আবহাওয়া ও জলবায়ু MCQ । একাদশ শ্রেণি ভূগোল প্রথম সেমিস্টার

আবহাওয়া ও জলবায়ু MCQ । একাদশ শ্রেণি ভূগোল প্রথম সেমিস্টার

শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে একাদশ শ্রেণির নতুন সিলেবাস অনুসারে প্রথম সেমিস্টার পরীক্ষার প্রস্তুতির লক্ষ্যে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য প্রদান করা হলো আবহাওয়া ও জলবায়ু MCQ । একাদশ শ্রেণি ভূগোল প্রথম সেমিস্টার । একাদশ শ্রেণির শিক্ষার্থীরা এই আবহাওয়া ও জলবায়ু MCQ । একাদশ শ্রেণি ভূগোল প্রথম সেমিস্টার পেজে তাদের ভূগোল (Geography) বিষয়ে সহায়তা লাভ করবে। 

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার আপডেট লাভ করতে মোবাইল স্ক্রিনের বা’দিকের নিম্নের অংশে থাকা বেল আইকনটিতে (🔔) টাচ করে শিক্ষালয় ওয়েবসাইটের নোটিফিকেশন অন করে রাখুন।

আবহাওয়া ও জলবায়ু MCQ । একাদশ শ্রেণি ভূগোল প্রথম সেমিস্টার : 

১) বায়ুমন্ডলে অক্সিজেনের পরিমাণ হল – ২০.৯৪%

২) বায়ুমন্ডলের যে গ্যাসটির পরিমাণ সর্বাধিক – নাইট্রোজেন

৩) বায়ুমন্ডলে ওজোন গ্যাস যে স্তরে ঘনীভূত অবস্থায় থাকে – স্ট্র্যাটোস্ফিয়ার

৪) ট্রপোস্ফিয়ার ও স্ট্যাটোস্ফিয়ারের মধ্যবর্তী সীমাকে বলে – ট্রপোপজ

৫) ভূপৃষ্ঠ থেকে ওপরের দিকে বায়ুমন্ডল বিস্তৃত – ১০০০০ কিমি

৬) মেসোস্ফিয়ার স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা – কমে

৭) হমোস্ফিয়ারের বিস্তার – ৯০ কিমি পর্যন্ত

৮) বায়ুমন্ডল নীল দেখায় যার জন্য – ধূলিকণা

৯) বৈপরীত্য উত্তাপ লক্ষ করা যায় বায়ুমন্ডলের যে স্তরে – ট্রপোস্ফিয়ার

১০) সুর্য থেকে আসা অতিবেগুনি রশ্মি শোষণ করে – ওজোন

১১) স্বাভাবিক উষ্ণতা হ্রাসের হার পরিলক্ষিত হয় – ট্রপোস্ফিয়ারে

১২) বায়ুমন্ডলে নাইট্রোজেনের শতকরা পরিমাণ হল – ৭৮.০৮%

১৩) একটি গ্রিনহাউস গ্যাস হল – কার্বন ডাইঅক্সাইড

১৪) বায়ুমন্ডলের শীতলতম স্তর – মেসোস্ফিয়ার

১৫) বায়ুমন্ডলের যে স্তরে দৈনিক আবহাওয়া পরিবর্তনের ঘটনা ঘটে – ট্রপোস্ফিয়ার

১৬)  বায়ুমন্ডলের যে স্তরে মহাকাশ থেকে আগত উল্কাপিন্ড পুড়ে ছাই হয়ে যায় – মেসোস্ফিয়ারে

