এই ঘরের মধ্যে জীবনকে উপলব্ধি করা যাবে না । বিভাব নাটক । দ্বাদশ শ্রেণি বাংলা
শিক্ষালয় ওয়েবসাইটের (www.sikkhalaya.in) পক্ষ থেকে দ্বাদশ শ্রেণির উচ্চমাধ্যমিক ২০২৫ দিতে চলা শিক্ষার্থীদের জন্য বিভাব নাটক থেকে ‘এই ঘরের মধ্যে জীবনকে উপলব্ধি করা যাবে না’ এই তাৎপর্যপূর্ণ অংশটির ব্যাখ্যাধর্মী উত্তর প্রদান করা হলো। দ্বাদশ শ্রেণির বাংলা বিষয়ে এই বিভাব নাটকের প্রশ্নের উত্তর শিক্ষার্থীদের উচ্চমাধ্যমিক বাংলা পরীক্ষা ২০২৫ এর জন্য সহায়ক হয়ে উঠবে।
এই ঘরের মধ্যে জীবনকে উপলব্ধি করা যাবে না । বিভাব নাটক । দ্বাদশ শ্রেণি বাংলা :
১) “এই ঘরের মধ্যে জীবনকে উপলব্ধি করা যাবে না”- ‘জীবনকে উপলব্ধি’ করার জন্য বক্তা কী করেছিলেন? শেষে তাঁর কীরূপ অভিজ্ঞতা হয়েছিল? ৩+২=৫
উৎসঃ
‘বহুরূপী’ নাট্যদলের প্রযোজনায়, নাট্যকার “শম্ভু মিত্রের” উদ্যোগে “বিভাব” নাটকটি রচিত ও মঞ্চস্থ হয়। প্রশ্নোক্ত তাৎপর্যপূর্ণ অংশটি এই নাটক থেকে চয়ন করা হয়েছে।
বক্তার জীবন উপলব্ধিঃ
নাট্যকারের মতে, জীবনকে উপলব্ধি করা যাবে “রাস্তায়, মাঠে, ঘাটে”। অর্থাৎ, বৃহত্তর জনজীবনের মধ্যেই জীবনের প্রকাশ। সুখ-দুঃখ, হাসিকান্না নিয়েই মানবজীবন।কিন্তু মানুষ শুধু সুখটা চায়, দুঃখকে বরণ করার মানসিকতা কারো নেই।
হাসির নাটকের বাজার খুব ভালো বলেই সম্পাদক চেয়েছেন হাসির নাটক মঞ্চস্থ করতে। সেইজন্য শম্ভু মিত্র মানুষকে হাসাবার রীতিমত চেষ্টাও করে গেছেন। কিন্তু বদ্ধ ঘরের মধ্যে হাসির খোরাক পাওয়া সম্ভব নয়, তাই নাট্যকারের সব চেষ্টা বিফলে যায়- “এই ঘরের মধ্যে জীবনকে উপলব্ধি করা যাবে না-হাসিও পাবে না।” শেষপর্যন্ত নাট্যকার এবং তাঁর সহঅভিনেতা অমর গাঙ্গুলি রাস্তায় নামার সিদ্ধান্ত গ্রহণ করেন।
এইভাবে তাঁরা শহরের রাস্তার মধ্যে জীবনকে উপলব্ধি করতে চেয়েছেন। ব্যস্ত শহরের অগণিত নরনারী, তাদের নিত্যদিনের জীবনযাপন, অভাব-অভিযোগ, চাওয়া-পাওয়া এসবের মধ্যেই প্রকৃত জীবনকে উপলব্ধি করা যাবে বলে নাট্যকার মনে করেন।
অভিজ্ঞতার বর্ণনাঃ
শহরের রাস্তার প্রখর বাস্তবতায় তাঁরা প্রত্যক্ষ করেন- প্রতিবাদী শোভাযাত্রীরা পুলিশের নির্দেশ অমান্য করে অগ্রবর্তী হলে পুলিশের সার্জেন্টের নির্দেশে তারা মিছিল লক্ষ্য করে গুলি চালায়। পুলিশের অমানবিক গুলি বর্ষণে একটি ছেলে ও একটি মেয়ে মাটিতে লুটিয়ে পড়ে এবং পুলিশ মার্চ করতে করতে সেই স্থান পরিত্যাগ করে।
লাল আলোয় পরিব্যাপ্ত মঞ্চে শম্ভু মিত্র ও অমর গাঙ্গুলীর প্রবেশ করেন। অমর গাঙ্গুলী আহত মেয়েটির মাথায় হাত দিয়ে দেখতে থাকেন। আর শম্ভু মিত্র উপলব্ধি করেন, মন্বন্তরগ্রস্থ, উদবাস্তু সমস্যা ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাবে সৃষ্ট কৃত্তিম খাদ্যসঙ্কটে জর্জরিত মানব জীবনে ‘হাসির খোরাক’ অবলুপ্ত।
বিভাব নাটক থেকে এমনই আরো প্রশ্নের উত্তর দেখতে এই লিঙ্কটি অনুসরণ করতে হবে
দ্বাদশ শ্রেণি অধ্যায়ভিত্তিক বাংলা নোট দেখতে নিম্নের লিঙ্কগুলি অনুসরণ করোঃ
- কে বাঁচায়, কে বাঁচে
- ভাত
- ভারতবর্ষ
- রূপনারানের কূলে
- শিকার
- মহুয়ার দেশ
- আমি দেখি
- ক্রন্দনরতা জননীর পাশে
- বিভাব
- নানা রঙের দিন
- পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন
- অলৌকিক
- আমার বাংলা
- শিল্প, সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস
- ভাষাবিজ্ঞান
- প্রবন্ধ
শিক্ষালয় ওয়েবসাইটের কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক নিম্নে প্রদান করা হলোঃ
- বাংলা ব্যাকরণের আলোচনাগুলি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
- শিক্ষালয় ওয়েবসাইটে প্রদান করা প্রবন্ধ রচনাগুলি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির বাংলা অধ্যায়ভিত্তিক নোট দেখতে এই লিঙ্কে ক্লিক করতে হবে
- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির বাংলা অধ্যায়ভিত্তিক MCQ TEST প্রদান করতে এই লিঙ্কে ক্লিক করতে হবে
- শিক্ষালয় ইউটিউব চ্যানেলটি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির সাজেশন দেখতে এই লিঙ্কটি অনুসরণ করতে হবে
শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার নোট, সাজেশন, প্রশ্নপত্র ও মক টেষ্টের সুবিধা গ্রহণ করতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করে বিষদ তথ্য জেনে নাওঃ