bangla shilpo sahitto songskritir itihas

বাংলা শিল্প, সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস

একাদশ শ্রেণির বাংলা শিল্প, সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস বিষয়ে আলোচনা, নোট ও গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহের সহায়তা পেতে পেজের নিম্নে প্রদান করা অপশন থেকে সাবস্ক্রাইব করো শিক্ষালয় ওয়েবসাইটে। 

 

ছোট প্রশ্ন (চর্যাপদ- শ্রীকৃষ্ণকীর্তন)

১) বাংলা ভাষার জন্ম হয় কোন ভাষা থেকে?

২) জয়দেবের কাব্যের নাম কী?

৩) চর্যাপদের পুঁথি কে আবিষ্কার করেন?

৪) চর্যাপদ কবে আবিষ্কার হয়?

৫) চর্যাপদের পুঁথি কোথা থেকে আবিষ্কৃত হয়?

৬) চর্যাপদের পদগুলি কোন ছন্দে লেখা?

৭) চর্যাপদের পুঁথি কোথা থেকে প্রকাশিত হয়?

৮) চর্যাপদের পুঁথি কবে প্রকাশিত হয়?

৯) চর্যাপদের পুঁথি কী নামে প্রকাশিত হয়?

১০) চর্যাপদের পদের সংখ্যা কয়টি?

১১) চর্যাপদের পদকর্তা কতজন?

১২) চর্যাপদের ভাষাকে কী বলা হয়?

১৩) চর্যাপদে কোন ধর্মের পরিচয় পাওয়া যায়?

১৪) বাংলাদেশে তুর্কি আক্রমণ কবে ঘটে?

sikkhalaya

১৫) পরাগল খাঁর পৃষ্ঠপোষকতায় মহাভারতের অনুবাদ কে করেন?

১৬) গুণরাজ খাঁ উপাধি কে প্রাপ্ত হন?

১৭) কোন সময়কালকে বাংলা সাহিত্যে অন্ধকারময় যুগ বলা হয়?

১৮) শ্রীকৃষ্ণকীর্তনের পুঁথি কবে আবিষ্কৃত হয়?

১৯) শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের পুঁথি কোথা থেকে আবিষ্কৃত হয়েছিল?

২০) শ্রীকৃষ্ণকীর্তনের পুঁথি কে আবিষ্কার করেন?

২১) শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি কবে প্রকাশিত হয়?

২২) শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের খন্ডসংখ্যা কত?

২৩) শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি কোন যুগের নিদর্শন?

২৪) শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের শেষ খন্ডের নাম কী?

২৫) শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের মূল চরিত্র কয়টি? 

 

bengali questions

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page