১৭) অতিবেগুনি রশ্মি শোষিত হয় – স্ট্র্যাটোস্ফিয়ারে

১৮) বায়ুমন্ডলের যে স্তরে মেরুজ্যোতি দেখা যায় – আয়নোস্ফিয়ার

১৯) বায়ুমন্ডলের সবচেয়ে উপরে যে স্তর রয়েছে – ম্যাগনেটোস্ফিয়ার

২০) বেতার বা রেডিও তরঙ্গ যে স্তর থেকে ফিরে আসে – আয়নোস্ফিয়ার

২১) বায়ুমন্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ – ০.০৩%

২২) হেটেরোস্ফিয়ারের উচ্চতম স্তরটি হল – হাইড্রোজেন স্তর

২৩) ওজন ধ্বংসকারী মূল গ্যাস হল – CFC

২৪) বায়ুমন্ডলের গ্যাসীয় উপাদানগুলির মধ্যে পরিমাণে দ্বিতীয় – অক্সিজেন

২৫) বায়ুমন্ডলের একটি কঠিন উপাদান হল – লবণ কণা

২৬) ওজোন গহ্বরের অস্তিত্ব প্রথম ধরা পড়ে – আন্টার্টিকায়

২৭) ‘প্রাকৃতিক সৌরপর্দা’ বলা হয় – ওজোনস্ফিয়ারকে

২৮) রাসায়নিক বৈশিষ্ট্য ও গঠন অনুসারে বায়ুমন্ডলের স্তর সংখ্যা – ২টি

২৯) ট্রপোস্ফিয়ারের ঊর্ধসীমাটি হল – ট্রপোপজ

৩০) উচ্চতার ভিত্তিতে বায়ুমন্ডলের স্তর সংখ্যা – ৬টি

৩১) বায়ুমন্ডলের সর্বাধিক ধূলিকণা ও জলীয় বাষ্প পাওয়া যায় – ট্রপোস্ফিয়ারে

৩২) অতিবেগুনি রশ্মি শোষণকারী গ্যাসটি হল – ওজোন

৩৩) ক্ষুব্ধমন্ডল বলা হয় – ট্রপোস্ফিয়ারকে

৩৪) জেটবিমান যে স্তর দিয়ে চলাচল করে – স্ট্যাটোস্ফিয়ার

৩৫) স্ট্যাটস্ফিয়ার ও মেসোস্ফিয়ারের সীমানাকে বলা হয় – স্ট্র্যাটোপজ

৩৬) নৈশদ্যুতি মেঘ যে স্তরে দেখা যায় – মেসোস্ফিয়ার

৩৭) রাসায়নিক গঠন অনুসারে বায়ুমন্ডলের নীচের দিকের স্তরটি হল – হেটেরোস্ফিয়ার

৩৮) ওজোন গহ্বর সৃষ্টিতে দায়ী গ্যাসটি হল – ফ্রেয়ন

৩৯) মহাকাশ স্টেশন অবস্থান করে – এক্সোস্ফিয়ারে

৪০) ভ্যান অ্যালেন রেডিয়েশন বলয় যে স্তরে দেখা যায়- ম্যাগনেটোস্ফিয়ার

৪১) আন্টার্টিকা মহাদেশের উপর সর্বপ্রথম ওজোন গহ্বর লক্ষ করেন যে বিজ্ঞানী – ফারমেন

৪২) জেটবায়ু প্রবাহিত হয় – উচ্চ ট্রপোস্ফিয়ারে

৪৩) একটি নিষ্কৃয় গ্যাস হল – আর্গন

৪৪) বায়ুমন্ডলে পরিবর্তনশীল আবহাওয়া দেখা যায় যে স্তরে – ট্রপোস্ফিয়ার

৪৫) ওজোন গ্যাসের ঘনত্ব পরিমাপ করা হয় যে এককে – ডবসন

৪৬) বায়ুমন্ডলের যে স্তরকে শান্ত মন্ডল বলা হয় – স্ট্র্যাটোস্ফিয়ার

৪৭) হেটেরোস্ফিয়ারের নিম্নতম স্তরটি হল – আনবিক নাইট্রোজেন স্তর

৪৮) মেরু অঞ্চলে ট্রপোস্ফিয়ারের সীমানা – ৮ কিমি

৪৯) ওজোন গ্যাসের আবিষ্কর্তা হলেন – স্কোনবি

৫০) যে স্তরে প্রোটন ও ইলেক্ট্রনের স্থায়ী চৌম্বকক্ষেত্র তোইরি হয়েছে – ম্যাগনেটোস্ফিয়ার

একাদশ শ্রেণি বাংলা প্রথম সেমিস্টারের MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে

class-eleven-bengali-semester-1

একাদশ শ্রেণি ইংরাজি প্রথম সেমিস্টারের MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে 

class-eleven-english-note-new-syllabus

একাদশ শ্রেণি রাষ্ট্রবিজ্ঞান প্রথম সেমিস্টারের MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে 

class-eleven-pol-science-first-semester-question-answers

একাদশ শ্রেণি শিক্ষাবিজ্ঞান প্রথম সেমিস্টারের MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে 

class-eleven-education-first-semester-question-answers

একাদশ শ্রেণি ইতিহাস প্রথম সেমিস্টারের MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে

class-eleven-history-first-semester-question-answers

একাদশ শ্রেণি ভূগোল প্রথম সেমিস্টারের MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে

class-eleven-geography-first-semester-question-answers

একাদশ ও দ্বাদশ শ্রেণির সব বিষয়ের সিলেবাস ও নম্বর বিভাজন দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে 

শিক্ষালয় ওয়েবসাইটের কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক নিম্নে প্রদান করা হলোঃ

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার নোট, সাজেশন, প্রশ্নপত্র ও মক টেষ্টের সুবিধা গ্রহণ করতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করে বিষদ তথ্য জেনে নাওঃ 

paid courses

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

আমরা শনাক্ত করেছি যে আপনি বিজ্ঞাপন ব্লক করতে এক্সটেনশন ব্যবহার করছেন। এই বিজ্ঞাপন ব্লকার নিষ্ক্রিয় করে আমাদের সমর্থন করুন।

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO

You cannot copy content of this page

Need Help?