাল আ) কাক > কাগ ই) রিক্সা > রিস্কা ঈ) কাগজ > কাগচ গ) নীচের কোনটি অনুনাসিক বর্ণ নয়- অ) ঞ আ) ঙ ই) শ ঈ) ম ঘ) ‘প্রতেক’ কে সন্ধি বিচ্ছেদ করলে দাঁড়ায়- অ) প্র+তেক আ) প্রতি+এক ই) প্রতিঃ+এক ঈ) কোনটিই নয় ৬) অতিসংক্ষেপে উত্তর দাওঃ- (যে কোন ২ টি) ২*১=২ ক) বিবৃত স্বরধ্বনি কাকে বলে? খ) স্বরধ্বনিলোপ কতো প্রকার ও কী কী? গ) স্বরসংগতি বলতে কী বোঝ? ৭) ভাবসম্প্রসারণ করোঃ (যে কোন একটি) ৫*১=৫ ক) “বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃক্রোড়ে” খ) “সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই”। Facebook Messenger WhatsApp Twitter Continue Reading Previous Previous post: নবম শ্রেণি বাংলা ব্যাকরণঃ অব্যয় পদNext Next post: দশম শ্রেণি বাংলাঃ প্রথম ইউনিট টেষ্ট Leave a Reply Cancel replyYour email address will not be published. Required fields are marked *Comment * Name * Email * Website Save my name, email, and website in this browser for the next time I comment. Related News নবম শ্রেণি বাংলাঃ প্রথম ইউনিট টেষ্ট সাজেশন নবম শ্রেণি বাংলাঃ প্রথম ইউনিট টেষ্ট সাজেশন June 29, 2022 বাংলা শব্দভান্ডার বাংলা শব্দভান্ডার June 18, 2022